আসসালামুআলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।
আজ আমি আপনাদের সাথে একটি ট্রিক শেয়ার করব, এবং সেটা হলো যে কিভাবে আপনারা SHAREit এর ভিডিওগুলো আপনার ফোনে থাকা যেকোনো Video Player দিয়ে চালাবেন।
আমরা মূলত SHAREit App টি File Transfer করার জন্য Use করে থাকি। File Transfer করার সময় আপনার SHAREit এ্যাপে কিছু শর্ট ভিডিও চলে আসে । এগুলো ব্যাকগ্রাউন্ড ডাটার মাধ্যমে অটোমেটিক ভাবে Download হয়ে যায় । আবার অন্যকারো ফোনের SHAREit এ্যাপে যদি ভিডিও গুলো থাকে, তাহলে আমরা যখন অন্যের সাথে ফাইল ট্রান্সফার করি তখন অন্যের SHAREit এ্যাপ থেকে আমাদের ফোনে ভিডিওগুলো চলে আসে। ভিডিওগুলো আর কোথাও না, আপনার ফোন স্টোরেজএর মধ্যেই থাকে।
তো ভিডিওগুলো ভালো হোক বা মন্দ, সেই ভিডিওগুলো আমরা SHAREit এ্যাপ থেকে Download করে শুধুমাত্র SHAREit এর প্লেয়ার দিয়েই প্লে করতে পারি। Download করা ভিডিওগুলো মূলত .dsv Extension এর হয়ে থাকে।
তাই আমি আপনাদেরকে একটি Simple ট্রিক এর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা SHAREit এর ভিডিওগুলো আপনার ফোনের যেকোনো ভিডিও প্লেয়ার দিয়ে প্লে করবেন।
তো চলুন ট্রিকটা শুরু করা যাক…
প্রথমে আপনি আপনার ফোনে থাকা যেকোনো File Manager এ প্রবেশ করুন। তারপর এই Direction/Path এ যান
Phone storage/SHAREit/Download
অথবা
SD card/SHAREit/Download
তারপর ফাইল ম্যানেজার থেকে Show Hidden File এ ক্লিক করুন
এবার Videos এ ক্লিক করুন । এখানে দেখতে পারবেন .caches নামে একটি Hidden ফোল্ডার রয়েছে। ফোল্ডারটিতে প্রবেশ করবেন।
এখানে দেখবেন কিছু বা অনেকগুলো ফাইল রয়েছে। এগুলোই হলো SHAREit এর ভিডিও যেগুলো কোনো Extention ছাড়া এই ফোল্ডারে রয়েছে।
এখানে এই ফাইলগুলো Rename করে .mp4 Extention যুক্ত করে দিয়ে Ok তে ক্লিক করবেন।
দেখবেন ভিডিওর থাম্বনেইল চলে আসবে।
এখানে অনেকগুলো ফাইল থাকতে পারে, তাই এক ক্লিকে কিভাবে সবগুলো ফাইল এক্সটেনশনসহ Rename করবেন,,সেটা জানতে নিচের ভিডিওটি দেখুন।
ভিডিওটি প্লে করতে পারবেন যেকোনো প্লেয়ার দিয়ে।
আর Please, আমার চ্যানেলটিকে SUBSCRIBE করবেন। (-:
তো আজকের পোস্ট এই পর্যন্তই।কোথায় ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পোস্টটির কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্স এ লিখবেন।আর ট্রিকটা ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট বক্স এ সুন্দর একটি কমেন্ট করবেন। ?
[বিঃদ্র-ট্রিকটা হয়তো বা অনেকে আগে থেকেই জানেন, বা অনেকের কাছে অপ্রয়োজনীয় হতে পারে……তারা এই পোস্টটি এড়িয়ে যান]
তো সবাই ভালো থাকবেন ❤