একটি Smart Phone ছাড়া মানুষ এখন এক মুহুর্তও চিন্তা করতে পারে না.
না খেয়ে থাকা যায় তবে মোবাইল ছারা চলবেই না.
তবে এর চার্জ নিয়ে কম বেশি সবাই চিন্তিত,
চার্জ নিয়ে অনেকেই ভুক্তভোগী.
সবাই চায় তার ফোন টিতে একটু বেশি চার্জ থাকার জন্য,
দীর্ঘক্ষন ফোন ইউজ করার জন্য,
তবে তার জন্য দরকার Fast Charging.
যেটা সবাই আশা করে.
(তো আজকের Topic সেটা নিয়ে)

Topic মূলত ২ টা
১• Slow Charging এর কারন
২• Charge বেশিক্ষন না থাকার কারন

topic no.১
SLOW Charging এর কারন

Android ফোন Slow Charge হওয়ার প্রধান কারন হলো 3 টা
1. Power adapter
2. Micro-usb Data Cable
3. Using Custom Rom (root user only)

✰ Slow Charging এর লক্ষন:
• দেখা যায় ১০ মিনিট ফোন চার্জ এ লাগানো থাকার পরও মাত্র ২ কি ১ % চার্জ হয়েছে যেটা অস্বাভাবিক.
• আবার দেখা যায় ফোন চার্জ এ লাগিয়ে ইউজ করছি, তবে চার্জ উঠছেও না কমছেও না. বা চার্জ হলেও ২০ মিনিট এ ১% হচ্চে.
• আবার এটাও দেখা যায় ফোন চার্জে লাগিয়ে ইউজ করছেন ঠিকই, তবে চার্জ হওয়ার বদলে উলটা চার্জ আরো কমছে.

1. About Power adapter:
(official adapter)
বেশিদিন কোন জিনিস ব্যাবহার করলে তার কার্জ ক্ষমতা কমতে থাকে, এটা আমরা সবাই জানি.
ফোন কিনার পর দেখা যায় বেশ অনেক দিন কোন সমস্যা ছারাই ফোন টি দ্রুত চার্জ হয়. তবে কিছুদিন পরেই দেখা দেয় Slow Charging.
এর কারন হলো অতিরিক্ত ব্যাবহার এর ফলে Adapter এর Charging ক্ষমতা কমে যাওয়া. যার ফলে ফোন Slow charging হয়.
তবে এইটা হয়তো ভালো ব্র‍্যান্ডের এর ফোন গুলুতি অনেক দেরিতে হয়.

Solution: Adapter এর ক্ষমতা Check করার জন্য, মানে এইটা এখনো ভালো আছে কিনা তার জন্য Ampere এপ্স ব্যাবহার করুন.

(Unofficial adapter)
Adapter নস্ট হলে অথবা অন্য কোন সংগত কারনে আমরা নতুন Adapter কিনে থাকি.
এক্ষেত্রে যারা কম দামি Adapter কিনি আমরা, যেমন ১০০ টাকা বা তার নিছে, সে ক্ষেত্রে Slow Charging হবে এটাই স্বাভাবিক
কারন “জিনিস যেটা ভাল দাম তার একটু বেশি”. কম দামি Adapter এর Charging ক্ষমতা খুবই কম

Solution: তাই চেস্টা করুন একটু বেশি দাম দিয়ে Adapter কিনার.
৩০০ টাকা থেকে শুরু করে ভাল Adapter পাওয়া যায়.
আর adapter কিনার সময় অশ্যই তা Check করে কিনবেন Ampere এপ্স দিয়ে.
এইটা Playstore এ পাওয়া যায়.
**কিভাবে Check করবেন সেটা পোস্টের শেষে এ বলা আছে

