স্বাগতম সবাইকে।

আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন……

 

আশলে আমরা যারা বিভিন্ন কারনেই একই অ্যাপ এর এক বা একাধিক ক্লোন তৈরি করতে চাই তাদের জন্য একটি বিশেষ অ্যাপ হল App Cloner. এখন XIaomi এর মত অনেক কম্পানির ফোনে Dual Apps সুবিধা টি দাওয়া থাকে। কিন্ত তাতে অনেক ধরনের সুবিধাই নেই, যেমনঃ Android Id change, Redirect External storage, Stealth Mode ইত্তাদি আরও অনেক কিছু।

তাই যারা এসব সুবিধা উপভুগ করার জন্য App Cloner বেবহার করতেন তাদের জন্যই আজকের এই পোস্ট।

 

আপনারা যারা এই অ্যাপটি বেবহার করতেন তারা সবাই জানেন এর অনেক সুবিধাই Premium ইউজার দের জন্যই সীমাবদ্ধ। আর এর সবচেয় জনপ্রিয় যে Mod টি ছিল(version 2.3.3) তা আর কাজ করছে না। তার কারন হল, প্রতিষ্ঠাতারা অ্যাপটি Date Restricted করে দিয়েছে। তো চলুন জেনে নেই এর সমাধান।

১। প্রথমে অ্যাপ টি নিচের লিঙ্ক থেকে নামিয়ে ইন্সটল করে নিনঃ

(নতুন ভার্সন ইন্সটল থাকলে তা আনইন্সটল করে নিবেন)

Drive Link

Mirror link [যদি ড্রাইভ লিঙ্ক কাজ না করে]

 

 

২।মোবাইল এর ডাটা/Wifi বন্ধ করে নিন। [বি.দ্রঃ ইন্টারনেট চালু থাকলে এই অ্যাপ কাজ করবে না]

 

৩। আপনার মোবাইল এর Settings এ যান। সেখান থেকে Date and Time setting এ যান।

 

৪। Auto Update বন্ধ করুন। (সাময়িক এর জন্য, কাজ শেষ হলে ঠিক করে নিবেন)

 

৫। Set Date এ যান।

 

৬।   1 October,2020 বা তার আগের যেকোনো দিন সিলেক্ট করুন। কেননা এর পর থেকে পুরাতন ভার্সন গুলো কাজ করে না।

 

৭। এখন App Cloner অ্যাপ টি চালো করুন।

 

৮। সেখান থেকে যেই অ্যাপ আপনি ক্লোন করতে চান তা সিলেক্ট করুন। আমি উদাহরন হিসেবে ADM নিলাম।

 

৯। সেইখান থেকে নীচে গেলেই দেখবেন সব Premium ফিচার আনলক করা। আপনার প্রয়োজন মত কি কি চান নিয়ে নিন।

( যারা এই ফিচারগুলো সম্পর্কে জানেন না তারা কমেন্ট করে জানাবেন এর উপর ভিডিও সহ বিস্তারিত পোস্ট চান কি না। )

 

১০। এবার ক্লোন এর বাটন টিতে প্রেস করুন। [আবারও বলছি ডাটা এবং Wifi চালু থাকলে কাজ করবে না]

 

১১। দেখুন কাজ করছে। এখন অ্যাপ এর সাইজ অনুযায়ী কিছু সময় অপেক্ষা করতে হবে।

 

১২। এরপর ইন্সটল করে ক্লোন টি বেবহার করতে পারবেন।

 

মনে রাখবেন ইন্টারনেট বন্ধ রাখতে হবে এবং মোবাইল এর ডেট ১অক্টোবর,২০২০ বা তার আগের হইতে হবে, নাহলে ক্লোন অপশনে ক্লিক করলেও কিছুই হবে না। 

 

এখানের বিভিন্ন ফিচার ব্যাবহার করে আপনারা চাইলে একাধিক অ্যাপ প্রোফাইল ব্যাবহার করতে পারবেন। এছারাও ফেইক রেফার নিতে পারবেন। তবে Real Research, Atoken এর মত কিছু অ্যাপ ক্লোন করলেও কাজ করে না। তার জন্য বিশেষ বেবস্থা নিতে হয়। সেইটা জানতে চাইলে বা বিস্তারিত সব ফিচার সম্পর্কে পোস্ট চাইলে জানাবেন। তাহলে পরবর্তী পোস্টে এই নিয়ে আলোচনা করব।

 

আমি বাংলা টাইপিং তত ভালো পারি না, তাই বানান ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পোস্টে কোন ভুল তথ্য থাকলে বুঝিয়ে বলবেন। শুধরে নেওয়ার চেষ্টা করব।

 

আজকে এই পর্যন্তই। সুস্থ ও ভালো থাকবেন এবং অপরকে ভালো থাকার সুযোগ করে দিবেন।

ধন্যবাদ।

39 thoughts on "নিয়ে নিন App Cloner Premmium 2.3.3(Modded) সাথে কাজ কেন করছে না এবং তার সমাধান।(with Download link)"

