আসসালামু আলাইকুম।

প্রিয় বন্ধুরা,  আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।

খুব সহজেই বাড়িয়ে নিন আপনার এন্ড্রয়েডের Ram!! ২.৫ জিবি পর্যন্ত!!

কি অবাক হলেন?? অবাক হওয়ার কিছুই নেই! আপনি খুব সহজেই আপনার এন্ড্রয়েড এর Ram বাড়াতে পারবেন ! এবং খেলতে পারবেন দারুণ সব বড় বড় গেমস এবং কাজ করতে পারবেন আরোও অনেক দ্রুত গতিতে!!

কথা না বাড়িয়ে কাজে চলে আসি।

আপনার যা যা লাগবে :

১) রুটেড এন্ড্রয়েড স্মার্টফোন।

২) একটি ক্লাস ৮ মাইক্রোএসডি মেমোরি কার্ড ( নুন্যতম 8MBPS স্হপিড ওয়া উচিত)

৩) Ram Expander.

Click Here To Download

থেকে Ram Expander এপ টি ডাউনলোড করে নিন! গুগল প্লেতে মুল্য মাত্র $9.12 (Size 350 KB)Only

এখন Ram Expender টা ইন্সটল করে ওপেন করুন। Super User permission চাইলে Grant / Accept করুন।

নিচের ছবির মত আসবে,

ram

কত MB RAM বাড়াতে চান তা লিখুন। আপনার সেটে যা RAM দেয়া আছে তার সমান হলে ভাল হয় খুব বেশি হলে দ্বিগুন করতে পারেন কিন্তু তার বেশি করবেন না।

অর্থাৎ, যদি আপনার সেটের RAM 512MB হয় তাহলে আপনি 512 MB / 1GB RAM বাড়াতে পারবেন। সমান সমান করাই ভাল।

Swap File তৈরির আগে Apps টির Settings এর SDCARD Directory তে গিয়ে Swap File কোথায় তৈরি হবে তা নির্ধারন করে দিতে পারেন, না করলে Apps নিজেই Directory তৈরি করে নিবে সয়ংক্রিয় ভাবে।

Swap active লেখায় টিক দিলে Swap File Create করা শুরু হবে কিছুক্ষন অপেক্ষা করুন। কিছুক্ষণ সময় লাগবে সোয়াপ সাইজ অনুযায়ী। এই সময়ে অন্য কোন কাজ করবেন না। কাজ শেষ হলে আপনার SD Card এর স্পিড দেখাবে।

Close করে বের হয়ে যান। এখন Notify Icon ও Auto run অপশন ২ টায় টিক দেন কাজ শেষ।

তবে সেট ডাটা কেবল দিয়ে পিসিতে কানেক্ট করলে Swap RAM বন্ধ হয়ে যাবে, তাই প্রতিবার পিসি থেকে সেট ডিসকানেকট করার পর এ ঢুকে Swap active লেখায় টিক দিয়ে Swap RAM চালু করে নিতে হবে।

এপসটির নিচের দিকে গ্রাফ আকারে RAM এর Status দেখাবে। আপনার সেটের অরিজিনাল RAM কত আর কতটুকু খালি আছে। Swap RAM কত আর কতটুকু খালি আছে। সবশেষে মোট RAMকত হয়েছে আর কতটুকুই বা খালি আছে।

Class 8 / 10 Memory Cardছাড়া RAM বারানো যাবে না, বারিয়ে খুব লাভ হবে না।

সতর্কবার্তা :

১) সোয়াপ রান করা অবস্থায় কোন ভাবে মেমরি কার্ড রিমুভ করবেন না।

২) মেমরি কার্ড এ যে সোয়াপ ফাইল তৈরি হবে তা অবশ্যই ডিলিট করবেন না।
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় ট্রিকবিডি এর সাথেই থাকুন।

10 thoughts on "খুব সহজেই বাড়িয়ে নিন আপনার এন্ড্রয়েডের ফোনের Ram"

  1. Riadrox Legend Author says:
    Kew ram expander use korben na.. Memory Card er class & writespeed kom hoye jabe.. Tkhon bose bose angul chusben…
    1. foyjul Contributor says:
      Apnara kaeu ram expender babohar korte paren na.
      Sudhu sudhu post take nosto korchen keno.
    2. Riadrox Legend Author says:
      i have better experience than u
  2. Bijoypaul Contributor says:
    U r right prothome ektu fast hoi but tar porei abar solw kaj Kore….and memory tar barota beje jai@Raidrox……keu eta bebohar korben na sabdhan.
  3. BossMintu Contributor says:
    ঠিক আমার Samsung GT-S5360 Ram
    বাড়াইতে গিয়ে ব্রিক করছে আর আমি তারপর ফ্লাস দিয়ে আর রুট ই করি নাই.……শুধু এই এপটার কারনে আমার মোবাইলটা ব্রিক করছিল.………
    I don’t like this.…???
  4. mijan1122 Contributor says:
    ফেইসবুক
    ফটোভেরিফাই ঠিক করা হয় ।
    নাম্বার
    ০ ১ ৭ ৯ ৯ ০ ৩ ৭ ৮ ৪ ৩
  5. Dark Knight Begins Contributor says:
    এইসব বিষয় না জেনে পোস্ট করবেননা।
    ৭০% ডেভেলপার এই এক্সপান্ড এর কাজ সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন।
  6. Rubel28 Author says:
    16 gb diay hoby na
  7. foyjul Contributor says:
    Ram expender এর সম্প‌র্কে কা‌রো কো‌নো অভিগ্গতা নেই। উপ‌রের লেখা নিয়‌মিত না মান‌লে প‌রিন‌তি এমনই হয় । উপ‌রের লেখা ঠিক ম‌তোন দে‌খেন তারপর সেই অনুযা‌য়ি আমল ক‌রেন দেখ‌বেন ফল পা‌বেনই
  8. kazi8628 Contributor says:
    ram explander theke j swap file create hoyeche ta memory card theke delete korte gelei dekhacche ” no permission to delete”.
    ami ram explander diye ram bariyechilam.but kichukkhon por app ti r kaj korchilo na,open korte gelei dekhacchilo “unfortunately ram explander has stopped “.tai ami oi app ta uninstall kore di.but swap.swp file ta delete hocche na.
    ki kore delete korbo bolun pls…

Leave a Reply