জ আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহযেই HACK LINK GENERATE করবেন।

যারা এসব পারেন বা জানেন তারা পোষ্ট ইগনোর করুন ??

✌——————————————————————————-✌

জেনে রাখুন
এটা করতে কোনো প্রকার Termux বা Ngrok এর প্রয়োজন নেই।
এটা তখনি কাজ করবে যখন ভিক্টিম লিংকে ডুকে ALLOW করবে।
এইটা ততোদিনই কাজ করবে যতোদিন আমার ডোমেইন / হোস্টিং ঠিকঠাক থাকবে ?

Hack Link Generate করতে 2MB খরছ করে অ্যাপটি ইনস্টল করে নিন।


## সবার প্রথমেই ডাউনলোড করা অ্যাপটি অপেন করুন এবং আপনার যেকোনো একটি ইমেল ও একটি সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করুন তাহলেই লিংক জেনারেট হয়ে যাবে।

## লিংক জেনারেট হয়ে গেলে ৬ টি লিংক পাবেন। আপনি যেকোনো সময় আপনার ইমেল & সিকিউরিটি কোড দিয়ে এই অ্যাপে লগিন করে লিংক গুলো দেখে নিতে পারবেন।

লিংক গুলোর বিস্তারিত ঃ

  • CAM HACK : এই লিংকটি যাকেই সেন্ড করবেন সে যখন লিংক অপেন করবে তখন তাকে পার্মিশন দিতে হবে। সে যদি ALLOW করে সেক্ষেত্রে আপনি তার ক্যামেরার এক্সেস পেয়ে যাবেন। সে যতোক্ষন সাইটে থাকবে ততোক্ষন তার ফন্ট ক্যামেরা দিয়ে পিক ক্যাপচার হতে থাকবে এবং সেগুলা আপনার একাউন্টে সেবড হতে থাকবে।
  • VOICE HACK : সে যখন আপনার এই লিংক অপেন করবে তখন তাকে পার্মিশন দিতে হবে। সে যদি ALLOW করে সেক্ষেত্রে আপনি তার ভয়েস রেকর্ডার এক্সেস পেয়ে যাবেন। সে যতোক্ষন সাইটে থাকবে ততোক্ষন তার রেকর্ডার দিয়ে ভয়েস রেকর্ড হতে থাকবে এবং সেটা আপনার একাউন্টে সেবড হতে থাকবে।
  • CLIPBOARD HACK : আগের গুলোর মতোই এটাতেও ALLOW চাইবে, সে ALLOW করলে তার ক্লিপবোর্ড এক্সেস পেয়ে যাবেন। সে যখনি কোনো কিছু কপি করে আপনার লিংক অপেন করবে তখনি তার কপি করা টেক্সট আপনার একাউন্টে সেবড হয়ে যাবে।

## এবং নিচের যে বাকি 3 টি লিংক সেগুলো দিয়ে আপনি  আপনার একাউন্টে লগিন করে পিকচার/ক্লিপবোড টেক্সট/ভয়েস গুলো ডাউনলোড করতে পারবেন।

## আপনার জেনারেট করা লিংক কেউ অপেন করলে তার থেকে পার্মিশন চাইবে। সে ALLOW করলেই কেবল আপনি এক্সেস পাবেন নয়তো পাবেন না। যেমনটা TERMUX এ বিভিন্ন টুলস দিয়ে আপনারা জেনারেট করে ALLOW করাতেন আরকি ?

## হ্যাক/এক্সেস হবার পর সব চ্যাক করার জন্য আপনি যে জিনিসটা চ্যাক করবেন আপনার সেই লিংক অপেন করুন। ভালো ভাবে খেয়াল করলে দেখবেন যে ইমেজ/ভয়েস/টেক্সট সবগুলো চ্যাক করার জন্যই আলাদা আলাদা লিংক রয়েছে। আপনি যেটা চ্যাক করবেন সেই লিংক অপেন করুন

## লিংক অপেন করলে আপনার সিকিউরিটি কোড দিতে হবে। সিকিউরিটি কোড দিয়ে লগিন করতে হবে।

## সিকিউরিটি কোড দিয়ে লগিন করার পর আপনার একাউন্টের সেবড হওয়া ফাইলসের লিংক পেয়ে যাবেন। লিংক কপি করে অপেন করে ফাইল ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর সেটা সাইট থেকে ডিলেট করে দিন। নয়তো আপনার একাউন্ট ব্যান হয়ে যাবে।

