আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি SA.RIDOM আছি আপনাদের সাথে। অনেক দিন পর আজকে আবার পোস্ট লিখতে শুরু করলাম। তো টাইটেল দেখেই বুঝে গেছেন আজকে কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা Sketchware দিয়ে একটি চ্যাট অ্যাপ তৈরি করব। আপনি আপনার নিজের তৈরি করা চ্যাট অ্যাপ দিয়েই আপনার বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো দেরি না করে পোস্ট শুরু করি।

 

প্রথমে প্লে স্টোর থেকে Sketchware অ্যাপটি ডাউনলোড করুন। এই অ্যাপটির সাথে সবাই কম বেশি পরিচিত। এটা দিয়ে কোনো প্রকার কোডিং ছাড়া অ্যাপ তৈরি করা যায়৷ অবশ্য আপনি চাইলে কোডিং ও অ্যাড করতে পারবেন। তো ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করুন। এরপর প্লাস আইকন এ ক্লিক করে নতুন প্রজেক্ট তৈরি করুন। অ্যাপ এর নাম দিন। যেকোনো একটা নাম দিলেই হবে। আমি Chat Example নাম দিচ্ছি।

এরপর create এ ক্লিক করুন। তারপর একটি ফাকা স্ক্রিন দেখতে পাবেন। এই স্ক্রিনে আমাদের লগিন এবং রেজিস্ট্রেশন এর কাজ করতে হবে। প্রথমে দুটো EditText অ্যাড করুন। তারপর দুটো Button অ্যাড করুন নিচের মত।

এবার নিচে main.xml লেখায় ক্লিক করুন।
তারপর নিচের মত একটি স্ক্রিন অ্যাড করুন। আমি chat নাম দিচ্ছি।


এরপর এই চ্যাট স্ক্রিনে একটি ListView অ্যাড করুন। এই ListView তে আমাদের মেসেজ শো করবে।

তারপর নিচে একটি linear(h) অ্যাড করে তার ভিতরে একটি edittext এবং একটি Imageview অ্যাড করুন। Imageview এর ইমেজ এ সেন্ড আইকন অ্যাড করুন।

তারপর নিচে Chat.xml লেখায় ক্লিক করুন এবং Custom View তে যান। Custom View তে একটি Custom View অ্যাড করুন Custom নামে।

তারপর Custom View তে নিচের মত একটি linear(h) অ্যাড করুন।

তারপর সেই linear(h) এর ভিতর একটি linear(v) অ্যাড করুন।

তারপর linear(v) এর মধ্যে দুটো Textview অ্যাড করুন। একটি ইমেইল আর অন্যটি মেসেজ।

ব্যাস। আজকে এই পর্যন্তই। নেক্সট পোস্ট এ আমরা এর ব্লক এর কাজ করব। ২য় পার্ট এই চ্যাট অ্যাপ সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিছু না বুঝলে নিচের ভিডিওটি দেখুন।

পোস্টটি ভালো লাগলে আমার Youtube Channel থেকে ঘুরে আসতে পারেন।
Channel
কোনো প্রশ্ন থাকলে কমেন্ট এ জানাতে পারেন। দেখা হবে পরবর্তী পোস্ট এ। ততক্ষন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকবিডির পাশেই থাকুন। খোদা হাফেজ।

14 thoughts on "আপনার Android Phone দিয়ে মেসেঞ্জারের মত চ্যাট অ্যাপ তৈরি করুন। Sketchware দিয়ে (Part 1)"

    1. SA.RIDOM Author Post Creator says:
      Thanks for comment
    1. SA.RIDOM Author Post Creator says:
      Video te ase. Please check it.
  1. Shakib Expert Author says:
    Keep It Up?
    Sketchware দিয়ে আরও Content আনবেন আশাকরি
    1. SA.RIDOM Author Post Creator says:
      Inshallah. Thanks for your support
    1. SA.RIDOM Author Post Creator says:
      Thanks for your support
  2. sketchware diye real ad show korate paren ?
    1. SA.RIDOM Author Post Creator says:
      Thanks for suggestion. এখনো ট্রাই করি নি। যদি সফল হই তাহলে পোস্ট পাবেন ইনশাআল্লাহ।
    1. SA.RIDOM Author Post Creator says:
      আজকেই পাবেন ইনশাআল্লাহ
  3. sharony.joy Contributor says:
    video link plzz

Leave a Reply