MIUI এর অ্যাপ সেটিং এ সাধারণত গুগলের বিল্ট ইন অ্যাপস গুলো ডিজেবল করা যায় না । তাই আজকের এই পোস্টটিতে আমরা দেখব কিভাবে, গুগলের বিল্ট ইন অ্যাপস গুলো ডিজেবল করা যায়।

1. প্রথমে প্লে স্টোরে গিয়ে থ্রি ডট মেনু তে ট্যাপ করুন

2. তারপর Help & Feedback এ ট্যাপ করুন

3.”disable” লিখে সার্চ করুন তারপর “delete or disable apps on Android” এ ট্যাপ করুন

4. তারপর “tap to go to application settings” এ ট্যাপ করুন

5. তারপর যে অ্যাপসটি ডিজেবল করতে চান সেটিতে ট্যাপ করুন, যেমন “Google play music”

6. তারপর disable এ ট্যাপ করলে অ্যাপসটি ডিজেবল হয়ে যাবে।

তারপর একই সিস্টেমে অ্যাপটিকে আবার এনাবল করা যাবে । অথবা প্লে স্টোর থেকেও করা যাবে । ধন্যবাদ ।

12 thoughts on "MIUI তে কিভাবে গুগলের বিল্ট ইন অ্যাপস গুলো ডিজেবল করবেন !!"

  1. Md.Ariful Islam Author says:
    অনেক সুন্দর হয়েছে ।
    bro,Hello English apps এর mod টা পাওয়া যাবে ।
  2. RS ABUBOKOR Contributor says:
    Redmi System Manager নামে একটা এপ আছে।এইটা দিয়ে গুগলের এপ সহ বিল্ডিওইন আরো অনেক এপ আরো সহজে ডিজেবল করা যায়
  3. Sironamhin Author says:
    দেখুন কিভাবে শউমি ফোন থেকে গুগলের অ্যাপ ডিসাবল করবেন?

    https://www.trickbuzz.net/2020/01/disable-google-apps-in-xiaomi-device.html

  4. SR Shoruv Author says:
    ভাই এন্ড্রুয়েড স্কিন অন করে কেমনে?
    লাইট অফ হয়ে গেছে আর অন হচ্ছেনা। বলেন কিভাবে ক্রিন অন করবো ভাই প্লিজ্জজ্জজ্জ
  5. Hasib106083 Contributor says:
    Miui Call, massage app remove kra hyce note 8 pro te…use krar kno solutions Ase? Oitar bodole Google er call, msg app dise..but amr kase miui er gulai vlo lage..
  6. Hridoy Khan Contributor says:
    ভাই এটার দ্বারা কি আমাদের গুগোল ডায়ালার এবং মেসেজ সার্ভিসটি বন্ধ হবে,,? দ্রুত মতামত আসা করতেছি ভাই
    1. Ràkíb Expert Contributor Post Creator says:
      হওয়ার কথা, ট্রাই করছেন ?
  7. Hridoy Khan Contributor says:
    ট্রাই করলাম,, গুলা হয়,,,, কিন্ত কল আর মেসেজ গুলো করা জায় না
  8. YASIR-YCS Author says:
    ৬৯ নাম্বার পোস্ট এর তু ভাই ৬৯ করে দিসেন??
    1. Ràkíb Expert Contributor Post Creator says:
      Haha.. Windows to Android, Right?
  9. Tech+Time Contributor says:
    Android Pie তে হচ্ছে না।

Leave a Reply