অ্যাপ দিয়ে যেকোনো PDF ফাইলকে মার্জ বা কম্বাইন করে একটি PDF ফাইলে পরিণত করুন ।আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই ? আমি আল্লাহর রহমতে ভালো আছি । আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হল কিভাবে আপনি কয়েকটি পিডিএফ ফাইলকে মার্জ বা একসাথে করে একটি ফাইলে পরিণত করতে পারবেন । এটি আমি দেখাবো অ্যাপের মাধ্যমে । এই কাজটি আপনি খুব সাহজেই করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের পোস্ট । পোস্টটি সম্পুর্ণ পড়ার অনুরোধ রইল ।

এর জন্য আপনি আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাবেন । এখানে সার্চ বক্সে লিখবেন combine pdf এটা লিখে সার্চ করলে যে রেজাল্ট আসবে সেখান থেকে অ্যাপটি ইনস্টল করবেন ।

অ্যাপটি ইনস্টল হয়ে গেল ওপেন করবেন

ওপেন করলে দেখতে পারবেন যে এখানে একটি লেখা আছে select PDF এই লেখাটিতে আপনাকে ক্লিক করতে হবে

এখানে পারমিশন চাইলে allow এ ক্লিক করবেন

এরপর আপনার ফোনে যতগুলো পিডিএফ ফাইল আছে সেগুলো দেখাবে

আপনার যেগুলো দরকার সেগুলো সিলেক্ট করবেন । সেলেক্ট করে নিচে থাকা done ক্লিক করবেন । এখানে যদি আপনি অনলাইনে থাকেন তাহলে আপনাকে এড শো করবে আর যদি অফলাইনে থাকেন তাহলে এড শো করবে না

এরপর এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন

টিক চিহ্নতে ক্লিক করলে এখানে আপনাকে একটি নাম দিতে বলবে । আমি এখানে trickbd.com দিয়েছি । আপনি চাইলে আপনার মতো নাম দিতে পারেন

নাম সিলেক্ট করে ওকে তে ক্লিক করবেন ।

ব্যাস কাজ শেষ আপনার পিডিএফ ফাইলগুলো একটি পিডিএফ ফাইল হয়ে গেছে ।

পোস্টটি বুঝতে কোন প্রকার অসুবিধে হলে আমার ভিডিওটি দেখতে পারেন আমার ভিডিওটি দেখার জন্য এখানে ক্লিক করুন

আমার চ্যানেলে পাবেন আপনি এরকম অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন প্রকার টিপস এন্ড ট্রিকস্ তো আপনি চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন । আমার চ্যানেলে যেতে  ক্লিক করুন 

এতক্ষণ ধৈর্য সহকারে পড়ার জন্য ধন্যবাদ ।

পোস্টটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন ।

আমার আরো পোষ্ট দেখতে ক্লিক এখানে

ট্রিকবিডি এর সাথেই থাকুন । ধন্যবাদ ।

4 thoughts on "অ্যাপ দিয়ে যেকোনো PDF ফাইলকে মার্জ বা কম্বাইন করে একটি PDF ফাইলে পরিণত করুন"

  1. Maestro Contributor says:
    Sundor app review Bro
    1. BD TECH Author Post Creator says:
      Thanks
  2. স্বপ্ন Author says:
    সুন্দর পোস্ট ?

Leave a Reply