আসসালামুয়ালাইকুম
আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।
তো আজ আমরা MX player এর কিছু লুকানো ফিচার নিয়ে কথা বলবো।তো যারা এক্সপার্ট আছেন তারা এখনি পোস্ট টি স্কিপ করে দিন।


আর যারা যানেন না তাদের জন্য পোষ্ট টি অসাধারন হতে চলেছে। এ রকম পোস্ট trickbd তে হয়ে থাকবে।
কিন্তু আমি আজ স্টেপ বাই স্টেপ দেখাবো।
তো সময় নস্ট না করে এখনি শুরু করা যাক।

১ম ফিচার: কিড লক
ধরুন আপনার বাচ্চা অথবা আপনার ছোট ভাই সে ফোনে কার্টুন বা কোনো ভিডিও দেখছে তো সে বারবার লক দেওয়ার পর পর exit করে অন্য setting যাচ্ছে। তখন তা থেকে বাচার জন্য kid lock খুব দরকারি।
আপনি যখন কিড লক অন করবেন তখন সে যতবার ডিসপ্লে তে ক্লিক করবে ততবার নানা রকম মজার funny effectদেখতে পাবে। এবং সে অন্য কোথাও যেতে পারবে।

kid lock চালু করতে আপনার নিচের দেখানো মতো সেটিংস করতে হবে।

?MX player চালু করে উপরে মেনুতে ক্লিক করুন।
এখন setting এ গিয়েplayer এ ক্লিক করে controls যান।
এখন lock এ ক্লিক করে kids locks+(touch effect)
সিলেক্ট করে।OK করে দিন।
kids lock হয়ে গেল ।
এখন screen shot দেখুন।

এখন আপনি লক খুলবেন কিভাবে।
প্রথমে কেউ যদি ডিসপ্লে তে ক্লিক করে তাহলে ইফেক্ট দেখতে পাবে। আর মোবাইল screen এর বাম কোনা থেকে শুরু করে চার কোনায় চাপ দিলে লক খুলে যাবে।

২য় ফিচার: ইডিট

ধরুন আপনার ফোনের কোন ভিডিও বা অডিও MX PLAYER এ বাজানোর সময় আপনার অন্য বন্ধু আপনার ফাইল ডিলিট করছে অথবা আপনার পছন্দের লিস্ট Rename অথবা রিমুভ করছে
তা থেকে বাচার জন্য আপনাকে নিচের মত সেটিংস করতে হবে।
এতে কেউ আপনার ভিডিও ডিলিট অথবা Rename করতে পারবে না।

সেজন্য 3dot মেনুতে যান
setting এ ক্লিক করুন General এ ক্লিক করে allow editing অপশন থেকে টিক মার্ক উঠিয়ে দিন কেউ ফাইল MX প্লেয়ার থেকে ডিলিট করতে পারবে না।

৩য় ফিচার: ফ্লোটিং বোতাম।
আপনি যখন কোনো ভিডিও দেখে resume করে রাখেন যে পরে আবার সেখান থেকেই শুরু করবেন তখন আপনার বন্ধু এসে ঐ ভিডিও কিছু সময় দেখে কারন ফ্লাটিং বোতাম চাপলেই সে ঐই ভিডিও ঐ ফোল্ডার থেকে প্লে করতে পারবে। কারন সে ফ্লাটিং এ ক্লিক করবে।

এখন যারা ফ্লাটিং আইকন লুকাবেন
প্রথমে আগের মতো মেনুতে যান List এ ক্লিক করুন।

নিচে floating button থেকে টিক মার্ক তুলে দিন দেখুন বোতাম হাড়িয়ে গেছে।

এখন screen shot গুলো দেখুন


আপনাকে এই বোতাম টা hide করতে হবে।

এই মেনু থেকে আপনার MX player এর থিম চেন্জ করতে পারবেন দিতে পারবেন অসাধারন লুক।
যা আমি ভিডিও তে দেখিয়েছি। পোস্ট এ দিলে পোস্ট আরো বড় হবে। আপনারা যদি চান তা পড়ে যুক্ত করে দিব।

৪র্থ ফিচার: dual audio

আমরা অনেকে ইংলিশ, তামিল,তেলেগু সিনেমা দেখি।
এসব সিনেমার ফাইল নামে দেখবেন Dual Audio লেখা থাকে অর্থাৎ যদি ইংলিশ সিনেমা হয় তাহলে হিন্দি, বাংলা, তামিল এসব ভাষায় ও থাকে। তেলেগু থেকে হিন্দি, তামিল থেকে হিন্দি।

যদি দেখেন dual audio আপনি অনায়াসেই তখন তা এসব ভাষায় শুনতে পারবেন।
তা করতে হলে আপনাকে সিনেমা টি প্লে করতে হবে।
এখন প্লে 3ডট মেনুতে যান।
সেখান থেকে Audio তে ।
Audio থেকে Audio track এখন ভাষা গুলো দেখতে পাবেন সিলেক্ট করুন।
ব্যাস আপনি এখন ঐ ভাষাতেই পুরো সিনেমাটা দেখতে পাবেন।
ধরুন আমি এখানে একটা English সিনেমা captain America ইং থেকে হিন্দিতে করছি।


