আজকে আমি যে বিষয় টা নিয়ে পোস্ট করছি সেই পোস্ট টা অব্যশই ইউটিউবার দের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে যায়া মোবাইলে ইউটিউব করেন তাদের জন্য বিশেষ প্রয়োজনীয়।

.

আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফোনে vidIQ ইনস্টল করবেন। মূলত পিসি/কম্পিউটারে সহযেই এটা ইনস্টল করা যায়। বাট ফোনে কিভাবে করবেন সেটা অনেকেরই জানা নেই। যার জন্য আজকের এই পোষ্টটি। পুরো পোষ্টে সবকিছু স্কিন শর্ট দিয়ে বুঝানো হয়েছে। তারপরেও কেউ না বুঝলে পোষ্টরর শেষে ভিডিওটা দেখে নিবেন অথবা কমেন্ট করবেন। তো আর দেড়ি না করে চলুন শুরু করা যাক….

.

  • এই VidiQ ইনস্টল করার জন্য আপনার ফোনে অবশ্যই একটি ব্রাউজার ইনস্টল থাকা লাগবে। আর ব্রাউজারটির নাম হচ্ছে Yandex ব্রাউজার। আপনি চাইলে Firefox দিয়েও করতে পারবেন এই একই নিয়মে। কিন্তু আমি Yandex দিয়ে দেখাচ্ছি।

===অ্যাপ ইনফরমেশন===

  • Name: Yandex Web Browser
  • Size: 73 MB
  • Rating: 4.5★
  • version: 18.3.1.651
  • তারপর অ্যাপটি অপেন করে নিন & সার্চ বক্সে ক্লিক করুন।

  • তারপর সার্চ বক্সে webstore Chrome লিখে সার্চ করুন।

  • তারপর প্রথমে থাকা সাইটটি ভিজিট করুন।

  • তারপর লিংকে/url box এ ক্লিক করুন & লিংকের একদম সবার শেষে দেখুন Unsupported লেখা আছে। সেটা কেটে দিয়ে supported লিখে দিন।

  • তারপর এরকম পেজ চলে আসবে। এখানে উপরে যে সার্চ বক্স সেখানে ক্লিক করে Vidiq লিখে সার্চ দিন।

  • তারপর এরকম চলে আসলে এখান থেকে প্রথম যে extension আছে সেটার পাশে Add To Chrome লেখায় ক্লিক করুন। তারপর Extension Download শুরু হয়ে যাবে।

  • তারপর এরকম পপ আপ শো করবে সেখান থেকে Add Extension এ ক্লিক করুন।

  • ডাউনলোড হয়ে গেলে Add To Chrome লেখাটি সেই কর্নার থেকে চলে যাবে। তারপর অন্য একটি নতুন টেব অপেন করুন এবং ইউটিউবে চলে যান। এবং Desktop Mode অন করে আপনি আপনার জিমেইল টি Login করে নিন।

  • তারপর ডেক্সটপ মোড অন হলে আপনি আবার কর্নারে ক্লিক করুন এবং Extension অপশনে ক্লিক করুন। তরপর Vidiq সিলেক্ট করুন।

  • তারপর এখান থেকে Create Account অপশনে ক্লিক করুন এবং নিজের সব তথ্য দিয়ে একাউন্ট খুলে সেটা ভেরিফাই করে নিন।

  • তারপর একাউন্ট খুলা হয়ে গেলে সব কাজ শেষ আপনার। তারপর এরকম শর্টকার্ট ম্যানু পাবেন। এখান থেকে অনেক কিছু করতে পারবেন।

  • আপনি চাইলে যেকোনো ভিডিওতে ডুকে সেই ভিডিওর সকল ইনফরমেশন জেনে যেতে পারবেন ইজিলি।

ব্যাস হয়ে গেলো VidIQ ইনস্টল।

পোস্টি সবপ্রথম লিখেছেন আমাদের সাইটের Author  

টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, কমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। আর একটা ধন্যবাদ প্রাপ্য থাকলাম। যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। রাত জেগে টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!!

আবারও ধন্যবাদ সবাই কে…

আমার পোস্ট এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন।আমাদের সাইটের লিংক
TrickNow24.Com

আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ৫-১৫ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।

3 thoughts on "নিজের ফোনে ইনস্টল করে নিন vidIQ – ইউটিউবের ভিডিও SEO করুন আরো সহযেই |"

  1. Ibrahim Contributor says:
    PC te use korsilam. Phone a korle aro valo
  2. Rejaul Islam Contributor says:
    Video seo korar system ta bolle valo hoto
    1. Rejaul Islam Contributor says:
      Arki kivabe aita use korte hoi

Leave a Reply