Be a Trainer! Share your knowledge.
Home » Android Tips » ♨️এবার নিজেই তৈরি করুন iptv playlist. আর ফ্রী তে live tv দেখুন android, tv বা pc তে।?

♨️এবার নিজেই তৈরি করুন iptv playlist. আর ফ্রী তে live tv দেখুন android, tv বা pc তে।?

প্রিয় ট্রিকবিডি ভিজিটর, আশা করছি সৃষ্টিকর্তার রহমতে সকলেই সুস্থ আছেন।
আজ আপনাদের সামনে কিসের tutotial নিয়ে এসেছি সে তো title দেখেই বুঝে গেছেন। ? তো শুরু করা যাক।

Iptv playlist তৈরি খুব সিম্পল এবং easy একটা trick। নিচের screenshoot গুলো ফলে করুন।

১. এই লিংক এ ক্লিক করুন। এবং সাইট এ রিজিওন অনুযায়ী catagorized চ্যানেল দেখতে পাবেন দেখতে পাবেন।আপনার যেটার দরকার সেটায় ক্লিক করুন।

২.এখানে চ্যানেল লিস্ট ও statistic সহ দেখতে পাবেন।

৩.নিচে add to playlist বাটন এ ক্লিক করুন । লিস্ট টি mylist এ অ্যাড হয়ে যাবে।

*মানুয়ালি চ্যানেল সিলেক্ট করতে সার্চ বা ফিল্টার করে নিন।

৪. কাজ শেষ এ my playlist থেকে download বাটন এ ক্লিক করে ডাউনলোড করে নিন।

5।এবার ডাউনলোড করা প্লেলিস্ট এর file type “m3u” এ rename করুন।

মোবাইল এ কিভাবে প্লেলিস্ট run করবো?

Play store থেকে iptv lite অ্যাপ টি ডাউনলোড করে নিন এবং অ্যাড বাটন এ ক্লিক করে আপনার প্লেলিস্ট টি আপলোড করুন।

পিসি তে কিভাবে run করবো?

পিসির জন্য ফাইল টি vcl media player এ ওপেন করুন। এরপর view/ playlist এ গেলে প্লেলিস্ট দেখতে পাবেন।

এছাড়াও myiptv player
IPTV Smarters বা কোনো m3u file supported player এ try করতে পারেন।

=======================
Playlist ডাউনলোড এর জন্য
এছাড়াও google এ iptv m3u playlist সার্চ করলে কিছু সাইট পাবেন। সবগুলো কাজের নয় তবে আমার এই সাইট গুলো ভালো লেগেছে:
https://dailym3uiptv.com/playlist/
https://fluxustv.blogspot.com/?m=1
Etc etc
=======================

Bonus:

যারা আইপিটিভির playlist(4000+ chanel) চান তারা GitHub থেকে ডাউনলোড করতে পারেন:

https://github.com/iptv-org/iptv

আজ এই পর্যন্তই। ভালো থাকুন।

4 years ago (Jul 30, 2020)

About Author (28)

Mr. Polite(θ‿θ)
author

──────▄▀▄─────▄▀▄ ─────▄█░░▀▀▀▀▀░░█▄ ─▄▄──█░░░░░░░░░░░█──▄▄ █▄▄█─█░░▀░░┬░░▀░░█─█▄▄█

Trickbd Official Telegram

23 responses to “♨️এবার নিজেই তৈরি করুন iptv playlist. আর ফ্রী তে live tv দেখুন android, tv বা pc তে।?”

  1. saihum Contributor says:

    Sundor post,,vai… Egiye jaan

  2. Abdus Sobhan Author says:

    Site theke Code copy kora jai?

  3. Nadimmoon Contributor says:

    Vi AI apps tai Google add kamnea jog korbo vi??

  4. Nadimmoon Contributor says:

    Vi star jalsa movie ata pailam na

  5. atikraz Contributor says:

    গুড পোস্ট

  6. mishu.one Contributor says:

    এন্ড্রোয়েড টিভি এর জন্য দেখার কোন এপ্স আছে?থাকলে নাম/লিন্ক টা দিবেন প্লিজ.?

    • Obaidullah Author Post Creator says:

      অ্যান্ড্রয়েড টিভি তে iptv lite ইনস্টল করেন তাইলেই তো হইলো?

    • Obaidullah Author Post Creator says:

      অথবা যেকোনো player যেটাতে প্লেলিস্ট সাপোর্ট করে ওটা দিলেই হবে।

  7. mishu.one Contributor says:

    ip tv এর এন্ড্রোয়েড টিভি ভারর্সন খুজে পাচ্ছি না।

  8. ?ᥴꪗ᥇ꫀ? ᭙ꪮ??ꫀ?? Contributor says:

    Eta ki free mame without data?

  9. Mr. Polite(θ‿θ) Author Post Creator says:

    etobochor por amar post e comment ! ?

Leave a Reply

Switch To Desktop Version