আসসালামু আলাইকুম ট্রিকবিডি বাসি। কেমন আছেন সবাই? আসা করি ভালোই আছেন। আজকে একটি ট্রিক্স নিয়ে আসলাম অনেকেরই কাজে লাগতে পারে।

অনেক সময় দেখা যায় আমাদের ফোনের ইমার্জেন্সি একটা এপ রয়েছে যেটা আমাদের প্রায়ই ব্যাবহার করতে হয়, সেটা চাইলে আমরা আমাদের ফোনের নোটিফিকেশন বারে রেখে দিতে পারি যাতে খুব সহজেই আমরা আমাদের প্রয়োজনীয় এপ টুকু ফোনের নোটিফিকেশন স্ক্রোলের মাধ্যমে খুব সহজেই ব্যাবহার করতে পারি।

এর জন্য দরকার একটি এপ। এপটা নিচের লিংকে দিয়ে দিচ্ছি প্লে ষ্টোরি থেকে ইনষ্টল করে নিন।

Install Now (Tile Shortcutes)

 

এখন নিচের স্ক্রিনসটগুলো ফলো করুনঃঃ

প্রথমে এপটি ইনষ্টল করে এপটি তে ঢুকুন,

নিচে দেখেন একটা প্লাস চিহ্ন আছে ওইটা তে ক্লিক করুন,

যদি আপনি কোন এপ রাখতে চান তাহলে উপরে  APP লিখাতে ক্লিক করুন, আর যদি কোন ওয়েবসাইটের লিংক রাখতে চান তাহলে Website লিখাতে ক্লিক করুন। আমি এপ রাখবো তাই APP এ ক্লিক করলাম।

এবার আপনি যে এপটি রাখতে চান সেই এপটিতে ক্লিক করুন, আমি ফেইসবুক লাইট রাখবো তাই ওটাতে ক্লিক করলাম।

এবার আপনার এপ এর আইকন সিলেক্ট করুন। চাইলে আপনার মন মতো কাষ্টোম আইকন ও এড করতে পারেন। তারপর টিক চিহ্নতে ক্লিক করুন।

এবার আপনার ফোনের নোটিফিকেশনটি নিচে টান দিন আর কলমের মতো আইকনটিতে ক্লিক করুন।

এখন আপনার ঐ আইকনটি তে ক্লিক করে ধরে উপরে টান দিয়ে যেখানে রাখতে চান সেখানে ছেড়ে দিন ব্যাস কাজ হয়ে যাবে।

আশা করি বুঝতে পেরেছেন। এখন ঐখানে ক্লিক করলেই সরাসরি আপনার এপ এ ঢুকে যাবে। ট্রিক্সটি আপনার কাজে লাগতে পারে। না বুঝলে কমেন্ট করবেন, ধন্যবাদ।

4 thoughts on "আপনার যেকোন পছন্দের এপ বা লিংক ফোনের নোটিফিকেশন বারে এড করে নিন।"

  1. Ridoyamar Subscriber says:
    Real Research app এ যারা এখুনো একাউন্ট খলেন নাই তারা imo তে sms করুন।
    আমার রেফার link থেকে একাউন্ট করলে আমি সাথে সাথে 10 টাকা রিচার্জ করে দিব
    imo namber : 01642053281
  2. Mazharul Contributor says:
    Phoner Kuno Problem Hobe?
    1. Sayef Sadman Author Post Creator says:
      nah

Leave a Reply