2. About USB Data Cable

শুধু Adapter ভাল হলেই হবে না তার সাথে সাথে USB কেবল টিও হতে হবে উন্নত মানের. সব কেবল কিন্তু ফোন চার্জিং এর জন্য তৈরি করা হয় না.
কিছু কেবল শুধুমাত্র Data Transfer এর জন্য বানানো হয় বিশেষ করে.
তাই দোকান থেকে USB cable কিনার সময় এর (mA)
চেক করে নিবেন. আর অবস্যই ৩০-৪০ টাকার USB কেবল গুলো
Ignore করতে হবে যদি Fast Charging চান.
mA চেক করার জন্য Ampere এপ্স টি ব্যাবহার করতে হবে.
Fast Charging এর জন্য অন্তত  700+ mA থাকতে হবে.
Ampere সম্পর্কে শেষে বলা আছে

3. Using Custom Rom
যারা Custom Rom ইউজ করে তাদের এইটা কমন সমস্যা.
এইটার আসলে নির্দিস্ট কোন সমাধান নাই. Custom Rom ইউজ করার পূর্ব শর্তই হলো_Battery নিয়ে আপনাকে ভুকতে হবে.
তাই যদি আপনাকে Custom Rom ইউজ করতেই হয়, অবশ্যই
একটি ভালো Custom Rom ব্যাবহার করুন, যেটা আপনার ফোনের জন্য Stable. বা যদি কয়েক দিন ঠিক থাকার পর আবার
Slow Charging অথবা Charge কমতে শুরু করে, তাহলে পূনরায় Rom টি Flash করুন.


Topic no.২
Charge বেশিক্ষন না থাকার কারন

✰ বিশেষ কিছু লক্ষন:
• বলা নেই, কওয়া নেই মোবাইল হুটহাট বন্ধ হয়ে যাওয়া
• যেকোন অবস্থায় বন্ধ হয়ে যায় সেটা 100% ও হতে পারে, 90% ও হতে পারে, 50% ও হতে পারে কোন ঠিক ঠিকানা নাই.
• Battery খুলে আবার লাগালেই বিপদ, মানে ফোন এ যত % চার্জই থাকুক না কেনো 0% অথবা অনেক কমে যাবে, বেরেও যাবে তবে সেটা ভ্যালুলেস , শুধুমাত্র চোখের শান্তি মাত্র
• 100% থেকে চোখের পলকেই চার্জ উধাও হয়ে যাবে মানে সেকেন্ড এর সাথে তাল মিলিয়ে চার্জ কমতে থাকবে
• মোবাইল চার্জ হবে ঝড়ের গতিতে মানে ৫ মিনিটেই ফুল চার্জ
• চার্জ যাবেও কিন্তু ঝড়ের গতিতেই  (ঐটা Fast Charger ছিলো না)

**উপরুক্ত কোন একটি কারন লক্ষনীয় হলে বুজতে হবে ব্যটারির মধ্যে পদার্থ বলতে আর কিছু নাই (Buy new one)

Solutions:
আসলে চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার কারন হলো আমাদের বেখেয়ালিতা.
মানে আমাদের দোষেই আমরা এই সমস্যটা তৈরি করে ফেলি.
তাই এই সমস্যায় পরার আগেই আমাদের একটু সতর্ক থাকতে হবে.
এর 4 টা কারন হলো
1. ওভার চার্জিং
2. চার্জিং অবস্থায় ফোন ইউজ করা (most important part)
3. Device টিকে বিশ্রাম কম দেওয়া
4.  কাস্টম রম (rooted user)

1. অভার চার্জিং
প্রচলিত একটি ভুল ধারনা হলো নতুন ফোন কিনার পর ৭-৮ ঘন্টা চার্জ দেওয়া. আসলে এইটা একেবারে ভুল ধারনা. এরকম টা করা যাবে না.
স্বাভাবিক ভাবে ১০০% করে চার্জার খুলে ফেলুন
তা না হলে ব্যাটারি আস্তে আস্তে Damaged  হতে থাকবে, স্বাভাবিক কার্জক্ষমতা হারাতে থাকবে. এইটা সবসময় খেয়াল রাখবেন.

2. চার্জিং অবস্থায় ফোন ইউজ করা
আর চার্জিং অবস্থায় ফোন ইউজ করা মানে সেচ্চায় ফোন টিকে মৃত্তুর
দিকে ঠেলে দেওয়া. কারন তখন ব্যটারির ভোল্টেজ ডাবল
হয়ে যায়. মানে তখন ফোনের পাওয়ার সাপ্লাই স্বভাবিক এর থেকে
বেশি হয়ে যায়. তাই তখন ফোন ইউজ করাটা মারাক্তক ক্ষতি.

