অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ফিংগারপ্রিন্ট লক ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। ফিচারটি এর আগে শুধু আইফোন ব্যবহারকারীরা পেয়েছিলেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

ওয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ফিচারের কারণে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা আরো নিশ্চিত হবে। এখন থেকে অ্যাপটির নতুন সংস্করণ ইনস্টল করলে অ্যাপটি ওপেন করার জন্য ইউজারদের বাধ্যতামূলকভাবে ফিংগারপ্রিন্ট স্ক্যান করতে হবে।

ওয়াটসঅ্যাপ-এ ফিংগারপ্রিন্ট লক-এর সুবিধা পেতে নিচের পদ্ধতিগুলো ফলো করুন-

* ওয়াটসঅ্যাপ খুলুন।

* ডানদিকে সেটিংসে যাওয়ার জন্য তিনটি ডট (…) রয়েছে।

সেখানে ক্লিক করুন।

* সেটিংসে ক্লিক করুন।

* অ্যাকাউন্টে ক্লিক করুন।

* প্রাইভেসিতে ক্লিক করুন।

* স্ক্রল ডাউন করে ‘ফিংগারপ্রিন্ট লক’-এ আসুন এবং ক্লিক করুন।

* ফিংগারপ্রিন্ট enable করুন।

* ‘ফিংগারপ্রিন্ট লক’-কে আনলক করুন।

* আনলক হয়ে গেলে কনফার্ম করুন।

আশাকরি আপনি সঠিকভাবে কাজটি করতে পেরেছেন।

যদি বুঝতে অসুবিধে হয় কমন্টে জানাতে পারেন।

আমার ছোট্ট একটি ব্লগ সাইট যদি চান গোরে আসতে পারেন www.itsayeem.com

5 thoughts on "ওয়াটসঅ্যাপ-এ ফিংগারপ্রিন্ট লক-এর সুবিধা পেতে পদ্ধতিগুলো ফলো করুন"

  1. Avatar photo XR SABBIR KHAN Contributor says:
    Akta valo game niye post den
    1. Avatar photo Ahad Author says:
      ফোনে ফিঙারপ্রিন্ট সেন্সর না থাকলে পাবেন না lol

Leave a Reply