আমরা ব্লগে পোস্ট করার সময় স্কিনশট তো দিয়েই থাকি। এখন যদি সেই স্কিনশট মোবাইল ফ্রেমে দেই তাহলে কেমন হয়? অনেক কুল তাই না। হ্যা, আমরা অনেকেই দিয়েও থাকি। আর স্কিনশট এ মোবাইল ফ্রেম যুক্ত করা অনেক ঝামেলার। এখন যদি স্কিনশট করা মাত্রই প্রতিটি স্কিনশট এ মোবাইল ফ্রেম অটোমেটিক যুক্ত হয় তাহলে কেমন হবে? শুধু কুল না একেবারে আল্ট্রা কুল হবে। তো বন্ধুরা এই আর্টিকেল এ আমি আপনাদের দেখাবো কিভাবে স্কিনশট এ অটোমেটিক মোবাইল ফ্রেম যুক্ত করা যায়। তাহলে চলুন শুরু করা যাক।

 

আরো পড়ুন: এখন থেকে অ্যানিমেটেড স্টিকার পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপ এও

 

  • প্রথমেই এই লিঙ্ক এ গিয়ে ৬ মেগাবাইট এর ছোট্ট অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন।
  • অ্যাপ ইন্সটল করা হলে অ্যাপ ওপেন করুন। অ্যাপ ওপেন করে নিচের মতো একটি ইন্টারফেস দেখতে পাবেন।

  •  এবার ডান দিকে সোয়াইপ করতে থাকুন যতক্ষণ অ্যাপ এর ইন্ট্রো শেষ না হয়।

  • ইন্ট্রো শেষ হলে Done বাটনে ক্লিক করুন। তাহলে অ্যাপ এর হোমপেজ চলে আসবে।

  • এবার মেনুতে ক্লিক করুন।

  • মেনু ওপেন হলে মেনু থেকে Models অপশন এ ক্লিক করুন।

  • এবার আপনি সব স্কিন সাইজের ফোনের ফ্রেম পেয়ে যাবেন। আপনার মোবাইলটি যদি এই মডেলগুলোর মধ্যে থাকে তাহলে তো ভালো। আর না থাকলে আপনার ফোনের স্কিন রেজুলেশন অনুযায়ী একটি মডেল ডাউনলোড করে নিন।

  • যেমন আমার ফোনের স্কিন রেজুলেশন 720×1520 যেটা নোকিয়া x5 এর রেজ্যুলেশন এবং ফ্রেম এর সাথে সম্পূর্ণ রূপে মিলে যায় তাই আমি এটা ডাউনলোড করবো।

  • ফ্রেম ডাউনলোড করার জন্য ডাউনলোড লেখাতে ক্লিক করুন।

  • ডাউনলোড শেষ হলে ডাউনলোড লেখার জায়গায় Look লেখা দেখতে পাবেন তো Look লেখাতে ক্লিক করুন।

  • এবার স্টার আইকন এ ক্লিক করে ফ্রেমটি একটিভ করুন।

  • একটিভ করার পর ব্যাক করে আবার অ্যাপ এর হোম এ ফিরে আসুন।
  • আবারো মেনুতে ক্লিক করে Advanced Settings অপশন এ ক্লিক করুন।

  • Advanced Settings অপশন এর নিচের দিকে স্ক্রল করে Auto Generator এনাবল করে দিন।

  • এবার সেটিংস থেকে এই অ্যাপটির পারমিশন সেটিংস এ গিয়ে স্টোরেজ পারমিশন এনাবল করে দিন।

  • এবার যে কোনো স্কিনশট নিন। গ্যালারিতে দেখুন স্কিনশট এ ফ্রেম যুক্ত হয়ে গেছে।

 

আরো পড়ুন: ফেসবুকে ভিডিও অটো প্লে হয়ে ডেটা লস হচ্ছে? অটো প্লে ডিসেবল করুন!

 

তো বন্ধুরা এই ছিলো আজকের আর্টিকেল। আর্টিকেল টি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ সাইট ভিজিট করার অনুরোধ রইলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘরেই থাকুন। ধন্যবাদ

10 thoughts on "এখন থেকে স্কিনশট ক্যাপচার করা মাত্রই স্কিনশট এ যুক্ত হবে মোবাইল ফ্রেম।"

  1. shahed.jr Contributor says:
    Nice post, Thanks for sharing.
    1. Sakhawat Author Post Creator says:
      ধন্যবাদ ব্রো…..
  2. Raashid Contributor says:
    Download hoyna.”We’re sorry. You can’t access this item because it is in violation of our Terms of Service.”
  3. Random Contributor says:
    যাদের লিংক কাজ করেনা তারা ডাউনলোড করুনঃ http://u.pc.cd/OJ2ctalK
  4. Emrus Legend Author says:
    Thanks.
    Good Post.
  5. TusHar Author says:
    Screenshots ইডিট করার জন্য সেরা একটি অ্যাপের লিংক দিবেন প্লিজ?

Leave a Reply