১। বর্তমান চলমান প্রোগ্রাম গুলো দেখতে পারবেন।
২। কোন সফটওয়্যার কতটুকু কাজ করছে, তা মিটারে দেখতে পাবেন।
৩। কোন সফটওয়্যার চার্জ বেশি খাচ্ছে এবং কোন সফটওয়্যার চার্জ কম খাচ্ছে তাও দেখতে পারবেন। ফলে আপনার চার্জ সংরক্ষণ করতে সূবিধা
হবে।
৪। আপনার মোবাইলের চলমান প্রায় ১০০ টি পর্যন্ত প্রোগ্রাম দেখতে পারবেন।
৫। এটি আপনার ব্যাটারী সেভার হিসেবেও কাজ করবে।

৬। কোন সফটওয়্যার আপনার মোবাইল স্লো করে ফেলছে, তা এই অ্যাপ সহজেই ধরতে পারে।
৭। আপনার মোবাইলের র্যাম কতটুকু খালি আছে এবং কতটুকু কাজ করছে, তা মিটারে আপ-ডাউন করবে।
৮। এন্ড্রায়েডের ২.৩ কিংবা এর উপরের ভার্সনে এটি সাপোর্ট করবে। (অর্থ্যৎ সকল এন্ড্রোয়েডে সাপোর্ট করবে)

Download CPU Monitor (2.7 MB)

এই ঈদের দিনে ছোট ভাইয়ের সাইটে আসার দাওয়াত রইলো

Leave a Reply