এটা ডুয়াল অডিও

৫ম ফিচার : বাংলা subtitle

মনে করুন আপনার ভিডিও ডুয়াল অডিও নয়।
এটা ইংলিশ,তামিল , হিন্দি, তেলেগু তে তাহলে ভাষা বুঝতে হলে আপনাকে ঐ সিনেমার বাংলা সাবটাইটেল ডাউনলোড করতে হবে।যা মাত্র ১০০-১৫০ Kb

ডাউনলোড করে .srt নামে ফাইল সাবটাইটেল বসিয়ে দিতে হবে।
তাহলে সম্পূর্ণ ভিডিও আপনি নিচে বাংলা সাবটাইটেল এ দেখতে পাবেন

তার জন্য ভিডিও প্লে করে আগেরমতো 3dot মেনুতে গিয়ে subtitles ক্লিক করে open এ ক্লিক করে .srt ফাইল সিলেক্ট করুন।


এখন আপনি শুনতে পাবেন ঐই ভাষায় কিন্তু দেখবেন আমাদের প্রিয় বাংলা ভাষায়।

৬ষ্ঠ ফিচার: Audio

আমরা শুধু MX player কে ভিডিও প্লেয়ার মনে করি কিন্তু এটাতে আপনি mp3 ও বাজাতে পারবেন। আর ভিডিও কে অডিও হিসেবে background হিসেবে ও বাজাতে পারবেন
সে জন্য যা করতে আপনাকে আবারো সেই মেনুতে যেতে হবে গিয়ে Audio তে ক্লিক করে open audio করলেই আপনি mp3 বাজাতে পারবেন।


৭ম ফিচার: background play

আপনি যখন কোনো ভিডিও না দেখে শুধু শুনতে চান আবার যখন শুধু mp3 play করতে চান তখন সেটা ব্যাকগ্ৰাউন্ড হিসেবে বাজাতে
আগের মতো সেটিংসে যান player এ গিয়ে background play তে টিক মার্ক দিন ব্যাস হয়ে গেল।

বন্ধুগণ এভাবে MX player এর ফিচার নিয়ে আলোচনা করলে ৫-৭ টা পোস্ট লিখলেও শেষ করা যাবেনা।
তাই নিচের এই ভিডিও তে ফিচার গুলো দেখালাম যেমন,
▶️Display setting▶️সাউন্ড বৃদ্ধি ▶️থিম পরিবর্তন, ▶️অডিও Equalizer▶️,ডাবল টাপ প্লে ,▶️ডাবল টাপ পুস/exit

এছাড়া ও আরো ফিচার যানতে full video দেখতে পারেন

সর্বশেষ ফিচার: MX রিস্টোর/Reset

এই সেটিংস করার পর যদি আপনার কোনো একপা কিছু ঠিকঠাক মনে না হয় তাহলে আপনি রিসেট করে আগের মতো সেটিংসে আসতে পারবেন সেই জন্য আপনাকে
? setting এ গিয়ে
? general এ যেতে হবে
?এখন reset Setting এ ক্লিক করে রিসেট করে নিন।




বন্ধু গণ পোস্ট টি নিজের মত করে গুছিয়ে লিখেছি
আরো কিছু ইমপ্রুভমেন্ট করতে হলে কমেন্ট বক্সে লিখুন।
আর যদি পোস্ট টি আপনাদের একটুও ভালো লাগে একটা লাইক দিবেন।
আজ আর নয় আপনাদের সুস্বাস্থ্য কামনে করে এখানেই শেষ করছি।

খোদা হাফেজ।

18 thoughts on "MX player এর অসাধারন কিছু ফিচার যা আমরা অনেকেই জানি না। আর কিছু ট্রিকস"

  1. Emrus Legend Author says:
    অসাধারণ।
    1. Easy tech knowledge Contributor Post Creator says:
      ধন্যবাদ
    1. Easy tech knowledge Contributor Post Creator says:
      Tnx vaia
    1. Easy tech knowledge Contributor Post Creator says:
      Tnx vaia
  2. Masud73MR Contributor says:
    Kosto kore lekhar jonno dhonnobad…….but egula onnk old
  3. Easy tech knowledge Contributor Post Creator says:
    Thanks
    1. Easy tech knowledge Contributor Post Creator says:
      U r most welcome
    1. Easy tech knowledge Contributor Post Creator says:
      Tnx bro
    1. Easy tech knowledge Contributor Post Creator says:
      ধন্যবাদ ব্রো
  4. Biplab islam joy Contributor says:
    .srt ফাইলটি পাবো কোথায়
    1. Easy tech knowledge Contributor Post Creator says:
      Google e search korei papen movie er naam like zip file extract korlei .srt paben

Leave a Reply