আসসালামুয়ালাইকুম,

সবাইকে আমার পোষ্টে স্বাগতম এই পোস্টে আমি দেখাব যে আপনি কিভাবে আপনার রিয়েলমি ফোনে আপনার সিমের যে নম্বরগুলো আছে সেগুলো নেবেন তো আমি যদি দেখাই একটা জিনিস যে আপনার ফোনের যে নম্বরগুলো আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে না এখানে । তো এগুলো কিভাবে পাবেন তা দেখাবো এই পোস্টে ।

তো এর জন্য আপনার ফোনের একটি অ্যাপ ওপেন করতে হবে যেটার নাম contacts . আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে ।

অ্যাপটি ওপেন করার পর যদি সাইন ইন করা না থাকে আপনার মেইল অ্যাকাউন্ট দিয়ে তাহলে   সাইন ইন করে নেবেন ডানদিকে ওপরের দিকে তাকালে দেখতে পাবেন

তারপর বাঁ দিকে যদি তাকান তাহলে তাহলে সেখানে তিনটা লাইনের মতন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন ।

সেখানে ক্লিক করলে সেটিংস অপশনটি দেখতে পাবেন সেখানে ক্লিক করুন

settings-এ ক্লিক করলে একটু নিচের দিকে import নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন ।

সেখানে ক্লিক করলে এরকম একটি অপশন পাবেন এখানে আপনি যেই সিম টা থেকে আপনার ফোনে নম্বর গুলো নিতে চাচ্ছেন সেই সিমটা তে ক্লিক করে ওকে তে ক্লিক করুন ।

ওকে তে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে সেখানে ইমপোর্ট লেখাটিতে ক্লিক করুন ।

ব্যাস আপনার কাজ শেষ আপনার কন্টাক্ট গুলো আপনার ফোনে চলে এসেছে ।

তো এভাবেই আপনি আপনার রিয়েল মি ফোনে আপনার সিমের নম্বর গুলো নিতে পারবেন সম্পূর্ণ করে দেখার জন্য ধন্যবাদ । পোস্টটি বুঝতে অসুবিধা হলে আমার ভিডিওটি দেখতে পারেন

ভিডিওটি দেখার জন্য

এখানে ক্লিক করুন

আমার একটি ইউটিউব চ্যানেল আছে আমার চ্যানেলে পাবেন আপনি এই টিউটোরিয়াল টার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইলের বিভিন্ন প্রকার টিপস-এন্ড-ট্রিকস তাই আপনি চাইলেই আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন ভিসিট করতে এখানে ক্লিক করুন

বি. দ্র. এই পোস্টটি আমার ট্রেইনার রিকুয়েস্ট পাঠানোর জন্য করা পোস্ট । মানে অনেক আগের পোস্ট । বিরূপ মন্তব্য করবেন না দয়া করে

Leave a Reply