## কিছু তথ্য,

  •  এটা মূলত একটি মেসেজ বোম্বিং সাইট। তবে নর্মালি যদি আপনি সাইট অপেন করেন সেক্ষেত্রে কোনো প্রকার পার্মিশন বা কোনো কিছু এক্সেস চাইবেনা। বাট আপনার জেনারেট করা লিংক অপেন করলে তখন পার্মিশন চাইবে এবং আপনার লিংক থেকেও মেসেজ বোম্বিং করা যাবে ✌
  • প্রতি ঘন্ঠায় ডাটাবেজ এবং সার্বার ক্লিয়ার হয়। সেজন্য কারো একাউন্টে যখনি কোনো কিছু কালেক্ট হবে তখনি সেটা ডাউনলোড করে রেখে দিতে হবে। নয়তো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ?
  • আপনার একাউন্টে যা যা স্টোর হবে সবকিছুই আমি এবং আপনি ব্যাতিত অন্য কেউ দেখতে পারবেনা। বাট এতো হাগার হাগার পুডু ভয়েস টেক্সটের ভিত্তে ডুইকা হুদাহুদি আমার এসব দেখার মতো টাইম নাই ?

# নোট : নিজের একাউন্ট ইনফু অন্য কারো সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন। ?

তো এই ছিলো আজকের পোষ্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন ?


আরো টুলস পেতে,


70 thoughts on "[Hack Link Generator] হ্যাক করুন যেকারো ক্যামেরা, ভয়েস, ক্লিপবোর্ড ? কোনো প্রকার Termux ছাড়াই জেনারেট করুন এক্সেস লিংক ?"

  1. Avatar photo Sharif Contributor says:
    Ip block korar byaparta bujhlam na.
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      আইপি ব্লোক করার ব্যাপারটা হলো : আপনার একাউন্টটে যদি কোনো পিক সেবড হয়ে থাকে তবে সেটা আপনি ফোনে ডাউনলোড করার পর একাউন্ট থেকে ডিলেট করে দিবেন। নয়তো অযথা হোস্টিং ফুল হতে থাকে আরকি ? সেজন্য যারা এটা করবেনা তাদের একাউন্ট ব্যান করবো বা ডিলিট করে দিবো সেটাই বলছি।
  2. Avatar photo Sharif Contributor says:
    ফেইসবুকে লিংক কাজ করে না। কি করব?
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      ফেসবুকে লিংক শেয়ার করা যায়না কেন সেটা মার্ক জাকারবার্গ জানে। আপনি লিংকে রিয়েক্ট এডড করে শেয়ার করুন।
  3. Avatar photo Zahidul Islam Contributor says:
    ভাই এমন কোনো এ্যাপ কি আছে যেটা ইনিস্টল করে দিলে যে কোনো সময় তার ডাটা চালু থাকলে আমি তার ভয়েস শোনা,কেমেরা চালু করা সহ যে কোনো কিছু করতে পারবো।বলে রাখছি আমি চাইলেই কিন্তু যে কোনো সময় তার মোবাইল হাতে নিতে পারবো।
    1. Avatar photo Deepraj Author says:
      Hm. Ache
  4. rakibtot Contributor says:
    হয় না
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      না পারলে সেটা আপনার ব্যর্থতা ?
  5. Tanvir+Rayhan+Akash Contributor says:
    নায়েস পোস্ট বদ্দা??
    আমি অনেক বড় ফ্যান তোমার?
  6. Avatar photo Tufan Chakma Contributor says:
    সুন্দর পোস্ট
  7. Avatar photo Shakib Expert Author says:
    Nice ভাইয়া
  8. Avatar photo Dip Dey - Walker #57341 Contributor says:
    App Ar Email And Code ar Page Link Ja Dila Valo Hoto Vai ?
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      অ্যাপের মধ্যে আপনি আপনার যেকোনো একটা ইমেল & পাস দিয়ে একাউন্ট খুলে নিন। তাহলেই লিংক জেনারেট হয়ে যাবে। আমার কোনো ইমেল / পাস আপনার লাগবেনা সেখানে।

