আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন।

বরাবরের মতো আবারও হাজির হলাম আরও একটি নতুন টপিক নিয়ে। আজকের টপিকে আমি আপনাদের দেখাব কীভাবে যেকোন ইউটিউব চ্যানেলের প্রোফাইল ফটো ডাউনলোড করবেন, তাও আবার একদম অরিজিনাল কোয়ালিটিতে(মানে ঐ চ্যানেলের প্রতিষ্ঠাতা যেই ইমেজটি প্রোফাইল ফটো হিসেবে আপলোড করেছে ঠিক ইমেজটি ই ডাউনলোড করতে পারবেন এবং অবশ্যই .png ফরমেটে।)

আর এই কাজটি মোবাইল পিসি দুটো দিয়েই সম্ভব। তো প্রথমেই দেখে নেই মোবাইল দিয়ে কিভাবে করবেন।

মোবাইলঃ

শুরুতেই যেকোন একটি ব্রাউজার[Google Chrome রিকমেন্ডেড থাকল] দিয়ে কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলটিতে প্রবেশ করুন। যেমন, আমি Trickbd.com এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে প্রবেশ করলাম।

এবার চ্যানেলের প্রোফাইল ফটোতে কিছুক্ষন চাপ দিয়ে দরে রাখুন।

এবার Open image in new tab এ ক্লিক করুন।

ব্রাউজারের এড্রেস বারে ক্লিক করুন।

এবার লিংটি থেকে = থেকে শুরু করে rj পর্যন্ত জায়গাটি কেটে এন্টার/গো চাপুন।

তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলের প্রোফাইল ফটোটি অরিজিনাল কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন।

পিসিঃ

পিসি ব্যাবহারকারীরাও একই পদ্ধতিতে করতে পারবেন। তারপরেও নিচে ভিডিও দেওয়া হল।

আশাকরি আজকের টপিকটি আপনাদের কাছে ভাল লেগেছে। কোন অংশ না বুজে থাকলে অবশ্যই কমেন্ট করবেন।অথবা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করবেন। আর, ভাল কিছু পেতে পোস্টে কমেন্ট করে টিউনারদের উৎসাহিত করুন। Signing Out…

আল্লাহ্‌ হাফেজ।

-: Al Sayeed :-

8 thoughts on "[YouTube] যেকোন ইউটিউব চ্যানেলের প্রোফাইল ফটো ডাউনলোড করুন একদম অরিজিনাল কোয়ালিটিতে।(মোবাইল+পিসি)(ভিডিও সহ)"

    1. Avatar photo Al Sayeed Author Post Creator says:
      welcome?
  1. Avatar photo Prince? ?? Contributor says:
    Wow Good post ❤
    1. Avatar photo Al Sayeed Author Post Creator says:
      thanks vai?
    2. Avatar photo Prince? ?? Contributor says:
      Welcome bro..
  2. Avatar photo Sajjad Hossain Contributor says:
    Darun post hoyeche vaiya
    1. Avatar photo Al Sayeed Author Post Creator says:
      thanks vai?

Leave a Reply