আশাকরি সবাই ভালো আছেন।

ট্রিকবিডির সাথে থাকার জন্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।আজ আপনাদের মাঝে আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি,,,,,,,
আমরা অনেকেই কিছু কিছু ফোন ব্যবহার করার সময় একটা সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেটা হলো,,,,যেকোনো ব্রাউজার এ কোনো ফাইল Upload করার সময় একটা লেখা আসে এরকম “Unable to complete previous option due to low memory” নিচের Screenshot এর মত।

যদিও আমাদের ফোনের Storage খালিই থাকে,তবুও এই সমস্যাটি দেখা যায়।যার ফলে আমরা কোনো ফাইল Upload করতে পারিনা।
তো চলুন আজকে এই সমস্যার সমাধান করে ফেলি ধাপে ধাপে,,,,,,

১.প্রথমে ফোনের Setting এ চলে যাই।

২.তারপর Developer Option এ যাই। [ Developer Option যদি না থাকে তাহলে About Phone এ গিয়ে Build Version লেখায় ৩ বার খুব দ্রুত click করুন।পেয়ে যাবেন। ]

৩. তারপর Developer Option চালু করা থাকলে একেবারে নিচে চলে যান এবং Don’t keep activities চালু করে দিন।

৪.এবার Background process limit এ No background process দিন। তারপর Developer Option বন্ধ করে দিন।

৫.আর যদি Developer Option বন্ধ করা থাকে তাহলে চালু করে ধাপঃ৩,৪ সম্পন্ন করে আবার বন্ধ করে দিন।

এবার যেকোনো একটা File upload করে দেখুন। আর লেখাটা আসবেনা, ফাইল ও Upload হবে।

ধন্যবাদ সবাইকে।কোনো সমস্যা হলে Comment এ জানবেন।

5 thoughts on "[Android] ফাইল Upoload এর সময় “Unable to complete previous option due to low memory” সমস্যার সমাধান।"

    1. Alimul Islam Author Post Creator says:
      Apnakw thanks,,,,,comment korar jonno
    1. Alimul Islam Author Post Creator says:
      thanks,,,,,comment korar jonno

Leave a Reply