হ্যালো বন্ধুরা,
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার Chrome ব্রাউজার’টাকে সম্পূর্ণ ভাবে Dark Mode এ ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ Chrome ব্রাউজার আপনার ডার্ক হয়ে যাবে।যার ফলে রাতে আপনাকে ব্রাউজিং করার সময় চোখে আলো কম পড়বে এবং চোখ ভালো থাকবে, ক্ষতি হবে না।
Example :

প্রথমেই আপনি আপনার মোবাইলের Chrome ব্রাউজার এ চলে যান।এরপর সার্চ বারে টাইপ করুন chrome://flags.

আপনার সামনে নিচের মতো একটি পেজ চলে আসবে।এখানেই আপনাকে মূল কাজটি করতে হবে।পেজটিতে দেখুন একটি সার্চ বার আছে ওটায় লিখুন Dark.

এখন আপনার সামনে নিচের মতো কতগুলি অপশন আসবে এরমধ্যে প্রথম ২ টি অপশন নিচের মতো Enable করতে হবে।

দুটি অপশন Enable করার পর দেখবেন নিচে একটি Relaunch নামে একটি অপশন চলে আসছে।ওখানে ক্লিক করতে হবে নাহলে কাজ করবে না।ক্লিক করলে আপনাকে ব্রাউজার থেকে বের করে দিবে আবার ব্রাউজার এ পুনরায় এনে দিবে অনেকটা রিস্টার্ট এর মতো।দেখতে পাবেন আপনার Text গুলো সব Dark হয়ে গেছে।



এখন দেখবেন উপরের হেডলাইন অর্থাৎ সার্চ বার এবং সিটিং Dark Mode হয়নি।এর জন্য আপনার Theme লাগবে। আপনি Settings এ গিয়ে দেখুন Theme নামে কোনো অপশন আছে কি’না ।যদি না থাকে তাহলে সমস্যা নেই।

এর জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে।আপনি আপনার মোবাইলের Settings ⚙️
এ চলে যাবেন ,দেখবেন install Application অথবা অনেকের App Information নামে অপশন থাকে ওখানে ক্লিক করুন।

এখানে Chrome ব্রাউজার খুঁজে বের করতে হবে। Chrome ব্রাউজার পেয়ে গেলে ক্লিক করুন।এখন দেখবেন নিচে Force Stop নামে একটি অপশন আছে ওটায় ক্লিক করে Force Stop করতে হবে।


এখন পুনরায় Chrome ব্রাউজার এ চলে যান। Chrome ব্রাউজার এর Settings এ গিয়ে দেখবেন একটি অতিরিক্ত অপশন চলে আসছে Theme নামে।ওখানে ক্লিক করুন।

দেখবেন এখানে তিনটি অপশন।আপনার ডিফল্ট হিসেবে থাকবে।আপনাকে Dark সিলেক্ট করে নিতে হবে।

এখন দেখুন আপনার Chrome ব্রাউজার সম্পূর্ণ Dark Mode এ হয়ে গেছে।


মূল কথা : অনেকে বলবেন এ নিয়ে ট্রিকবিডিতে পোস্ট আছে।আমিও জানি আছে কিন্তু তাদের পোস্ট এ শুধু হেডলাইন ডার্ক করা নিয়ে পোস্ট।আর কিছু ভালো করে নেই আমি দেখেছি।আর আমার এই ট্রিকস এ আপনি আপনার Chrome ব্রাউজার টি সম্পূর্ণ Dark Mode এ ব্যবহার করতে পারবেন।

ধন্যবাদ
ভুল ত্রুটি ক্ষমা করবেন

19 thoughts on "[Must See]Chrome Browser এবার সম্পূর্ণ Dark Mode এ ব্যবহার করুন! চোখকে ভালো রাখুন?️"

  1. AlifHasan71 Contributor says:
    হইছে.. ধন্যবাদ ভাই
    1. Loriex Author Post Creator says:
      Thanks ?
    1. Loriex Author Post Creator says:
      Thanks ?
    1. Loriex Author Post Creator says:
      Thanks ?
  2. Shopno Pakhi Contributor says:
    এডস অনস ছাড়া ফায়ারফক্সে ডর্ক মোড চালু করার কোন অপশন আছে?
    1. Loriex Author Post Creator says:
      Thanks ?
  3. Rafat Contributor says:
    ধন্যবাদ না দিলে অপরাধ হবে।
    ধন্যবাটা আপ নার প্রাপ্য
    1. Loriex Author Post Creator says:
      Thanks ?
  4. San993 Contributor says:
    ভাই ডার্ক হইছে। কিন্তু ছবি গুলো নেগেটিভ হয়ে আসে।
    Samsung Galaxy Grand Prime pro
    1. Loriex Author Post Creator says:
      ছবিগুলো নেগেটিভ হ‌ওয়ার কথা না।আমি যেমনটি বলেছি ঠিক সেমনটি করুন।নাহয় Chrome ব্রাউজার এর ডাটা ক্লিয়ার করূন পুনরায় চেষ্টা করুন।সফলতা আসবেই ?
  5. San993 Contributor says:
    ভাই ঠিক হয়ে গেছে। এখন সুন্দর ডার্ক মোড হইছে।
    আপনাকে অনেক ধন্যবাদ।
    1. Loriex Author Post Creator says:
      Thanks ?
  6. Ripon555 Contributor says:
    Awesome bro
    1. Loriex Author Post Creator says:
      Thanks

Leave a Reply