প্রথমেই বলে রাখি এই পোস্টটি আমার একটি স্পেশাল পোস্ট।
কারন আগামী ৮-৯ মাস কোনো পোস্ট করব না।
কারন আমার সামনে বড় যুদ্ধ।তাই আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন যেন সেই যুদ্ধে জয়ী হতে পারি।
আর তাছাড়া ট্রিকবিডি তে প্রায় সকলেই যারা অথার আছি সবাই চেষ্টা করি নিজেদের আপডেট সবার মাঝে সেয়ার করতে।
আর ট্রিকবিডি ট্রিমকে অনুরোধ করব যেন তারা সাইটে প্রতিদিন কমপক্ষে ৩ বার চেক করে।কারন অনেকেই তাদের পোস্টে ডাইরেক্ট ডাউনলোড না দিয়ে তাদের নিজেদের সাইটের লিংক দেয়।যা বিরক্তির এবং নীতিমালা মানে না।তাদের এবং স্পামিং এর বিরুদ্ধে কঠোর হলে সাইট আবার ২ বছর আগের ধারায় চলে আসবে বলে মনে করি।
এখন কথা না বাড়িয়ে মূল পোস্টে আসি।
আমি চলে আসলাম আরো একটি নতুন ভিন্ন ধর্মী টিউটোরিয়াল নিয়ে।
যা হলো নিজের ভিপিএন বানানো এবং সেইফলি তা ব্যবহার করবেন।
আসলে মূলত এটি একধরনের ভিপিএন বা প্রক্সি যা আপনার হোস্টিং যেই দেশের হবে তা সেই দেশের আইপি ব্যবহার করবে এবং আপনার Ip হাইড করে যেকোবো ব্লক সাইট আনব্লক করে দিবে।যেমন বাংলাদেশ থেকে অনেক সাইটে আইপি ব্লকের জন্য ভিজিটিং করা যায় না।কিন্তু এই সিস্টেম ব্যবগার করলে খুব সহজেই সেই সকল সাইটে ভিজিট এবং সব কাজ করা যাবে।

তাই ডেমো দেখতে এখানে ক্লিক করুন বা https://prorefat.000webhostapp.com/

স্ক্রিপ্ট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

স্ক্রিপ্টটি একটি জিপ ফাইলে আছে।যা ডাইরেক্ট আপনার হোস্টিং এর Public_html ফোল্ডারে আপলোড করুন।এবং আনজিপ করুন।ব্যাস কাজ শেষ।আর কিছুই পাল্টাতে হবে না।
এরপর আপনার সাইটের URL এ যান এবং নিচের মতো পাবেন।

এবার দেখতেই পাচ্ছেন একটি URL বার আছে।সেখানে যেই সাইটে যাবেন তার URL দিবেন এবং GO প্রেস করবেন।নিচের স্ক্রিনশট এ দেখুন আমি গুগল এ যেয়ে আমার নাম Rayhan Hosen Refat দিয়ে সারচ করেছি।এখানে যেই লিংক দেখাচ্ছে সব আসলেই আমার নিজের লিংক।

এবার আমি আমার ট্রিকবিডি এর প্রোফাইলে চলে আসলাম।দেখুন আমার সকল পোস্ট।

বিশেষ কথা এটি একটি এড ব্লকার হিসাবেও কাজ করে।যেকোনো সাইটের যেকোনো এড ব্লক করে দিবে এই স্ক্রিপ্ট টি।



দেখুন ট্রিকবিডি এর আরেকটি স্ক্রিনশট

কিছু ভদ্র লোকের কারনে সাইট এখন ব্যান হয়ে গেছে।


একটি কথা যা আসলে না বলে পারছি না।কিন্তু আমি তার জন্য খুব দুঃখিত।প্রতিদিন অনেকেই আমার কাছে ফেইসবুকে সাহাজ্য চান।বলতে গেলে প্রতিদিন প্রায় ৮-১২ জন আমাকে মেসেজ করেন ভাই এইটা লাগবে,ভাই এটা কিভাবে করে।
আমি যা জানি তা দিয়ে ১০০% সাহায্য করতাম।
কিন্তু আজ থেকে আগামী ৮-৯ মাস আমার ফেইসবুক আইডিও ডিএকটিভ থাকবে।
তাই কোনো সাহায্য না করতে পারায় দঃখীত।
আবার ফিরে আসব ইনশাআল্লাহ।ততদিন ভালো থাকবেন আর সকলের দোয়া কামনা করছি।সবাই আমার জন্য দোয়া করবেন।

14 thoughts on "নিজেই নিজের ভিপিএন বানান এবং যেকোনো সাইটে ভিজিট করুন আরো দ্রুত"

  1. Avatar photo MD Shakib Hasan Contributor says:
    এতো দিন কই থাকবেন আর কেন….?
  2. Abu Sayed Contributor says:
    ভাই, সাইটে তো ঢুকে না!!

    screenshot দেখতে চাইলে বলিস।

    কই যাবি??

    1. Rayhan Hosen Refat Author Post Creator says:
      বন্ধু ইম্প্রুভ দিতে হইব।সাথে কোথাও চান্স লাগব।
      তুই তো বেডা আল্লাহ দিলে চুয়েটে গেছস
    2. Abu Sayed Contributor says:
      হ।দোয়া করিস।আর ,পারলে টেলিগ্রাম এ এড দিছ। কথা আছে। t.me/lrsayed
    3. JonyKar2 Contributor says:
      Eto banan vol kn vai. Check ✔ koiren
  3. Avatar photo Xunayed Contributor says:
    Koi thakben vai
  4. Avatar photo SOYEB Author says:
    অনেক ভালো পোস্ট।
    1. Avatar photo Mr. Perfect Author says:
      wow bro,,,
  5. Avatar photo Md Hamim Contributor says:
    Aita VPN na ata proxy.
  6. Avatar photo jahid71 Contributor says:
    Proxy site?
  7. Avatar photo Jihad Miah Contributor says:
    স্ক্রিপ্ট ডাউনলোড ???
  8. Avatar photo Hasib106083 Contributor says:
    Vai…. direct link den…

Leave a Reply