• আপনি যদি কোনো ওয়েবপেইজকে PDF এ কনভার্ট করতে
    চান তাহলে প্রথমে কোনো ব্রাউজারে গিয়ে আপনার সিলেক্ট
    করা পেইজে প্রবেশ করুন। যেমনঃ আমি এখানে ট্রিকবিডির
    Hompage এ আসলাম Google Chrome ব্রাউজার দিয়ে।
    তারপর সিরিয়ালি নিচের কাজগোলো করুন।

    1. 3 Dot Menu থেকে Share ক্লিক করুন।
    2. যদি আপনার Android ফোন প্রিন্ট সাপোর্ট করে তবে সেখানে প্রিন্ট এর Icon দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
    3. উপরে দেখুন Dropdown Menu তে Save As PDF লিখা আছে, সেখানে ক্লিক করুন।
    4. তারপর Display তে ছোট এক Icon চলে আসবে, যা আগে ছিল না, দেখলে বুজবেন।সেখানে ক্লিক করুন।
    5. আপনাকে Build In File Manager এ নিয়ে যাবে। সেখান থেকে ফাইলটি চাইলে রিনেইম করে সেইভ করতে পারেন।
    6. ব্যাস কাজ শেষ, এখন ফাইল মেনেজার থেকে চাইলে আপনার PDF ফাইলটি ওপেন করতে পারেন।

    যদি বুজতে অসুবিধে হয়, তার জন্য স্ক্রিনশট দিলাম। সিরিয়ালি দেয়া আছে, দেখলে বুজবেন।

    SCREENSHOTS





    TIPS AND TRICKS

    আপনি যেই পেইজ PDF আকারে সেইভ করবেন সেখানে থাকা সকল ইন্টারনাল এবং এক্সটার্নাল লিংক গুলোও সেইভ হয়ে যাবে। অর্থাৎ আপনি সেখানে PDF এর উপর কোনো লিংক এ ক্লিক করলে আপনাকে সরাসরি অই লিংক এ নিয়ে যাবে অথবা ব্রাউজারে প্রদর্শনের জন্য অনুমতি চাইবে।

  • 3 thoughts on "[PDF] Android ফোনের সাহায্য কোনো Apps অথবা Tools ছাড়া কোনো ওয়েব পেইজকে সহজে কনভার্ট করুন PDF এ.[ANDROID]"

    1. MD Shakib Hasan Contributor says:
      মোটামুটি সবাই জানে এই বিষয়টা
      1. YASIR-YCS Author Post Creator says:
        ত?
    2. MD_Tuofiq Contributor says:
      chrome browser এটা কি apps. Na? বোকা চোদা

    Leave a Reply