পিসি ছাড়াই CTR (Carliv Touch Recovery) তৈরী বা পোর্ট করুন Android দিয়ে

আস্সালামুআলাইুম…
হ্যালো বন্ধুরা !
আমি মিজানুর রহমান, ট্রিকবিডির থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ!  আশা করি ট্রিকবিডির প্রতিটি পোস্ট আপনাদের কাছে ভাল লাগবে?

?আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো পিসি ছাড়াই CTR (Carliv Touch Recovery) তৈরী বা পোর্ট করুন Android দিয়ে.

তাহলে সাথে থাকুন শেষ পর্যন্ত ,

কথা না বাড়িয়ে কাজ এ চলে যাই।

পিসি ছাড়াই CTR (Carliv Touch Recovery) তৈরী বা পোর্ট করুন

অনেক সময় বহু খোঁজার পরও ফোনের কাস্টম রিকভারি পাওয়া সম্ভব হয় না। তখন ফোন রুট করতে একটু দিধার মধ্যে পড়ে যেতে হয়। কেননা কাস্টম রিকভারি না পেলে রুট করার পর রমের ব্যাকাপ করতে সমস্যা হয়। অনেকে খুঁজে Custom Recovery না পেলে কিভাবে নিজেই CTR (Carliv Touch Recovery) Port করতে হয়, তাই নিয়ে আজকের এই পোষ্ট।

যা যা দরকার:-

(1) Rooted Android;
(কিভাবে রুট করবেন, তা আপনার ব্যাপার) :
(2) BusyBox Pro;
(গুগল থেকে ডাউনলোড করে নিন) :
(3) Apktool;
http://­code.google.com/p/­apktool (Size:50MB+)
:
(4) Root Explorer
Click Here

(5) Stock Recovery.img ও boot.img;
(স্টক রমের ভিতরে পাবেন।)
:
(6) CTR Sample Recovery.img
(নিচের example হতে আপনার ফোনের রেজুলেশন অনুযায়ী CTR Sample ডাউনলোড করে নিন net থেকে।) :
Resolution:–> 240*240

Resolution:–> 320*480

Resolution:–> 480*800

Resolution:–> 480*854

Resolution:–> 540*960

Resolution:–> 600*1024

Resolution:–> 720*1280

Resolution:–> 768*1024

Resolution:–> 768*1280

Resolution:–> 800*1200

Resolution:–> 800*1280

Resolution:–> 1024*600

Resolution:–> 1280*1920

Resolution:–> 1280*720

Resolution:–> 1280*768

এই রকম resulation অনুযায়ী আপনি নেট থেকে download করে নিন

কাজের ধাপসমুহ:-
ধাপঃ-(১)

প্রথমে BusyBox Install করে Open করুন। Root Permission চাইলে Grant করুন এবং এর ভিতর থেকে Install এ ক্লিক করে Normal Install এ ক্লিক করে কাজটি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

ধাপঃ-(২)

এবার ApKTool ডাউনলোড করে এর Zip ফাইলটি Extract করে মেমোরির হোম ডিরেক্টরিতে রাখুন (কোন ফোল্ডারে নয়)। Extract হলে ApKTool নামে একটি ফোল্ডার পাবেন, সেখান থেকে ApKTools.apk install করুন। এই ফোল্ডার থেকে আর কোন ফাইল ডিলেট বা টাচ করবেন না।

ধাপঃ-(৩)

এবার Apktool ওপেন করে Root Permission চাইলে Grant করুন।

ধাপঃ-(৪)

এবার আপনার ডাউনলোড করা CTR Sample রিকভারি ইমেজের নাম পরিবর্তন করে শুধু recovery.img করুন।

ধাপঃ-(৫)

Root Explorer ওপেন করুন। RW তে ক্লিক করুন এবং Root Permission চাইলে Grant করুন। এরপর Cache ফোল্ডারে প্রবেশ করুন এখানে দুটো ফোল্ডার পাবেন lost+found এবং recovery এইগুলো ডিলেট করুন। (যদি ডিলেট না হয় দুটো ফোল্ডারকে মাল্টি সিলেক্ট করে Permission: RW-R-R করে দিন)।

ধাপঃ-(৬)

এবার cache ফোল্ডারে Ported Recovery নামে একটি, Boot নামে একটি এবং Stock Recovery নামে একটি ফোল্ডার তৈরি করুন। (মোট তিনটি ফোল্ডার হবে)।

ধাপঃ-(৭)

এবার মেমরি কার্ডে থাকা boot.img টা device/cache/Boot ফোল্ডারে পেস্ট করুন।

ধাপঃ-(৮)

এবার CTR Simple recovery.img টা কপি করে device/cache/Ported Recovery ফোল্ডার এ পেস্ট করুন। (রিকভরি ইমেজটির নামঃ recovery.img হবে)।

ধাপঃ-(৯)

এবার ফোনের স্টক রিকভারি recovery.img টা কপি করে
device /cache/Stock Recovery ফোল্ডারে পেস্ট করুন। (রিকভরি ইমেজটির নামঃ recovery.img হবে।)

ধাপঃ-(১০)

এবার apktool ওপেন করুন cache ফোল্ডারের ওপর কয়েক সেকেন্ড টাচ করে ধরে রাখুন এবং get acces permission (need root) এ ক্লিক করুন।

ধাপঃ-(১১)

