মেমোরিকার্ড বা হার্ডডিস্ক থেকে কোন ডাটা ডিলেট হয়ে গেলে তা রিকভার করার জন্য সাধারনত যে উইন্ডোজ সফটওয়্যার ব্যবহার করা হয়, তা দিয়ে এন্ড্রয়েড ফোনের ডাটা রিকভার করা যায় না। অর্থাৎ এন্ড্রয়েড ফোনের ইন্টারনাল মেমোরি থেকে সাধারন সফটওয়্যার দিয়ে হারিয়ে যাওয়া ডাটা রিকভার করা সম্ভব নয়। তার কারণ একটাই তা হলো সাধারনত ব্যবহার করা সফটওয়্যার গুলো ফোন মেমোরিতে এক্সেস করতে পারেনা। যার ফলে এন্ড্রয়েড ফোনের হারিয়ে যাওয়া ডাটা রিকভার করার জন্য ”এন্ড্রয়েড রিকভারি” সফটওয়্যার গুলো ব্যবহার করতে হয়।
তবে চলুন জেনে নেয় কিভাবে এন্ড্রয়েড রিকভারি সফটওয়্যার দিয়ে আপনার ফোনের ডাটা ফিরে পাবেন
এন্ড্রয়েড ফোনের হারিয়ে যাওয়া ডাটা রিকভার করার জন্য প্রথমে আমাদের Tenorshare এর Android Data Recovery সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
OR
যেভাবে রেজিষ্ট্রেশন করবেন
Android Data Recovery রেজিষ্ট্রেশন করার জন্য প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করে ওপেন করুন।
উপরের চিহ্নিত জায়গায় ক্লিক করলে Register নামে একটি অপশন পাবেন তাতে ক্লিক করলে সফটওয়্যারটি রেজিষ্ট্রেশন করার জন্য ইমেল ও কি চাইবে। এখন আপনি আপনার কি-জেন ফাইলিটি ওপেন করলে ইমেল এবং কি পাবেন তা কপিপেস্ট করে রেজিষ্ট্রেশন করুন।
সফটওয়্যার রেজিষ্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে ডাটা কেবল দিয়ে আপনার ফোনটি পিসির সাথে কানেক্ট করুন। পূর্বের ছবিতে হয়তো লক্ষ করেছেন যে সফটওয়্যারটি ওপেন করার পর লিখা দেখাচ্ছে Connect Your Device to PC, অর্থাৎ আপনার মোবাইলটি কানেক্ট করার পরই আপনি পরের অপশন গুলো দেখতে পাবেন।
তো দেরি না করে আপনার মোবাইলটি কানেক্ট করুন। ফোন কানেক্ট করার পর আপনি নিচের ছবির মতো অপশন দেখতে পাবেন। এর জন্য ফোনে কোন পারমিশন চাইলে তা দিয়ে দিন।
এই কাজের জনয Developer Option টি Enable রাখতে হবে
NOW ANDROID PHONE USER :
Android User রা Dumpster Apps টির নামা শুনেছেন হয়ত । এই Apps টি আপনার Phone এ Install করা থাকলে আপনার জদি কন ডাটা ডিলিট হয়ে জায় তাহলে এই আপ্পস থেকে তা আবার রিকভার করতে পারবেন । কিন্তু এই আপ্স এর প্রিমিয়াম ভারশন টি প্লে স্টোরে ফ্রী তে পাবেন না । আমি নিছে এই অ্যাপ টির প্রিমিয়াম ভারশন টি দিয়ে দিলাম । লাগলে নামিয়ে নিন।
চলুন এই অ্যাপ টির কিছু স্ক্রীনশট দেখে নেই। খেয়াল করে দেখেন প্রিমিয়াম দেখাচ্ছে। আর আমার ফোন এর ডেলেট হয়ে জাওয়া ফাইল গুলা অ দেখাচ্ছে।
আমার নোট ৭ প্রো ডিভাইস এর এমএক্স প্লেয়ার থেকে ভিডিওডার নামের একটি ফোল্ডার থেকে প্রায় ১০ জিবি এর মতো শুধু ভিডিও ই ডিলেট অয়ে গেছে গা ? ভুলে মার্ক করতে গিয়ে ডিলেট অইছে ।
দয়াকরে দ্রুত শেয়ার কোইরেন?
লিংক এ বহুত ঝামেলা ?
আই এম নট রোবোট ২ মিনিট ঝামেলা করাইছে তাও কাজ করে নাই ?
কোনো যেই সমস্ত ফাইলস আছে শুধু সেইগুলাই শো করে।