আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ ! কেমন আছেন সবাই ? আশা করি অনেক ভালো আছেন । গত পর্বে আমরা দেখেছিলাম কীভাবে USB ছাড়া Pc to Mobile এবং Mobile to Pc তে দ্রুত গতিতে ফাইল শেয়ার করা যায় । যারা ট্রিকবিডির গত পোস্ট টি মিস করেছেন তারা Previous post on trickbd  থেকে দেখে দেখে নিতে পারেন …
গত পর্বে অনেকেই SD card এর সাথে ফাইল শেয়ারিং না করতে পেরে কমেন্ট ও ইমেইলে জানিয়েছেন । আবার অনেকেই ভেবেছিলেন যে এই ট্রিকটি কেবল Phone storage ও Pc এর ভেতর ফাইল আদান প্রদান করা যায় । সকলের অনুরোধে আজকের এই পোস্টটি । এই পর্বে দেখাবো কিভাবে আপনি আপনার ইচ্ছে মতো যেকোনো স্টোরেজের যেকোনো অংশে Wireless File Transfer করতে পারবেন খুব সহজেই ।
বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই SD card to Pc & Pc to SD card File Transfer ।
প্রথমেই আপনার Es File Explorar App টি Open করেন ।

Option এ ক্লিক করুন ।

 

Network এ যান ।

Remote Maneger option  ক্লিক করুন ।

 

উপরের Settings আইকন টি তে ক্লিক করুন ।

এবার set root directory তে যান ।

এখান থেকে আপনার ইচ্ছা মত ডিভিইসের যেকোনো অংশ বেছে নিতে পারেন ফাইল শেয়ার করার জন্য । তবে আমরা কথা মতো SD card select করবো । SD card এর root এ সিলেক্ট করলে ফাইল শেয়ারিং এর কাজটি আরো সহজে করতে পারবেন ।


আপনার সুবিধার জন্যই পরামর্শ দেবো রুট ফাইলে সিলেক্ট করার জন্য । Select করে Ok চাপুন । ব্যাস্ !!

এবার আপনার আগের নিয়মেই Ftp server অন করে আপনার পিসিতে Adress type করে দেখুন । ফোনের যেখানে সিলেক্ট করেছিলেন , পিসিতেও ঐ একই রুট ফাইল দেখাচ্ছে ! তাইনা ! বিষয় টা Cool তাইনা !
কোনো সমস্যা ফেইস করলে আমার ফেসবুকে নক দিবেন , আগামীতে ছোট খাটো সমস্যাগুলো ফেসবুকেই সমাধানের চেষ্টা করবো । আমার প্রোফাইল লিংকঃ
My Facebook Profile

দেখে নিন বিশ্বের Top Android File Manager- Es File Explorar এর সূচনা থেকে আজ পর্যন্ত সকল ভার্সনের সংগ্রহশালা এবং এর বিস্তারিত সবকিছুই ।

আগামী পর্বে দেখাবো কিভাবে মাত্র এক ক্লিকেই Ftp server চালু করবেন বাড়তি কোনো অ্যাপস ছাড়াই । এবং smartly Mobile to pc & Pc to Mobile এ ফাইল শেয়ার করতে পারবেন আরো সহজে কোনো ঝামেলা ছাড়াই ।

ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রিকবিডির সাথেই থাকুন ।
ধন্যবাদ ।

12 thoughts on "Es File Explorar দিয়ে ফোনের SD card আপনার পিসিতে Show করান আর সহজেই SD card এর সাথে পিসির ফাইল শেয়ার করুন । (পর্ব-২)"

    1. Rifat Author Post Creator says:
      Thanks ?
  1. Osthir Boy Sabbir Contributor says:
    Nc Post.Vay Apnar Fb Id Ta ডুকতে পারছি না এইখানে লিংক টা দেন plz
    1. Rifat Author Post Creator says:
      Thank you sabbir vaiya .. ?
  2. ♚ ?? ?????? ♚ Author says:
    Pubg tournament deoyer karone….amar tuner pod batilll…..ei holo trickbd er obostha…..
    Baje post na koreo….. Banned kore ekhane valo trick ke dibe??
    1. Abdus Sobhan Author says:
      dekhun apni rule manen ni ata apnake mantei hobe ar ta chara jekhane sekhane je apni ai typer comment gulo korchen agulor jonno apnar account ban o hote pare chill bro
    2. Rifat Author Post Creator says:
      What are you talking about ?
    3. Rifat Author Post Creator says:
      I don’t understand .. what are you talking about?
  3. Osthir Boy Sabbir Contributor says:
    Apnar Fb Id Link Ta Dan Plz
  4. Cyber mad Contributor says:
    File Explorer er download link den

Leave a Reply