আসসালামু আলাইকুম ।
আশা করি সবাই ভালো আছেন ।।

##চমৎকার একটি পোস্ট আবার লিখতে বসলাম ।
বেশী কথা বলব না কারণ পোস্ট টা এমনিতেই অনেক বড় হয়ে যাবে তাই কথা বাড়ালাম না ।
*
*
শাওমি সেটের
বিরক্তিকর
এডভার্টাইজগুলি বন্ধ
করার কিছু ম্যানুয়াল
পদ্ধতি নিচে দেয়া হল

এমএসএ অ্যাপ
অথোরাইজেশন
বাতিলঃ


মিইউআই সিস্টেম এডস
নামক একটি হিডেন
অ্যাপ আছে যা এর ইউজার
ইন্টারফেসে বিজ্ঞাপন
প্রদর্শন করে। আপনি
প্রথমেই Settings >
Additional Settings >
Authorization and
Revocation অপশনে গিয়ে
msa অ্যাপটির
অথোরাইজেশন অফ করে
দিবেন।

এডভারটাইজিং
আইডেন্টিফায়া
র বন্ধঃ


Settings > Additional
Settings > Privacy > User
Experience Program অপশনে
গিয়ে টগল বাটনটি
চেপে এটি বন্ধ করে
দিবেন। তাহলে এটি আর
এডভারটাইজমেন্ট
প্রদর্শনের অন্য আপনার
ইউসেজ ডেটা সংগ্রহ
করবে না।

ইন্সটলার বা
স্ক্যানার এর এড
বন্ধঃ


এর জন্য আপনি গুগল প্লে বা
ফোন স্টোরেজ থেকে
যে কোন একটি অ্যাপ
ইন্সটল করুন। ইন্টারনেট অন
থাকলে দেখতে পাবেন
অ্যাপটির ভাইরাস
স্ক্যান করার স্ক্রিনে
বিজ্ঞাপন দেখাচ্ছে।
এখান থেকে উপরের
দিকে থাকা গিয়ার
আইকনে ক্লিক করে
“রিসিভ রেকমেন্ডেশন”
অপশনটি বন্ধ করে দিলে
এখানে আর বিজ্ঞাপন
দেখাবে না।

ইন্সটল করা
অ্যাপ
রেকমেন্ডেশন
বন্ধঃ


এজন্য Settings > Installed
Apps এ গিয়ে উপরে
থাকা থ্রি ডট মেন্যু
আইকনে ক্লিক করে
সেটিংস এ যান। তারপর
রেকমেন্ডেশন অপশন বন্ধ
করে দিন।

অ্যাপ লকারের
বিজ্ঞাপন বন্ধঃ


এজন্য Settings > App Lock এ
গিয়ে গিয়ার আইকনে
ট্যাপ করে সেটিংস এ
প্রবেশ করুন। তারপর
“Recommendations” অপশন
বন্ধ করে দিন।

ফাইল
ম্যানেজারের
বিজ্ঞাপন বন্ধঃ


এর জন্য আপনাকে ফাইল
ম্যানেজারে ঢুকে
Settings > About এ যেতে
হবে এবং তারপর
রেকমেন্ডেশন বন্ধ করে
দিতে হবে।

সিকিউরিটি
অ্যাপ এর
বিজ্ঞাপন বন্ধঃ


প্রথমেই অ্যাপ এ ঢুকে
সেটিংস এ গিয়ে
“Receive
Recommendations” বন্ধ
করে দিন। তারপর একই
অ্যাপে Settings > Cleaner
এবং Settings > Boost
Speed অপশনে গিয়েও
রেকমেন্ডেশন বন্ধ করে
দিবেন।

মি ব্রাউজার
এর বিজ্ঞাপন
বন্ধঃ


এই অ্যাপ এর
বিজ্ঞাপনগুলো সবচেয়ে
বিরক্তিকর হয়ে থাকে।
এটা বন্ধ করতে অ্যাপের
Settings > Privacy &
Security সেকশনে গিয়ে
“Personalized Services”
অপশন বন্ধ করে ফেলুন।