এবার Boot ফোল্ডার হতেও একইভাবে “get acces permission (need root) এ ক্লিক করুন। এবং ওপেন করুন। boot.img তে ক্লিক করুন এবং expack-mt65xx (need root) এ ক্লিক করুন এবার boot.img এক্সট্রাক্ট হবে। এক্সট্রাক্টিং কম্পলিট হলে 1249+1 record in 1249+1 record out এবং 3068 blocks বা জাতিয় কিছু লেখা আসবে।
এক্সট্রাক্ট হলেঃ
kernel নামে ফাইল;
ramdisk.cpio.gz নামে ফাইল এবং;
ramdisk নামে একট ফোল্ড

ধাপঃ-(১২)

ঠিক ওই ভাবে get acces permission নিয়ে device/cache/Ported Recovery থেকে recovery.img এক্সট্রাক্ট করুন।
ধাপঃ-(১৩)

এইভাবে device/cache/Stock Recovery থেকে recovery.img এক্সট্রাক্ট করুন।

ধাপঃ-(১৪)

এখন Root Explorer দিয়ে- Ported Recovery ফোল্ডার থেকে ramdisk ফোল্ডারে গিয়েঃ
meta_init.rc
meta_init.modem.rc
meta_init.project.rc
fstab
uventd.rc
uventd.goldfish.rc
এই ফাইলগুলো ডিলিট করুন।

ধাপঃ-(১৫)

এবার Boot ফোল্ডারের ramdisk ফোল্ডারে গিয়েঃ
meta_init.modem.rc
meta_init.project.rc
meta_init.rc
এই ফাইলগুলো কপি করে Ported Recovery এর ramdisk ফোল্ডারে পেস্ট করুন।

ধাপঃ-(১৬)

এবার Stock Recovery ফোল্ডারের ramdisk ফোল্ডার হতেঃ-
fstab
ueventd.rc
ueventd.goldfish.rc
এই ফাইলগুলা কপি করে Ported Recovery এর ramdisk ফোল্ডারে পেস্ট করুন।

ধাপঃ-(১৭)

এবার Stock Recovery ফোল্ডার হতে kernel ফাইলটি কপি করে Ported Recovery ফোল্ডারে পেস্ট & ওভাররাইট করুন।

ধাপঃ-(১৮)

এবার device/cache ফোল্ডার হতে Stock Recovery এবং Boot ফোল্ডার টি ডিলেট করুন।

ধাপঃ-(১৯)

এবার আবার apktool ওপেন করে device/ cache/Ported Recovery এ যান। এবার ramdisk ফোল্ডারে ক্লিক করুন এবং “repack-mt65xx(need root)” এ ক্লিক করুন। ফলে লোডিং হবে এবং OK লেখা আসবে। ব্যস কাজ শেষ।

ধাপঃ-(২০)

এবার Root Explorer দিয়ে- device/cache/Poted Recovery হতে new.img কপি করে SDCard এর হোম ডিরেক্টরিতে রাখুন এবং recovery.img নামে রিনেম করে Flashify বা MobileUnle Tool এর সাহায্যে ফ্ল্যাশ করুন।

 

আশা করি সবাই উপকূত হবেন.

শেষকথা:- সকল প্রকার কাজ নিজ দ্বায়িত্বে করবেন কোন প্রকার ক্ষতির জন্য আমি বা সাইট দায়ী থাকবে না

 

সকল প্রকার টিপস পেতে ট্রিকবিডির  সাথে থাকুন। 

আশা করি আপনাদের ভাল লেগেছে…।
ধন্যবাদ সবাইকে…
সবাই ভালো থাকবেন ধন্যবাদ
আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ

 

13 thoughts on "[জেনে নিন] পিসি ছাড়াই Android দিয়ে তৈরী বা পোর্ট করুন CTR (Carliv Touch Recovery)"

  1. Jewel Shikder Jony✅ Author says:
    mt6755 er jonno working method din, or Walton Primo X4 Pro er jonno recovery port kore din, mt6755 V.6.0
    1. Mejanur Rahman Author Post Creator says:
      In Sha Allah?
  2. Md. Sohag Sorkar Contributor says:
    Symphony R30 kono bhabei root korte parlam na
  3. Fahmeed Author says:
    Appreciating post..
    But screenshot add korle best hoto…
    ??
  4. TusHar Author says:
    ভাই Lava Iris 88 এর জন্য একটা CTR রিকভারি বানিয়ে দিবেন প্লিজ?
    আমার ফোনটি রুট করতে চাই কিন্তু পারছি না।
    কয়েকটা দোকানেও গেছি ওরা বলে রুট নাকি ভেজাল কাজ তাই ওনারা করেন না।?

    ভাই প্লিজ একটু হেল্প করেন।
    একটা রিকভারি পোর্ট করে দিন?

  5. sanaurasif Author says:
    Itel S15 Pro ki Root Kora Possible?
  6. Random Contributor says:
    দারুণ ?
  7. TUSHER12345 Contributor says:
    vai .. symphony v135 er kono recovery pacchi na… jodi ektu port kore diten…. khub upokkrito hotam ?
  8. shunnoasif Contributor says:
    ভাই UniSoc বা spreadturm এর জন্য কি এই মেথড কাজ করবে..???
  9. shunnoasif Contributor says:
    বলতেছি যে SC9863 এর জন্য কি কাজ করবে এই মেথড.???
  10. Argho Saha Contributor says:
    Apk tool download hosse na kano?
  11. King Author says:
    Redmi 6A –

    Boatloader Unlocked– pc sara Ki Root Korar Kono Method dite parben….

Leave a Reply