আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে??? আশা করি ভালই আছেন। আর আপনারা ভাল থাকলে আমিও ইনশাল্লাহ ভালই থাকব। আজকের টিউনা খুব উপকারী ফোন ব্যাবহারকারীদের কাছে। তো চলুন সরাসরি টিউনে চলে যাই।
বর্তমানে বহুল ব্যাবহৃত ফোন হল এন্ড্রয়েড। চারিদিকে এর বিস্তার এত তাড়াতাড়ি বেড়েছে যে, এখন ছোট কিংবা বড় সকলের হাতে এন্ড্রয়েড ফোন। আর বর্তমানে নানা অসামাজিক কাজে এর ব্যাবহার বেশি হচ্ছে। তবে অনেকেই তাদের ফোনে আজাইরা নাম্বার সেভ করে রাখেন, কিন্তু পরবর্তীতে যখন দরকার পড়ে তখন পুরাই ফাপরে পড়তে হয়। যেমন আমার ফোনেই আজকে দেখি একটি নামে মোট ৮টা নাম্বার সেভ করা আছে। এখন কোনটা কে বা একই নাম্বার দুইবার সেভ করা আছে কিনা এটা নিয়ে আমাকে বেশ ঝামেলা পোহাতে হল। অবশেষে এই ঝামেলার একটি কার্যকর সমাধান খুঁজে বের করতে পেরেছি। যেটা আজেক আপনাদের সাথে শেয়ার করবো। কি করে নিমিষেই আপনার ফোনের সব ডুপ্লিকেট কন্টাক্ট ডিলিট করবেন-
কাজটা আহামরি কঠিন কিছু না, প্রথমে এই লিংকে যেয়ে অ্যাপটি ডাউনলোড করে নিন।
এবার অ্যাপটি ওপেন করে দেখুন সম্ভাব্য সব ডুপ্লিকেট কন্টাক্ট দেখতে পাবেন। সেখান থেকে অপ্রয়োজনীয় গুলো মার্ক করে একবারে ডিলিট করে দিন। ব্যাস কাজ শেষ!
সম্ভাব্য সমস্যা-
আজ এ পর্যন্তই, আবারো আপনাদের সাথে দেখা হবে নতুন কোন টিউনে। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
টিউনটি ভাল লাগলে আমার সাইটঃ http://trickround.com