হ্যালো ভাই ব্রাদার্স ?

কেমন আছেন সবাই?
আশা করি ভালো আছেন!

✋তো ব্রাদার্স আজকে আমি নতুন একটা ট্রিক নিয়ে হাজির হয়েছি।তো চলুন শুরু করা যাক!✌
আমাদের শখের মোবাইলের মধ্যে আমাদের কত ধরণের জিনিস থাকে।আমাদের গোপনীয় অনেক তথ্য ও থাকে।তো আমাদের এই তথ্য গুলো আমাদের আড়ালে অন্য কেউ দেখে পেলতেছে কিনা আজকে আমি সেটা দেখাবো এবং সচেতন হতে সাহায্য করব।
তো ব্রাদার্স আমাদের মোবাইলের সেই গোপন জিনিস গুলো অন্যের হাতে তুলে দেয়ার একমাত্র পন্থা হচ্ছে spy app।

spy apps কি?


spy apps হচ্ছে এমন কিছু এপস যা আপনার গোপনে অন্যের হাতে।আপনার তথ্য গুলো তুলে দেয়।এখন প্রশ্ন আসতে পারে যে ভাই কিভাবে তুলে দিবে? সেটার উত্তর ও দিচ্ছি।
ধরুন আমি আপনার মোবাইলে আমার একটা spy apps install করে দিলাম। তখন ঐ spy apps আমাকে আপনার মোবাইলের সব গোপন তথ্য আমার মোবাইলে দিতে থাকবে।আমি চাইলে আপনার মোবাইলের এক্সেস নিতে পারবো।আশা করি বোঝাতে পেরেছি। এখন আশি কিভাবে চেক করবেন নিছের
স্ক্রিনশট ফলো করুন??





এখানে আপনা চিনা জানা apps ছাড়া অন্য কোন এপস যেটা দেখতে অন্য রকম লাগবে। অথবা এন্ড্রয়েড এর লগো থাকবে।এরকম কিছু থাকলে সেটা কে রিমুভ করে দিলে হয়ে যাবে।
?কিছু না বুঝে থাকলে কমেন্ট করতে পারেন,

আজে বাজে কমেন্ট কারির উদ্দেশ্য –
* কোন পোষ্টে আজেবাজে কমেন্ট করবেন না। *
আপনাদের যদি পোস্ট টা ভালো না লাগে তাহলে রিপোর্ট করে চলে যান।
আর যে আজেবাজে কমেন্ট করবেন। সে কমেন্টের উত্তর নিশ্চিত পেয়ে যাবেন।
আর পোস্টে আজেবাজে কমেন্ট করে পোস্ট দাতার পোষ্ট করার আগ্রহ কমিয়ে দেবেন না।

আমার সাথে যোগাযোগ করতে পারেন ? ফেইসবুকে?।

JABER

আমি চাই পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে l ভাল লাগলে
একটা লাইক দিয়ে কমেন্ট
করবেন।



10 thoughts on "স্পাই এপস কি? আপনার ফোনে আছে কি না জেনেনিন এখন….."

  1. Sabbirbbs Contributor says:
    Sokol spy apk administrator access nei na. It’s not enough to remove spy software…
    1. Avatar photo JABER Author Post Creator says:
      Acca ?
  2. Avatar photo H M Sattar Contributor says:
    Bro আমার ফোনে ডাটা অন করলে xhelper নামে একটি অ্যাপ installed হত, এখন আর এটি হয় না এখন survy নামে আর একটা অ্যাপ নিজে নিজে installed হচ্ছে এবং ফোনের সব permission নিয়ে নিচ্ছে?। এখন এর থেকে মুক্তি পাব কিভাবে?? দয়া করে জানাবেন।।।
    1. Avatar photo JABER Author Post Creator says:
      thank you brother?
  3. Avatar photo AH HANIF Contributor says:
    Nice post….vai
    1. Avatar photo JABER Author Post Creator says:
      Thanks?
  4. Avatar photo rex boy Contributor says:
    ai option amr phone a nai
    1. Avatar photo JABER Author Post Creator says:
      Bro setting a gia search den Device admin like

Leave a Reply