  1. Tasan Contributor says:
    বিকাশ অ্যাপ এক ফোন এ দুইটি বিকাশ অ্যাপ কি ভাবে ব্যবহার করব এটা নিয়ে একটা পোস্ট করেন অনেক হেল্প হবে
    1. Assasin Contributor Post Creator says:
      এটা দিয়ে Bkash করা জায় কি না জানা নেই, তবে চেষ্টা করে জানাবো…..
  2. md_rokib_1997 Contributor says:
    প্রিমিয়াম ফিচার নিয়ে বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল দেন । খুবই ভালো লিখেছেন পোষ্ট টি ।
    1. Assasin Contributor Post Creator says:
      নিশ্চয়ই, চেষ্টা করছি শবগুলু ফিচার কাভার করার। কয়েকদিন পর একবারে দিবো…..
  3. MD Shakib Hasan Author says:
    ধন্যবাদ শেয়ার করার জন্য
    1. Assasin Contributor Post Creator says:
      Welcome
  4. SagorSrkian Author says:
    ক্লোন করার পর ডেট ঠিক করে নিলে কাজ করবে তো নাকি?
    1. Assasin Contributor Post Creator says:
      hmm, করবে।
  5. sparkingRobin Contributor says:
    Atoken er kaj ki?
    Real Research er moto earning related kisu?
    1. Assasin Contributor Post Creator says:
      তেমন ই, কিন্তু ওইটা শুধ রেফফারেল দিয়ে ইনকাম।
    2. sparkingRobin Contributor says:
      Ekhon o ki ache?
      Detailed kono post ba video link dite parben?
    3. Assasin Contributor Post Creator says:
      post করসিলাম ভাই, কিন্তু earning post আপ্প্রভে হয় না। আর আমি ২/৩ দিন আগে payout দিছি, এখনও payment পাই নাই। পাইলে proof সহ share করব…..
    4. sparkingRobin Contributor says:
      Atoken app download korlam,
      Daily claim option ta paisi,

      refer option ta koi?

  6. sabbir7763 Contributor says:
    vai Atoken ar reffer link dan
    1. Assasin Contributor Post Creator says:
      Playstore থেইকা app install করার পর রেজিস্ট্রেশান করার ষময় কোড চাইবে।
      আমার reffer coode: z096DR
  7. sabbir7763 Contributor says:
    onklk valo post ❤️
    1. Assasin Contributor Post Creator says:
      Thanks
    1. Assasin Contributor Post Creator says:
      Thanks
  8. Rakibul Islam Shakib Author says:
    Oh hacker e mod version k aber mod korsen?
    1. Assasin Contributor Post Creator says:
      Mod করি নাই, ওইটাই কেন কাজ করছে না শেইতা দেখাইলাম।
  9. MD Nazmul Islam Contributor says:
    প্রিমিয়াম ফিচার নিয়ে বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল দেন । খুবই ভালো লিখেছেন পোষ্ট টি ।
    1. Assasin Contributor Post Creator says:
      ধন্যবাদ, চেষ্টা করছি
  10. sabbir7763 Contributor says:
    ভাই রিয়েল রিসাজ এপ ক্লোন করার টিক্স টা দিন আর আপনার ফেসবুকের লিংক
    1. Assasin Contributor Post Creator says:
      ওই অ্যাপ টা আমি অনেক ভাবেই চেষ্টা করছি, কিন্ত হচ্ছে না। ডেভেলপার সেই ভাবে বানাইছে
    1. Assasin Contributor Post Creator says:
      ধন্যবাদ
  11. Tishat Ahmed Author says:
    সেরা পোস্ট ???
    1. Assasin Contributor Post Creator says:
      ধন্যবাদ
  12. Nazmul Huda Contributor says:
    Bhai kaj korena
    1. Assasin Contributor Post Creator says:
      Data এবং Wifi বন্ধ রেখে চেষ্টা করুন।
    1. Assasin Contributor Post Creator says:
      welcome
  13. idiosyncratical Contributor says:
    ভাই যখন আমি গুগল ড্রাইভে যায় এটা তো বলো যে ভাইরাস আছে। ভাইরাস থাকা সত্ত্বেও কি আমি ডাউনলোড করব
    1. Assasin Contributor Post Creator says:
      লিঙ্ক দেওয়া আছে, শেখান থেকে নামান
  14. idiosyncratical Contributor says:
    ভাই আমি রিয়েল রিসার্চ অ্যাপ এর জন্যে জানতে চাই
    1. Assasin Contributor Post Creator says:
      ঐটা হবে না ভাই
  15. Rk Tobin khan Contributor says:
    ভাই অনেক দিন ধরে চেস্টা করতেছি Apps cloner premium ta namabo নামইছিও আপনার থেকে কিন্তু কিছু দিন দরে ারর এপস এ ডুকতেছে না দয়া করে আবার নতু ভাবে মুড করে দিবেন কি??

Leave a Reply