সবাইকে আসসালামুআলাইকুম । ট্রিক বিডিবাসি সবাই আশা করি ভালো আছেন । আজকে আপনাদের সাথে অসাধারন একটি ট্রিক শেয়ার করব । ট্রিক টা হচ্ছে প্লে স্টোরে থাকা কোন অ্যাপ কিভাবে আপনি এপিকে ফাইল হিসেবে ডাউনলোড করবেন ইন্সটল করা ছাড়া , জিমেইল অ্যাকাউন্ট সাইন ইন না করেই ।

 

তো চলুন দেখে নেই কিভাবে করা যাবে কাজটি ……

১। প্রথমে আপনি আপনার প্লে স্টোর অ্যাপ এ চলে যান । এরপর আপনি যে অ্যাপ টি ডাউনলোড করতে চাচ্ছেন সেই অ্যাপ এর INSTALLATION পেজ এ যান । আমি UTORRENT ডাউনলোড করব ।


২। এবার শেয়ার অপশন থেকে আপনাকে অ্যাপ এর লিঙ্ক কপি করে নিতে হবে ।


৩। এবার আপনি এখানে  চলে যান । যাওয়ার পর নিচের মতো ওয়েব পেজ দেখতে পাবেন ।


৪। এবার নিচে দেখানো বক্স এ কপি করা লিঙ্ক পেস্ট করে দিন ।


৫। পেস্ট করার পর id= এর পর যা যা আছে সেগুলো রেখে দিন । আর বাকি সব কেটে দিন ।


৬। এবার নিচের দেখানো স্ক্রীন শট ফলো করুন আর ডাউনলোড করে ফেলুন আপনার পছন্দের অ্যাপ

কিছু কমন প্রশ্ন এর উত্তর যা কম বেশি সবাই জানতে চাইবে……
এখান থেকে ডাউনলোড করা অ্যাপ কি সেফ ?
–>হ্যাঁ , সেফ । কারণ তারা বলেই দিয়েছে যে এই অ্যাপ গুলো কোন থার্ড পার্টি সোর্স থেকে FETCH করা হয় না । অ্যাপ এর সোর্স এবং সিকিউরিটি চেক যেন করা যায় সেজন্য APP HASH ID দেয়া থাকে প্রতিটি অ্যাপ এর সাথে ।

এটা দিয়ে কি প্রিমিয়াম অ্যাপ ডাউনলোড করা যাবে ?

–> না, যাবে না । গুগলের পলিসির জন্য তারা এটা ALLOW করে না ।

আজকে এই পর্যন্ত । হয়তো পরে আবার ফিরে আসব নতুন কিছু নিয়ে ।

19 thoughts on "প্লে স্টোরের যেকোনো অ্যাপ ডাউনলোড করে রেখে দিন APK ফাইল হিসেবে যেকোনো জায়গায় । আর ইন্সটল করুন অফলাইনেও ।"

  1. Avatar photo XR SABBIR KHAN Contributor says:
    Ar theke android assistant a best ,,asa kori valo post korben porobortite
  2. Avatar photo Rafid Anam Rakib Contributor says:
    Dhur Miya Ata Kono Post Holo Ato Ato Kosto Na Kore Google Theke To Easyly Download Kora Jay
    1. Avatar photo SAKIB Subscriber Post Creator says:
      But trusted paben na sob somoy
    2. Avatar photo SAKIB Subscriber Post Creator says:
      এখানে আপনাকে থার্ড পার্টি সোর্স থেকে দিবে না , গুগল এ সার্চ করলে তো সেটা যে কেউ মোড ফাইল বানিয়েও আপলোড করতে পারে । বুঝেছেন আশা করি
  3. Avatar photo Rahim Contributor says:
    Ato bal vajal na kore, app backup er 1.5 mb app use kora onek vlo
  4. Avatar photo Al Sayeed Author says:
    play store to phone er cpu er jonno supported version ta install kore. ei website ki seita korte parbe??
    ar universal cpu er jonno download korle to size onek beshi hobe
    1. Avatar photo MD. IBNUL HASAN SAKIB Subscriber Post Creator says:
      2/3 MB besi hobe . Er besi na
  5. Avatar photo Gifary Author says:
    Amar profile dekhte paren… Ai kaj onno vabeo kora jay… Installed app mamory te save korte parben.
  6. Avatar photo Mdkawsar Contributor says:
    ektu Jhamela
  7. shaifullah Contributor says:
    Super backup use koren.. play store theke download dile automatically apnar memory card a backup hoye thakbe.. next a offline eo install korte parben
  8. Avatar photo xarker Contributor says:
    Nice post
  9. Avatar photo NS Sabur Legend Author says:
    নাইচ পোস্ট আরও সুন্দর সুন্দর পোস্ট আপনার কাছে আশা করি
    1. Avatar photo MD. IBNUL HASAN SAKIB Subscriber Post Creator says:
      ধন্যবাদ।
  10. Avatar photo Monnaf Contributor says:
    শিরোনাম ভুল লেখেন ক্যান? পেইড এপ তো ডাউনলোড করা যায় না ?

Leave a Reply