আসসালামু আলাইকুম,
ইমেইল একাউন্ট create করতে তো সবাই পারি । কিন্তু আমরা অনেকে ডিলিট করতে পারিনা ট্রিকবিডির এই পোস্টে আমি দেখাবো কিভাবে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট সহজেই ডিলিট করতে পারবেন । আমি নতুন তাই আমার ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি । তো কথা না বাড়িয়ে কিভাবে ডিলিট করবেন সেটা দেখানো যাক ।

এর জন্য যদি আপনার জিমেইল অ্যাপ্লিকেশনটি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবেন ।

প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন জিমেইল ।

যে রেজাল্ট আসবে সেখানে থেকে আপডেট করে নিবেন ।

আপডেট করার পর এই অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করলে ডান দিকে কোনায় গোল চিহ্নের মতো দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন ।

ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে সেখানে গুগোল একাউন্ট নামের একটি অপশন পাবেন সেখানে ক্লিক করবেন ।

ক্লিক করলে উপরের দিকে যদি একটু ডানদিকে স্ক্রল করেন তাহলে একটি অপশন পাবেন । Data and personalization নামে সেটিতে চলে যাবেন ।

 

এখানে নিচের দিকে স্ক্রল করতে থাকবেন । তারপর এখানে দেখবেন delete a service or your account নামে একটি অপশন সেটিতে ক্লিক করবেন ।

সেখানে যাওয়ার পর দুই নম্বর অপশনটি দেখবেন সেখানে delete your account এ ক্লিক করবেন ।

এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিয়ে নেক্সট এ ক্লিক করবেন ।

এখানকার লেখাগুলো পড়তে পারেন ইমেইল একাউন্টটি ডিলিট করলে আপনার সাবস্ক্রাইব করা সবকিছু আনসাবস্ক্রাইব হয়ে যাবে ।

তো এখানে যে দুটো দেখিয়ে দিয়েছি  ‌‌ সেই দুটো তে ক্লিক করবেন ।

ক্লিক করে ডিলেট একাউন্ট এ ক্লিক করবেন ।

আরেকবার পাসওয়ার্ড চাইতে পারে না চাইলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে । অ্যাকাউন্টটি ডিলিট করলেও আপনার ফোনে কিন্তু এটি থেকেই যাবে । তাই যা করবেন সেটি হলো আবার ডান দিকে গোল চিহ্নটা আছে ওখানে ক্লিক করবেন তারপর manage accounts on this device এই লেখাটিতে ক্লিক করবেন ।

এখানে গুগোল অপশনটি সিলেক্ট করবেন ।

সিলেক্ট করার পর যে delete করা অ্যাকাউন্টটিতে ক্লিক  করে উপরে ডানদিকে দুইটা ডট দেখতে পাবেন সেখানে ক্লিক করুন ।

এখানে রিমুভ একাউন্ট অপশনটিতে ক্লিক করুন ।

ক্লিক করার পর আপনার কাছে কনফার্ম হওয়ার জন্য এরকম একটি ম্যাসেজ আসবে সেখানে রিমুভ একাউন্ট এ ক্লিক করুন ।

ব্যাস কাজ শেষ আপনার মেইল একাউন্ট টি ডিলিট হয়ে গেছে এবং আপনার মোবাইল থেকে চলে গেছে ।

এই পোস্টটি বুঝতে অসুবিধে হলে আমার ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য এখানে ক্লিক করুন

আমি আমার চ্যানেলে মোবাইল রিলেটেড বিভিন্ন প্রকার টিপস এন্ড ট্রিকস শেয়ার করে থাকি

এবং আমার চ্যানেলে পাবেন আপনি এরকম অনেক টিউটোরিয়াল তাই আপনি চাইলে আমার চ্যানেল ঘুরে আসতে পারেন । আমার চ্যানেলে যেতে এখানে ক্লিক করুন

সম্পূর্ণ পোস্টটি ধৈর্য্য সহকারে পড়ার জন্য ধন্যবাদ ।

ট্রিক বিডির সাথেই থাকুন ।

 

14 thoughts on "কিভাবে পার্মানেন্টলি মেইল অ্যাকাউন্ট ডিলিট করবেন । How to delete mail account permanently ?"

  1. Avatar photo স্বপ্ন Author says:
    সুন্দর পোস্ট
    1. Avatar photo BD TECH Author Post Creator says:
      Assalamualaikum ,
      Thank you vai .
  2. Avatar photo HBSumon Subscriber says:
    Ami onek important akta gmail delete kore felci 2 year age oita ki backup ana jabe mail ta khub important dorkar
  3. Mahmud Hasan Contributor says:
    Thanks vai. Eita Khub helpful chilo
    1. Avatar photo BD TECH Author Post Creator says:
      Welcome.
    1. Avatar photo BD TECH Author Post Creator says:
      ধন্যবাদ
    1. Avatar photo BD TECH Author Post Creator says:
      Thank you
  4. Avatar photo SABIK Contributor says:
    Please help me . How to I change Gmail address ? Please tell me and show me .
    1. Avatar photo BD TECH Author Post Creator says:
      তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ
  5. Chondon Paul Contributor says:
    কতদিন পর একাউন্টটি ডিলিট হবে?
    1. Avatar photo BD TECH Author Post Creator says:
      তা জানি না । দেখার চেষ্টা করি নাই
  6. Naloy khan sagor Contributor says:
    Bai amaka author kora ni new ld author kora bacban

Leave a Reply