আসসালামু আলাইকুম।
আশা করি আপনারা ভালো আছেন।
Trickbd এর সাথে থাকলে সবসময় ভালোই থাকবে।
আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভাল আছি।
হাজির হলাম আর একটি নতুন ট্রিক নিয়ে।
তো চলুন ট্রিক টি শুরু করা যাক।
প্রথমে সেটিং এ যান।

এবার security-তে ক্লিক করুন।

এখন আপনি ডাটা প্রোডাকশন এ ক্লিক করুন।

এখানে একটা পেটান দিন এবং কন্টিনুয়ে তে ক্লিক করুন।

আবার সেই পেটান টি দিন এবং কনফার্ম এ ক্লিক করুন।

দেখুন একটা পেজ ওপেন হয়েছে সেখান পিকচার মভি ইত্যাদি রাখা যাবে

ওর ভিতর রাখার জন্য আপনাকে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে।

দেখুন আপনার ফোন মেমোরি কার্ড এবং মেমোরি কার্ডের অপশন দেখা যাচ্ছে দুইটার ভিতরে যেটা থেকে আপনি আপনার পার্সোনাল গুলোর বুকে রাখতে চান সেটা তে ক্লিক করুন।

দেখুন আমি পিকচার ওপেন করেছি ওখানে একটি প্লাস চিহ্ন তে ক্লিক করতে হবে।

এখন আপনি যে ফটোগুলো নিতে চান সে ফটোর উপরে ক্লিক করুন তারপর তালার মত যে চিহ্নটি আছে ওইটাতে ক্লিক করুন।

দেখবেন যে ফটোগুলো সিলেট করেছিলান সেই গুলো ওর ভিতরে চলে এসেছে।

এখন যদি এই গুলো ডিলিট করতে চান তাহলে কলামের মধ্যে চিহ্নটি তে ক্লিক করুন।

যে ফটোগুলো ডিলিট করতে চান সেগুলো সিলেক্ট করুন এবং ডাজবিন এর মত চিহ্নতে ক্লিক করুন।

দেখবেন যে ফটোগুলো সিলেট করেছিলাম সেই গুলো ওখান থেকে ডিলিট হয়ে গেছে।

বি: দ্র: সব মডেলের ফোনে এই সেটিং কি নাও থাকতে পারে।
আজকের পোস্ট এই পর্যন্তই।
আশা করি সবাই বুঝতে পেরেছেন।যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানান।
যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিয়েন।
খোদা হাফেজ।

পোস্টি সবপ্রথম লিখেছেন আমাদের সাইটের Super-Author

 

টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, কমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। আর একটা ধন্যবাদ প্রাপ্য থাকলাম। যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। রাত জেগে টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!!
আবারও ধন্যবাদ সবাই কে…

আমার পোস্ট এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন।আমাদের সাইটের লিংক

TipsNow24.Com

আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ৫-১০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।

★★আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন
★★আল্লাহ হাফেজ★★

4 thoughts on "কোন অ্যাপ ছাড়াই ফোনের ভিতরে লুকিয়ে রাখুন 10 GB মুভি ফটো কিংবা মিউজিক।"

  1. JM Sujon Contributor says:
    sob phone kaj hobe na re pagla!?
    1. Power ✔ Author Post Creator says:
      ata post bola hoysa
  2. Mimsad Contributor says:
    ভাই এটা অনেক পুরাতন Tricks. 5.1 এর উপরের ভার্সনে সাপোর্ট করে
  3. mizanrupok Contributor says:
    Vai help , chrome browser a download waiting problem solved korar moto kono way ahse ki ?

Leave a Reply