আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই দেখবেন যে কেউ কেউ কোনো কোনো ওয়েবপেজের ফুল স্ক্রিনশট তুলে নেয়, যেটাকে “লং স্ক্রিনশট” বলা হয়। এই সিস্টেমটা সর্বপ্রথম হোয়াওয়ে কোম্পানি তাদের ফোনে নিয়ে এসেছিল। তবে এখন বেশ কিছু ব্রান্ড তাদের ফোনে এই ফিচারটা নিয়ে এসেছে। আমাদের যাদের ফোনে এই ফিচারটা নেই তারা কিন্তু এই সুবিধাটা ভুগ করতে পারিনা, যদিও প্লেস্টোরে কিছু এপ পাওয়া যায়। তবে আমি আজ আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করবো যার মাধ্যমে আপনি এরকম লং স্ক্রিনশট তুলতে পারবেন কোনো প্রকার এক্সট্রা এপ ছাড়া, শুধুমাত্র আপনার ফোনের ওয়েব ব্রাউজার দিয়ে। আর হ্যাঁ, আপনাদের যে ১২ ডলারের এয়ারড্রপের কথা বলেছিলাম তা পোস্টের শেষে দেওয়া আছে, কারণ ডিরেক্টলি আর্নিং পোস্ট ট্রিকবিডির রুল বিরোধী। তো চলুন শুরু করি।

১) লং স্ক্রিনশট তুলার জন্য প্রথমে
এখানে ক্লিক করে
স্ক্রিনশট তুলার ওয়েবসাইটে চলে যান।

২) ১ নং ইনপুট বক্সে আপনি যে ওয়েবপেজের স্ক্রিনশট তুলবেন তার লিঙ্ক পেস্ট করুন।
২ নং বক্সে আপনি যে ধরণের ডিভাইসে ধারণকৃত স্ক্রিনশট চান তা সিলেক্ট করুন। আমি phone সিলেক্ট করলাম।
৩ নং বক্সে 720 দিয়ে দিবেন, অথবা 1920 এর ভিতরের যেকোনো সাইজ দিতে পারেন।
৪ নং চেকবক্সটা সিলেক্ট করে দিবেন, এতে ফুল পেজের স্ক্রিনশট উঠবে।

৩) তারপর পেজের নিচের দিকের CAPTURE SCREENSHOT বাটনে ক্লিক করুন।

৪) তারপর নিচের মতো দেখাবে, ৫-১০ সেকেন্ড সময় নিবে।

৫) তারপর নিচের মতো স্ক্রিনশট রেডি হয়ে গেলে DOWNLOAD SCREENSHOT বাটনে প্রেস করে ডাউনলোড করে নিবেন।

নিচে আমার তুলা ট্রিকবিডি হোমপেজের স্ক্রিনশটটা শেয়ার করলাম।

* এয়ার ড্রপ নিষিদ্ধ *

তো আজ এই পর্যন্তই। জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।
আমাদের টেলিগ্রাম চ্যানেল: 
চ্যানেল

ধৈর্য ধরে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
আল্লাহ্ হাফেজ।

14 thoughts on "কোনো প্রকার এপ ছাড়াই ফুল ওয়েবপেজের স্ক্রিনশট নিন।"

  1. A M Contributor says:
    valo 🙂
    1. Ahmed Marjan Contributor Post Creator says:
      Thank you
    1. Ahmed Marjan Contributor Post Creator says:
      Thank you
    1. Ahmed Marjan Contributor Post Creator says:
      Thank you.
    1. Ahmed Marjan Contributor Post Creator says:
      Thank you.
  2. Rifat Subscriber says:
    Nice Post
    Helpful
    My Site:www.helptrickfree.xyz/

Leave a Reply