আসসালামু আলাইকুম,
আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে থেকে ইনশা আল্লাহ আমি আপনাদের কে কিভাবে HTML এবং CSS ব্যবহার করে এন্ড্রোইড apps বানাতে হয় তা শিখাবো। তো চলেন শুরু করি।

বিসমিল্লাহির রহমানির রহিম

তো এই কোর্সটির জন্য আপনাদের যা যা প্রয়োজন হবে ?

  • একটি টেক্সট এডিটর (Visual Studio Recommended)
  • যেকোন একটি browser (Chrome Recommended )
  • PhoneGap Software
  • Git SCM

আপাতত এগুলা হলেই চলবে| আশাকরি আপনারা প্রথম দুইটা ইনস্টল করতে পারবেন। সুতরাং আমি তৃতীয় স্টেপ থেকে দেখাচ্ছি|

কিভাবে PhoneGap ইনস্টল করবেন?

প্রথমে এখানে ক্লিক করে PhoneGap ওয়েবসাইট এ যান| এরপর সেখান থেকে আপনার OS সাপোর্টেড Software’টি ডাউনলোড করে নিন| আমি যেহেতু উইন্ডোস ব্যবহার করতেছি তাই উইন্ডোস সিলেক্ট করে ডাউনলোড করে নিলাম।

ডাউনলোড করা শেষ হয়ে গেলে software’টি ইনস্টল করুন| বাকি স্টেপ পরবর্তী টিউটোরিয়াল এ দেখবো ইনশাআল্লাহ।

কিভাবে git SCM ইনস্টল করবেন?

প্রথমে এখানে ক্লিক করে git SCM ওয়েবসাইট এ যান। এরপর সেখান থেকে software’টি  ডাউনলোড করে নিন। তারপর অন্যান্য software যেভাবে ইন্সটল দেন সেবাবে ইনসাল করুন।

ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রিকবিডির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।
কোনো ধরনের সমস্যা হলে কমেন্ট এ জানান। অথবা আমাকে মেসেজ করতে পারেন।

SPECIAL CONTENT:

আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের ষাটেরও অধিক শাখা আছে। আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। (মুসলিম ১/১২ হাঃ ৩৫, আহমাদ ৯৩৭২) (আধুনিক প্রকাশনীঃ ৮, ইসলামিক ফাউন্ডেশনঃ ৮)

Leave a Reply