#TrickBDCompetition

প্রিয় ট্রিকবিডি ভক্তরা কেমন আছেন সবাই
নিশ্চয় ভালো আছেন ৷
আরো ভাল থাকার কঠিন ব্যাবস্থা হলো ট্রিকবিডির সাথে নতুন নতুন টপিক উপভোগ করা ৷

মুল আলোচনাঃ
বর্তমানে গুরত্বপূর্ণ হলো মোবাইল নাম্বার ৷
অনেক সময় মোবাইল বা সিম হারিয়ে যায়
তখন আমরা নতুন ফোন কিনি বা সিম রিপ্লেস করি ৷
কিনতু নাম্বার গুলা পাই না ৷

তাই তো আমার পোস্ট বেশি গুরত্বপূর্ণ

যাযা করা লাগবেঃ

  1. Gmail: জিমেইল একাউন্ট থাকতে হবে ৷ অবশ্যই লগিন থাকতে হবে
  2. phone : ফোনের যত নাম্বার সব জিমেইল একাউন্ট এ সেভ করতে হবে ৷
  3. যে ভাবে নাম্বার সেভ করবেনঃ

    নিচের স্ক্রিনসট ফ্লো করুন ⇣

    আপনার নাম্বার তুলুন

    এভাবে গ্রামীনফোন থাকবে
    দেখুন saving to – Grameenphone লেখা আছে ৷
    মানে সিমে নাম্বার সেভ হবে ৷
    saving to – Grameenphone লেখায় ক্লিক করুন ৷


    তারপর
    এভাবে নাম্বার জিমেইল এ সিলেক্ট করুন
    দেখুন saving to – [email protected] লেখা আছে ..
    ( যেহেতু আমার ফোনের জিমেইল এটা তাই এটা শো করছে ৷ )

    এভাবে নাম্বার সেভ করুন ৷

  4. কাজ শেষ ৷
    এখন থেকে যত নাম্বার জিমেল এ সেভ করবেন সব নাম্বার থেকে যাবে ৷ ফোন হারালেও নাম্বার হরাবে না ৷

    এখন নাম্বার ফিরে পাবো কি ভাবেঃ
    যে কোন ফোনে বা নতুন ফোন কিনার পর জিমেইল লগিন করবেন ৷
    আর দেখুন ম্যাজিক ৷
    নাম্বার সব চলে আসবে আপনার মোবাইল এ ৷

    প্রশ্নঃ এখন বলতে পারেন জিমেইল এ নাম্বার সেভ থাকলে তা নেটে প্রকাশ বা ফাস হয়ে যাবে না তো ?
    উঃ না ৷ কেননা গুগল ১০০% নিরাপত্তা দেয় ৷ কোন হ্যাকার তত্ত্ব হাতাতে পারবে না ৷

    সুতরাং আপনারা নিরাপদ ৷

    আজকের মতো শেষ করলাম ৷ আগামি পোস্ট এ আবার দেখা হবে নতুন কিছু নিয়ে ৷

    পোস্টি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ৷

6 thoughts on "মোবাইল বা সিম হারালেও হারাবে না নাম্বার দেখুন গুরুত্বপূর্ণ পোস্ট"

    1. Mamun Author Post Creator says:
      tnx
  1. Khairul Islam Contributor says:
    Vai eta to jani …new kisu try koren!

Leave a Reply