হ্যালো?

⚫আজ এমন একটা ট্রিক শেয়ার করব যার মাধ্যমে যে কোন Torrent, Mega Mediafire, Telegram ফাইল বা যে কোন ফাইল সরাসরি Google Drive আপলোড করতে পারবেন। সাথে Youtube ভিডিও বিভিন্ন ফরম্যাটে ডাওনলোড করার সুবিধা। ⚫তা ছাড়া যেকোন কম্প্রেসড ফাইল (zip,rar,tar etc) ইভেন পাসওয়ার্ড প্রটেক্টেড কম্প্রেসড ফাইল (zip,rar,tar etc) Google Drive এ এক্সট্রাক্ট করতে পারবেন ⚫সকল ফাইলের Index লিংক ব্যবহার করে দ্রুত গতিতে ডাউনলোড করতে পারবেন তাহলে শুরু করা যাক

○একাজটি আমরা করব Telegram এর মাধ্যমে। মূলত একটা Telegram Group এর মাধ্যমে। গ্রুপটা আমারই?

Download Telegram

Telegram Group ? Join

এখন দেখা যাক গ্রুপটির সুবিধা কি? কি কি করতে পারে
○ প্রায় যেকোন ক্লাউড সার্ভারের ফাইল সরাসরি গুগল ড্রাইভ এ আপলোড করতে পারে।
○ Torrent ফাইল বা Magnet লিংক থেকে ফাইল বা ফোল্ডার সরাসরি গুগল ড্রাইভে আপলোড করতে পারে।
○ Mega, Mediafire, Yandex সার্ভারের ফাইল সহজে এবং দ্রুত গতিতে গুগল ড্রাইভে মিরর করতে পারে।
○ যেকোন ফাইলের ডিরেক্ট ডাউনলোড লিংক থেকে সরাসরি গুগল ড্রাইভে আপলোড করতে পারে।
○ Telegram ফাইল ও গুগল ড্রাইভে মিরর করতে পারে।
○ যেকোন পাবলিক গুগল ড্রাইভ ফাইল ক্লোন করতে পারে।
○ ইউটিউব ভিডিও অডিও সহ বিভিন্ন ফরম্যাটে ডাওনলোড করার সুবিধা আছে।

○ Zip, Rar, 7z ইত্যাদি কম্প্রেসড ফাইল আনজিপ বা এক্সট্রাট করতে পারে।
○ এমনকি পাসওয়ার্ড প্রটেক্টেড Zip, Rar, 7z ইত্যাদি কম্প্রেসড ফাইল ও আনজিপ বা এক্সট্রাট করতে পারে।
○ ফাইল গুলো মিরর করার সময় Custom File নামে দিয়ে মিরর করা যায়।
○ ফাইলের Index Link এর সুবিধা আছে। [উচ্চ ডাউনলোড গতিসম্পন্ন এবং Failed হয়ার সম্ভাবনা কম]
এছাড়াও আরও অনেক ফিচার আছে

○ এখন ফাইল গুগল ড্রাইভে মিরর করতে হলে উপরের Join লিংক থেকে বা এখান থেকে গ্রুপে জয়েন করতে হবে।

○ গ্রুপে জয়েন করা হয়ে গেলে Welcome Message থেকে গ্রুপ রুলস এবং বট ব্যবহারবিধি [Bot Commands] গুলো পড়ে নিতে হবে।
?বা এখান থেকে গ্রুপ রুলস এবং বট ব্যবহারবিধি (Bot Commands) দেখে নেওয়ার অনুরোধ রইল।


গ্রুপে জয়েন হওয়ার পর আপনি গ্রুপের বট টা ব্যবহার করে ফাইল মিরর করতে পারবেন। বট টার কমান্ড গুলোর সাথে পরিচিত হতে বট ব্যবহারবিধি (Bot Commands) পড়ার অনুরোধ রইল।