      * আর অ্যাপের লিংক ৩টা আছে। যেকোনো একটা থেকে ডাউনলোড মারেন।

  9. Avatar photo Hridoy Mini Expert Author says:
    আমার ছোট ভাইয়ের ফেসবুক হ্যাক হয়ে গেছে। ?
    কেউ কি নাই ফিরিয়ে আনার মত?
  10. Avatar photo Mizanur1996 Contributor says:
    লিংক Fb তে সেয়ার করা যায় না,, আর অন্য ভাবে দিছলাম ছবি কালা কিছু দেখা যায় না,,
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      লিংক ফেসবুকে ব্লোক। বাট লিংকে রিয়েক্ট দিয়ে শেয়ার করা যাবে। তাছাড়া মাস্ক লিংক করেও শেয়ার করতে পারবেন। শর্ট করেও শেয়ার করতে পারবেন।

      * আর লিংকে ডুইকা allow দিয়ার পর যদি আপনি ফন্ট ক্যামেরাতে আঙ্গুল দিয়া ধইরা রাখেন তাহলে তো সামনে শুধু কালো/অন্ধকার ছাড়া আর কিছু আসবেনা এটাই স্বাভাবিক ?

  11. Avatar photo iT LeArNeR Contributor says:
    Onek din por aslen vai… miss kori apnake…
    Btw, nice post
  12. S Contributor says:
    Valibpost
    1. S Contributor says:
      Sorry valo post? writing mistake ?
  13. Avatar photo ↗TOUHID SARKER↖ Contributor says:
    Onek din por aslen?.maje maje post koiren vai?
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      4Month por post korlam rki. Ki Post korbo khuje pai na ? Trickbd er rules naki jara author tader 6month e 1ta hole o post kora ta joruri tai rki eta post korlam. But try korbo regular post diyar. ❤❤❤
    2. Avatar photo ↗TOUHID SARKER↖ Contributor says:
      Okay vai ?❤️❤️
  14. Avatar photo Akash Ahmed Contributor says:
    Termux Baba App kobe diben tai kon ?
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      ফিশিং জেনারেটর এডড করছিলাম আমার অ্যাপে। বাট ফিশিং এর হোস্ট/ডোমেইন সাসপেন্ড। তাই আর অ্যাপও পাবলিশ করা হয়নি। নিউ ওয়ে খুজতেঝি যেন সাসপেন্ড না হয়। নিও ওয়ে পাইছিও বাট সেটা ফোন দিয়ে পারতেছিনা করতে, পিসি থাকলে করতে পারতাম ? বাট ট্রাই করবো শিগ্রহী দিয়ার।
  15. Avatar photo Îßrãhim Hûssåìn Contributor says:
    Bro link short koreo to messenger a share kora jai na??
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      লিংকটা মার্ক জাকারবার্গ ব্লোক করে দিসে তাই সেন্ড হয়না। লিংকের মধ্যে রিয়েক্ট এডড করে তারপর সেন্ড করুন। যেমন : google.❤com অথবা google. com এভাবে ??
  16. TAnvir Ahmed Anontow Contributor says:
    ওস্তাদ, আমি আপনাকে ১০ জিবি হোস্টিং দিবো। লাগলে আরো দিবো কিন্তু ১ ঘন্টার চেয়ে বাড়ানো যায়না?
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      হোস্টিং যদি দিতে পারেন তাহলে তো আমার ঝামেলা নাই। আসলে আমি যে হোস্ট ইউজ করতেছি সেটা আমার না। ওটার স্টোরেজ অনেক অনেক কম। সেজন্য আরকি স্টোরেজ খালি রাখার জন্য প্রতি ঘন্ঠায় সব ফাইল ডিলেট করতেছি। নয়তো বেশি স্টোরেজ থাকলে তো আর ডিলেট করতাম না ??
    2. TAnvir Ahmed Anontow Contributor says:
      ইনবক্স করছি দ্যা মেহতান ফেসবুক পেইজে।আমার আইডি TAnvir Ahmed Anontow
  17. Avatar photo Mizanur1996 Contributor says:
    প্রফ দিলে ভালো হতো,,
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      কিসের প্রুভ? মানে পিক উঠছে কিনা?

      * ঐ যে দেখতে পাচ্ছেন লিংক এডড হয়ছে সেটা ডুকলেই পিক শো করবে। তাছাড়া নিজে একবার ট্রাই করে দেখলেই হয়ে যায়। অথবা অন্যদের কমেন্ট দেখলেও বুঝতে পারবেন ওয়ার্কিং কিনা। অথবা আমার ফেবু গ্রুপে ভিডিও দিয়া আছে সেটাতে প্রুভ দিয়া আছে এটার।

  18. emanur Contributor says:
    script ta share koren
    {jodi apnar problem na hoy}
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      সাইটের স্ক্রিপ্টটা?