ডাউনলোডার
এর বিজ্ঞাপন
বন্ধ ::


অ্যাপে ঢুকে থ্রি ডট
মেন্যু তে গিয়ে “Show
Recommended Content”
অপশনটি একেবারে বন্ধ
করে রেখে দিন।

থিমস অ্যাপ এর
বিজ্ঞাপন বন্ধ
করতেঃ


এজন্য থিমস অ্যাপে ঢুকে
একাউন্ট অপশনে গিয়ে
সেটিংস এ ঢুকুন। তারপর
সেখান থেকে
রেকমেন্ডেশন বন্ধ করে
দিন।

মি মিউজিক
অ্যাপ এর
বিজ্ঞাপনঃ


মিউজিক প্লেয়ারে
ঢুকে ন্যাভিগেশন
মেন্যুতে যান। তারপর
Settings > Advanced
Settings এ গিয়ে “Receive
Recommendations“ বন্ধ
করে ফেলুন।

মি ভিডিও
অ্যাপ এর
বিজ্ঞাপনঃ


এজন্য Account > Settings
থেকে “Online
Recommendations”
অপশনটি বন্ধ করে দিন।
সেই সাথে “Push
Notifications“ অপশনটিও
বন্ধ করে রাখতে
পারেন।

##তো আজ এখানেই শেষ করছি , আবার দেখা হবে অন্য কোনো পোস্ট এ , যদি ভালো লাগে তবে আপনার মূল্যবান মন্তব্য টি জানাবেন ।

21 thoughts on "আপনার শখের সাওমি মোবাইলের এড বন্ধের ম্যানুয়াল পদ্ধতি জেনে নিন এবং বিরক্তিকর এড’এর হাত থেকে ফোন’কে সুরক্ষিত রাখুন ।"

  1. Avatar photo Haque Battery Contributor says:
    Onek jhamela. Ak click a sob off hoile valo hoto
    1. Avatar photo পেত্নীর জামাই Contributor Post Creator says:
      Hmm .. তবে ভালো কিছু’র জন্য তো একটু কষ্ট’ করতেই হয় । তাই না ?
  2. joynalabedin Contributor says:
    onk opokar hoise bro
    1. Avatar photo পেত্নীর জামাই Contributor Post Creator says:
      আপনাদের সেবা’ই আমাদের কাম্য ।। ট্রিকবিডির সাথে থাকার জন্য ধন্যবাদ …
  3. Abedin Contributor says:
    Vai samsung mobile a youtube a video dekhar somoy procur ad ashe ata ad bondo korar kono way nai…?
    1. Avatar photo পেত্নীর জামাই Contributor Post Creator says:
      Video তে এড আসে নাকি Phone Screen এ ?
    2. Abedin Contributor says:
      Vai video te ad ashe….
  4. Avatar photo Md Ashik Hossain Contributor says:
    good information bro…
    1. Avatar photo পেত্নীর জামাই Contributor Post Creator says:
      Thank For Cmnt
    1. Avatar photo পেত্নীর জামাই Contributor Post Creator says:
      Thank You.
  5. Avatar photo Mr Hanif Contributor says:
    vai….onekei bole xiaomi set naki blast hoy???
    Ata ki sotto?
  6. Avatar photo SHIPON Contributor says:
    ভাই শাওমি এমন কেনো হয়? স্যামসাং এ তো এই সমস্যা গুলো হয় না। দুটোর মধ্যে পার্থক্য কোথায়?
    1. Avatar photo পেত্নীর জামাই Contributor Post Creator says:
      কম বাজেট এ সাওমি অনেক কিছু দিয়েছে । আর তাদের এড দিয়ার কারণ কি সেটা সঠিক বলতে পারব না ।
  7. Avatar photo Ibrahim Contributor says:
    Onek dhonnobad vai
  8. Avatar photo SHIPON Contributor says:
    ধন্যবাদ ভাই।
  9. adiv1122 Contributor says:
    Ami pubg khelte duklei maje maje skin e addvase eta off korbo kivabe? Janalr Upokar hbe

Leave a Reply