ইউজ করতে পারেন বেশি প্রয়োজন হলে, তবে 100% হওয়ার পর অবশই Charger খুলে ফেলুন. অন্যথায় Battery টি একটা সময় পুরো Damaged হয়ে যাবে. তাই ফোন টি ১০০% করুন তারপর ইউজ করুন. আবার.
১৫% এর নিছে আসলে পুনরায় চার্জে লাগান.

3. কম বিশ্রাম দেওয়া
অতিরিক্ত ব্যাবহার কোন কিছুই ভালো না.
তাই আপনার সাধের ফোন টিকে কিছু সময় এর জন্য রেস্ট এ থাকতে দিন. যাতে তার cpu,gpu,processor গূলো পুরনাংগ ভাবে
সচল থাকতে পারে. আর ফোন টি মাঝে মাঝে Power off করে ব্যাটারি খুলে আবার লাগান. (হুট করে ব্যাটারি খুলবেন না কখনো)
আর খেয়াল রাখবেন Background এ যাতে
কোন Apps রানিং না থাকে. সব ফোর্সলি স্টপ করে দিবেন. এর জন্য হাল্কা একটা third-party এপ্স ও ইউজ করতে পারেন.
ex:greenify

4. Custom Rom
SOLUTION  N/A

404 NOT FOUND


Ampere Apps


উপরের Screenshot টাা খেয়াল করুন

এখানে দেখা যাচ্ছে 1120 Ma যেটা নিসন্দেহে একটি Fast Charging.
আপনারা যখন Adapter কিনবেন তখন এপ্স টি ওপেন
করে mA টা চেক করে নিবেন.

mA Measuring:

• 400 mA = ধীর গতির চার্জিং
• 600 ma = নরমাল চার্জিং
• 900 ma = মোটামোটি Fast চার্জিং
• 1300 ma+ = pure fast চার্জিং
• –300 mA = change the Adapter or Cable (এখনি পাল্টান)

বি.দ্রঃ mA সবসময় accurate থাকবে না নির্দিষ্ট একটা pattern এ বারবে আবার কমবে, তবে সেটা সামান্য

Adapter এবং Data Cable দুইটাই এই এপ্স দিয়ে চেক করে নিবেন.
হতে পারে আপনি বেশি টাকা দিয়েই Adapter অথবা Cable কিনছেন,
তবে mA কম দেখাচ্ছে.
সে ক্ষত্রে হয় আপনার Adapter ভালো তবে Cable কম শক্তিসম্পন্ন,
আর না হয় Cable ভালো কিন্তু Adapter কম শক্তিসম্পন্ন.

THE END

6 thoughts on "Android ফোন এর Battery এবং Charging সম্পর্কিত অতিব গুরুত্বপূর্ণ পোস্ট[ highly recommended to see]"

  1. Roach-backed Contributor says:
    Darun ekta post. Amar phon a ai matro 54 % charge chilo r hut kore off holo ar phon khule dekhi 3%,,,
  2. PrinceTuhin Contributor says:
    Acha bro amr friend ar akta Nokia 5 phone charge 100% thakleo hothat off hoye jay……ata besi dekha jay Mobile Data/ Wifi on korle…tobe data/wifi chara normally long time use kora jay??? ati ki prblm hote pare???
  3. PrinceTuhin Contributor says:
    Acha bro amr friend ar akta Nokia 5 phone charge 100% thakleo hothat off hoye jay……ata besi dekha jay Mobile Data/ Wifi on korle…tobe data/wifi chara normally long time use kora jay??? ati ki prblm hote pare???
  4. Sanot Kumar Roy Contributor says:
    *#0228# dial kore…… Quick start e click korle sreen off hoye abar on hoy & original charge show kore eta korle ki somossa hoy? ★Samsung user only★
  5. You given many wrong information. Do you have any proof?You write many illogical things. I have proof that you’re wrong,watch it https://youtu.be/HPcy3onpRFo

Leave a Reply