      – Termux এর যেসব কোড দিয়ে লিংক জেনারেট করতেন সেইগুলা দিয়েই আমি করছি। জাস্ট ওটা Termux এ Ngrok দিয়ে করা লাগতো। আর আমি ওটা জাস্ট একটু ইজিলি করে দিসি আরকি ? বাট ট্রাই করবো স্ক্রিপ্টটা শেয়ার করতে দ্রুত।

  19. Avatar photo Prince? ?? Contributor says:
    গুড পোস্ট। অনেক দিন পর পোস্ট করলেন। অপেক্ষা ছিলাম ❤️
  20. Avatar photo Akas Seikh Contributor says:
    Send kora link a click korar pore…
    Allow show korena ???
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      কয়েকজনের হয়তো শো করেনা তাদের নিজেদের ভুল বা ব্রাউজার প্রবলেমের কারনে ?
  21. Avatar photo Shahed Hasan Sumon Contributor says:
    লিংক দিলে দেখায় মেসেজ বোম্বিং সাইট! এলাউ চায় না তো ভাই!
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      এটা মেসেজ বোম্বিং সাইটই। বাট জেনারেট করা লিংকে ডুকলে ALLOW আসবে। তবে অনেকের ফোনে একটু লেট করে ALLOW শো করে। আর তাছাড়া HTTPS:// দিয়ে না ডুকলে ALLOW আসবেনা আর যদি ব্রাউজার থেকে পার্মিশন ডিফল্ট অফ করে দেন তাহলে ALLOW আসবেনা। ?
  22. Avatar photo Rakib Raihan Contributor says:
    ভাইয়া আমার ফেসবুক ডিজেবল করে দিছে।এইটা কি ব্যাক এনে দিতে পারবেন??একটা গ্রুপে মেম্বার ইনভাইট দিচ্ছিলাম আর হঠাৎ করে ডিজেবল হয়ে গেছে।রিভিউ এর জন্য ফেস ভেরিফিকেশন নিছে। কিন্তু এখনও ঠিক হচ্ছে নাহ।কতদিন লাগতে পারে বা আর কি করতে হবে প্লিজ বলেন।
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      সঠিক বলতে পারবোনা ভাই। সরি ?
  23. Avatar photo battuvaii2 Contributor says:
    Thanks botol vai
  24. sanil Contributor says:
    Vai link open korar por jokhn check korte Jai photo gula sobar photo sathe add hye Jay Amr ta konta khujei pai nah
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      সবার ফটোর সাথে এডড হবে কেন ??

      * আপনি আপনার একাউন্টে ডুকে দেখুন আপনার গুলাই সেব হয়ছে। আপনার লিংকে যা ডুকে ক্যাপচার হবে তাদেরটা আপনার একাউন্টেই সেব হবে ?

  25. Avatar photo Random Contributor says:
    জয় বোতল বাবা ?
  26. Avatar photo Rakib Author says:
    good Hacker Baba?
  27. Chironjit Contributor says:
    ভাই এপসে ঢুকলে লেখা আসে “প্লীজ চেক ইউর নেটওয়ার্ক সিটিংস” কি করবো ভাই।
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      ডাটা অন অফ করে দেখুন।
  28. Chironjit Contributor says:
    বাহিরের দেশে আছি ভাই। আইপিজনিত কোন সমস্যা নাকি। আর হলেও সলিউশন কি ভাই?????
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      ভাই কেউ হয়তো রিপোর্ট মারছে নয়তো গুগল থেকেই ডোমেইন আমার সাসপেন্ড করে দিসে। তাই সাইট চলতেছেনা + অ্যাপও চলছেনা। আমি আজ কালকের ভিতর নিউ ডোমেইন দিয়ে সাইট/পোষ্ট+অ্যাপ সব আপডেট করে দিবো।
  29. Avatar photo Antor Contributor says:
    ভাই গিটহাবে কিভাবে ক্যামেরা হ্যাকের জন্য একাউন্ট খুলবো সেটা নিয়ে একটা পোস্ট করলে ভালো হতো।
  30. Avatar photo spyhuman Contributor says:
    ভাই…। Apps ডাউনলোড লিংক কাজ করে না
  31. Avatar photo d3advau Contributor says:
    Vaiya Apnar new domain tate aii hack link genaretor ta upload den.
    and tutorial den plz.

Leave a Reply