আসসালামু আলাইকুম

 

  • কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে ফোনের একটি গোপন ট্রিক সম্পর্কে আলোচনা করব।

 

  • আজকের ট্রক টি আমাদের ফোনের সেটিং থেকেই করব। ট্রিকটি হচ্ছে ধরুন আপনার ফোনে যত সেটিং গুলো আছে সবগুলো মেনু বা কল লিষ্ট বা ফেসবুক সেটিং পোষ্ট ইত্যাদি সব কিছু বাম সাইড ভিত্তিক সাজানো। তো আমরা কি করব ফেনের সকল কিছু ছোট একটি গোপন ট্রিক এর মাধ্যমে সব কিছু ডান সাইড এ আসবো।

 

  • এই ট্রিক টি আজো সম্ভব হবে কিনা! তো চলুন পোষ্টের মাধ্যমে আমরা জেনে নেই। এবং দেখে নিন কি ভাবে করবেন।

 

 

প্রথমেই সেটিং অপশনে চলে জান।

 

এবার About Phone এ জান।

 

এবার  Miui তে ৪বার চাপ দিন।

এবার সরাসরি Additional এ জান।

 

এবার আপনি Devloper এ জান।

 

এবার আপনি একদম নিচে জান Drowing এ জান। এবং Force RTL Layout এ ক্লীক করুন।

 

শেষ আপনার কাজ। আশা করি পরিবর্তন চোখে পরেছে এরকম আরো টিপছ পেতে আমাদের সাইট ফলো দিয়ে রাখুন এবং আমাদের সাথে থাকুন।

 

কাজের প্রুফঃ

আশা করছি সকলের ভাল লেগেছে আনাদের সাথেই থাকুন।  ধন্যবাদ।

 

আরো নতুন নতুন ট্রিক বা টিপছ জানতে আমাদের Banglaruse সাইট থেকে ঘুরে আসতেে পারেন এবংং ফলো করতে পারেন ধন্যবাদ সাথেই থাকুন।

12 thoughts on "ফোনের সকল কিছু অতি সহজেই বাম সাইড থেকে ডান সাইডে নিয়ে নিন। [Phone Trick]"

  1. Rayhan.Jp Contributor says:
    হাস্যকর মার্কা পোস্ট??,
    ওইটা চালানো অনেক বিরক্তের, সেখানে আরো অনেক ভালো ভালো সেটিং আছে, সে গুলো নিয়ে আলোচনা করলেও পারতেন।
    1. Ahmed Towsif Author Post Creator says:
      ???সেম আমারো মনে হয়েছে তারপর ও ভাবলাম সবাইকে জানলো তো ভালই হয়। তাই পোষ্ট করা।
  2. sheikhahmedjoy Contributor says:
    ভাই সুন্দর ট্রিক দিলেন। বাট এভাবে চালান অসম্ভব। কেমন কেমন জানি লাগে। মনে হয় সব উল্টা।??
    1. Ahmed Towsif Author Post Creator says:
      তাহলে আর কি করবেন আপনি উল্টা চালানোর অভ্যাস করেন।?
    2. sheikhahmedjoy Contributor says:
      না দাদা সম্ভব না। ?
    3. Ahmed Towsif Author Post Creator says:
      ????
  3. Tanvir ahmed Contributor says:
    Nice post brow.?
    1. Ahmed Towsif Author Post Creator says:
      ❤❤❤Thanks brow.
  4. Md+Abu+Rahat Author says:
    ভাই কেউ আমাকে একটা অথর আইডি দিতে পারবেন?
    1. Ahmed Towsif Author Post Creator says:
      ??
  5. Dip Dey - Walker #57341 Contributor says:
    পাগল হতে হবে

Leave a Reply