আসসালামু আলাইকুম……
HTML এবং CSS দিয়ে এন্ড্রোইড এপপ্স বানানোর দ্বিতীয় টিউটোরিয়াল এ আপনাকে স্বাগতম। আজকে আমরা html এবং css দিয়ে এপপ্স বানানোর একটি ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানবো। তো চলুন দেরি না করে শুরু করি।
বিসমিল্লাহির রহমানির রহিম
পুর্বের টিউটোরিয়াল সমূহ:-
এই টিউটোরিয়াল এ আমরা এন্ড্রোইড এপপ্স বানানোর ক্ষেত্রে একটি ফ্রেমওয়ার্ক ব্যবহার করবো। সেটি হলো OnsenUI । আপনারা অনেকেই তো Bootsrap Framework সম্পর্কে জানেন OnsenUI ও এমনি একটি ফ্রেমওয়ার্ক যা শুদু এন্ড্রোইড এপপ্স এবং Webapps বানানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
তো প্রথমে আপনি এখানে ক্লিক করুন। এরপর আপনি OnsenUI এর ওয়েবসাইট দেখতে পাবেন। এখান থেকে আপনি Get Start এ ক্লিক করুন।
এরপর নিচের দিকে স্ক্রল করলে The First Onsen UI App টাইটেল এর নিচে দেখবেন কিছু কোড দেওয়া আছে এগুলা কপি করে নিন।
এরপর যেকোন একটি কোড এডিটর ওপেন করুন। তবে সব চেয়ে ভালো হবে যদি আপনি Visual studio ব্যবহার করেন। কোড এডিটরে HTML ফাইল নিয়ে কোড টি পেস্ট করুন।
[Note: তবে মনে রাখবেন অবশ্যই HTML ফাইলটির নাম index.html এ থাকতে হবে। ]
ব্যাস হয়ে গেলো OnsenUI setup এর কাজ।এর পরের টিউটোরিয়াল এ ইনশা আল্লাহ একটি এপপ্স বানাবো।
ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রিকবিডির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।
কোনো ধরনের সমস্যা হলে কমেন্ট এ জানান। অথবা আমাকে মেসেজ করতে পারেন।
SPECIAL CONTENT:
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের ষাটেরও অধিক শাখা আছে। আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। (মুসলিম ১/১২ হাঃ ৩৫, আহমাদ ৯৩৭২) (আধুনিক প্রকাশনীঃ ৮, ইসলামিক ফাউন্ডেশনঃ ৮)
অপেক্ষা করুন ভাই
পেজ লিংক:- facebook.com/arAkashKGC
আপনার মতামতের জন্য ধন্যবাদ ❤
arekto long kpren