এখন বটের কিছু ব্যবহার বা বটটা কি করতে পারে তা দেখাবো
? /mirror [download_link]
এখানে অবশ্যই ডাউনলোড লিংক টি ফাইলের সরাসরি ‘download url’ হতে হবে। ফাইল লিংক হলে চলবেনা। মনে রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে File Link এবং উক্ত ফাইলের Download Link (url) আলাদা হতে পারে। ডাইরেক্ট ডাউনলোড লিংক পেতে প্রব্লেম হলে ADM বা IDM+ ডাউনলোডার অ্যাপ গুলো ইউজ করতে পারেন। [একটি টিউটোরিয়াল চেক করতে বট গ্রুপে ‘#preview’ নোট টি চেক করেন…]

? তাছাড়া /mirror [magnet link] ব্যবহার করে torrent file মিরর করতে পারবেন। torrent file মিরর করতে চাইলে প্রথমে ফাইলটা গ্রুপে সেন্ড করে সেই ফাইলের Reply তে /mirror কমান্ড দিতে হবে। Telegram Files এর ক্ষেত্রে একঅই ভাবে প্রথমে ফাইলটা গ্রুপে ফরওয়ার্ড করতে হবে। তার পর ফাইলটির Relply তে /mirror কমান্ড দিতে হবে।



? /mirror [download url] কমান্ডে শুধু Mega ও Mediafire এর ক্ষেত্রে ফাইল যে পেজ থেকে পাওয়া যায় সেই পেজ এর লিংক Download Url হিসাবে ব্যবহার করতে হবে। বিস্তারিত বট ব্যবহারবিধি [Bot Commands] এ।

? /watch [youtube link] এই কমান্ডের মাধ্যমে ইউটিউব ভিডিও যেকোন ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। বিস্তারিত বট ব্যবহারবিধি [Bot Commands] এ।

? /unzipmirror [zip download url] এই কমান্ড দিয়ে Zip, 7z, rar ইত্যাদি ফাইল এক্সট্রাক্ট করতে পারবেন গুগল ড্রাইভে এমনি পাসওয়ার্ড প্রটেক্টেড zip, 7z, rar ইত্যাদি ফাইল এক্সট্রাক্ট ক্রে ড্রাইভে আপলোড করতে পারবেন। তার জন্য এটা দেখুন

? /clone [drive link] এটার মাধ্যমে যে কোন পাবলিক ড্রাইভ ফাইল ক্লোন করতে পারবেন।

এছাড়া আরও অনেক কমান্ড ও সুবিধা আছে যা বট ব্যবহারবিধি (Bot Commands) তে পাবেন

এখন আপনার মিরর করতে দেওয়া যেকোনো ফাইল মিরর হয়ে গেলে নিচের স্ক্রিনশটের মত আপনাকে জানিয়ে দেবে। এখান থেকে আপনি গুগল ড্রাইভ লিংক চাইলে ব্যবহার করতে পারেন বা Index Link ও ব্যবহার করতে পারেন। Index Link বেশ ভালো ডাউনলোড স্পিড দেয় এবং Download Failed হওয়ার সম্ভাবনা কম থাকে। Fail হলেও সহযে Resume করা যায়

বট বিষয়ক বিবিধ বিষয়াবলি

গ্রুপে জয়েন হলে গ্রুপ রুলস মেনে চলবেন আশা করি

যেকোন দরকারে ?Abdul Kader

4 thoughts on "[Hot?] Torrent, Mega, Mediafire ফাইল সহ যেকোন ফাইল সরাসরি গুগল ড্রাইভে আপলোড করেন। সাথে আরও অনেক কিছু?"

  1. TheBestOrNothing Contributor says:
    kivabe create koresen bot ta? heroku diye ki?
  2. Abu Sayed Contributor says:
    @gdrivexbot
    @uploadbot
    @uploaderxbot

    aro koyekta ache! similar. thanks

    1. Abdul Kader Contributor Post Creator says:
      These are limited brother

Leave a Reply