হ্যালো বন্ধুরা,
আজ আমি আপনাদের ইউটিউব এর একটি Secret Settings সম্পর্কে বলবো। আজ যে ট্রিকটি এর মাধ্যমে আপনি ইউটিউব ব্যবহার করে থাকলেও কেউ বুঝতেই পারবে না আপনি কি সার্চ অথবা ভিডিও দেখেছিলেন।
আপনি যদি ইউটিউব এ কোনো কিছু সার্চ করেন ভিডিও দেখেন এবং আপনি এমন চান যে Search History গুলো যেন কেউ না দেখতে পায় অথবা সেভ যেন না হয় এবং Watch History যেন না থাকে তাহলে আপনার জন্যই এই ট্রিক।
প্রথমেই আপনি আপনার ফোনের YouTube অ্যাপ এ চলে যান। দেখুন আমার Search History আছে।আপনার কোনো Search History থাকলে প্রথমে এগুলোকে ডিলিট করতে হবে।
একটা একটা করে ডিলিট করতে অনেক সময় লাগবে।আপনি চাইলেই One Tap ডিলিট করতে পারেন।এর জন্য আপনাকে YouTube এর হোমপেজে উপরের একদম ডানে কোনায় যে আইকনটি আছে ওটায় ক্লিক করতে হবে
এরপর আপনি Settings ⚙️ অপশনটি পাবেন।ওখানে ক্লিক করুন।এরপর History & Privacy নামে একটি অপশন পাবেন ,ওখানে ক্লিক করুন।
এরপর দেখতে পাবেন Clear Watch History & Clear Search History নামক দুটি অপশন পাবেন দুইটিতে ট্যাব করে Clear করে নিবেন এতে আপনার Search History এবং Watch History গুলো আগের ডিলিট হয়ে যাবে।
এখন মূল কাজে আসি।এখন দেখুন Pause Search History নামক একটি অপশন আছে ওটা ইনএবল করে দিন।ইনএবল করার সময় আপনাকে বলবে যে,এটি অন করলে আপনার Search করা কোনো কিছুই সেভ করা হবে না।আপনি এটি ইনএবল করে নিন এর ফলে আপনি এখন সার্চ করে ভিডিও দেখলে কোনো সার্চ সো করবে না।
এখন Watch History কিভাবে হাইড করবেন তাইতো। এরজন্য আপনি দেখতে পাবেন একটি অপশন আছে Pause Watch History নামে।আগের মতো এটিও ইনএবল করে নিন।এখন আপনি যেই ভিডিও দেখুন না কেন! তা আর কোথাও সেভ হবে না।একদম Private Browser এর মতো।
এখন অনেকেই আছেন যারা প্রুভ কই বলে কমেন্ট সেকশন মাতিয়ে চলবেন,তাদের জন্য নিচে প্রুভ!
দেখুন আমি TrickBD লিখে সার্চ দিয়েছি।
এখন যদি আমি ব্যাক এসে দেখি সার্চ আইকনে ক্লিক করে,তাহলে দেখবো কোনো সার্চ নেই।
ধন্যবাদ
ভুল ত্রুটি ক্ষমা করবেন
aita ki video player er moto?
amk aktu bujhaben plz akta post diye?