অনেকদিন ট্রিকবিডিতে কিছুলিখা হচ্ছে না, যদিও প্রতিদিন ঘুরে যাই কিন্তু লেখাহচ্ছে না। তাই আজকের পোস্টের মাধ্যমে একটি আপডেট জানিয়ে দিচ্ছি সবাইকে, কিভাবে আপনিও আনলিমিটেড ফ্রি মেসেজিং করতে পারবেন।

আজকে আবার আপনাদের দেখাব কিভাবে নিজের পরিচয় গোপন রেখে আনলিমিটেড মেসেজ পাঠাবেন তাও আবার ফ্রিতে। মূলত এটি softclever এর অনেক আগের ফিচার, কিন্তু প্রায় ৪-৫ মাস এটি বন্ধ থাকার পর কিছু সময় আগে এটি চালু হয়েছে। তাই আমাদের আগে সকল ডাটা যেমনঃ একাউন্ট, ইউজার আইডি, পাসোয়াড সব রিমুভ হয়ে গেছে। তাই আমাদের নতুন করে একাউন্ট করতে হচ্ছে।
তাহলে চলুন শুরু করি।
নিচের লিংক থেকে আরো বিস্তারিত জেনে একাউন্ট করার কাজ শুরু করে দিই।
ফ্রি এসএমএস পাঠানোর ওয়েবসাইট অথবাএখানে যান

উপরে ক্লিক করার পর নিচের মতো রেজিষ্ট্রেশন পেইজ আসবে।

এবার এখানে নাম মেইল দিয়ে রেজিষ্ট্রেশন করে নিন। মোবাইল নাম্বার অবশ্যই সঠিক দিবেন কারন আপনার পারোয়াড এখানে মেসেজ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এভার দেখুন রেজিষ্ট্রেশন সম্পন্ন করে ফেললাম।তাই Congratulations লেখা এসেছে।

এবার নিচে লগিন অপশনে ইউজারনেইম এবং পাসওয়াড দিয়ে লগিন করুন

এবার Quick massage এ ক্লিক করুন

এবার আপনার নাম্বার এবং মেসেজ লিখে Send বাটনে ক্লিক করুন।

দেখুন মেসেজ এর কনফার্ম চলে এসেছে।

এবার দেখুন সাথে সাথে মেসেজও চলে এসেছে।

আশা করি সবার কাজে লাগবে এবং সবাই ইচ্ছামত মজা নিন অন্যের সাথে।

11 thoughts on "যেকোনো নাম্বারে আনলিমিটেড মেসেজ পাঠান একদম ফ্রি!"

  1. Avatar photo Sk Shipon Author says:
    ধন্যবাদ।
  2. Avatar photo Zox Loop Author Post Creator says:
    আপডেট জানিয়েছি
  3. saiful Contributor says:
    Number Hide Kora Jabe Ke ?
  4. Abdur Rahman Abdur Rahman Contributor says:
    এইসব সার্ভিস ব্যবহার না করার পরামর্শ প্রদান করা হলো। আপনি যাকে এসএমএস পাঠাবেন তার এবং আপনার নিজের নাম্বার তাদের ডাটাবেজে থেকে যাবে আর তারা সেগুলো বিভিন্ন প্রমোশনাল কাজে ব্যবহার করবে।

    ফলসরুপ আপনার ইনবক্স ভর্তি থাকবে। আশা করি বুঝতে পেরেছেন।

    বর্তমান দুনিয়াতে এসএমএসের দাম খুব একটা বেশি না, আর যদি নাম্বার গোপন করে মেসেজ পাঠানোর খুব প্রয়োজন হয়, তাহলে ভালো কোনো প্রভাইডারের থেকে মাস্কিং এসএমএস কিনে নিতে পারেন। খুব বেশি খরচ হবে না আশা করা যাই। আমি একজন ভুক্তভোগি হিসেবে উপদেশ দিলাম, গ্রহন করা বা ফেলে দেওয়ার দায়িত্ব আপনার।

    ধন্যবাদ
    আব্দুর রহমান

    1. Avatar photo Md Salman Khan Contributor says:
      Vai Masking sms kinar ekta way dite parben????
    2. Avatar photo Zox Loop Author Post Creator says:
      100% right.
    3. Avatar photo Naim sdq ⚠ Author says:
      আপনার সাথে সহমত।
    4. Avatar photo Sayfullah Contributor says:
      Ei website ta prothom thekei valo service diye asce, problem hobe bole amar mone hoi na/karo problem hoite sunini ei website ta theke.
  5. Avatar photo Argho Contributor says:
    Free call er jonno kisu din please
  6. Shadman Contributor says:
    Status Rejected keno hocche?? Philippines e ekta text dibo (amar friend ke)

Leave a Reply