Truecaller ইন্সটল না করেই যেকোনো নাম্বারের ইমেইল, ফেইসবুক একাউন্ট সহ সকল তথ্য দেখুন।

এই ট্রিকস এর জন্য আপনাকে ট্রুকলার ইন্সটল করার কোনো দরকার নেই। Truecaller ইন্সটল করা ছাড়াই তাদের ডাটাবেইজ এ থাকা কোনো নাম্বারের সকল ইনফরমেশন দেখতে পারবেন।

এর জন্য আমরা একটি টেলিগ্রাম বট ব্যবহার করব। তাই আপনি প্রথমে প্লেস্টোর থেকে Telegram ইইন্সটল করে Truecaller Bot এ প্রবেশ করুন।

এবার আপনার সামনে Start লেখা আসবে। যেহেতু আমি আগেও ব্যবহার করেছি এই বটটি, তাই আমার সামনে Restart আসছে।

এবার আমার একটি নাম্বার দিলাম, এই নাম্বার Truecaller এ যেই নাম দিয়ে সেইভ সেটি উপরে দেখাচ্ছে। যেহেতু এই নাম্বারে আমার কোনো সোশাল একাউন্ট নাই। তাই সেগুলো দেখাচ্ছে না।

দেখুন এবার অন্য একটি নাম্বার দিলাম, সাথে সাথে সেই নাম্বারের মেইল চলে আসল।

যদি আপনি যেই নাম্বার দিবেন সেই নাম্বারে কোনো ফেইসবুক থাকে সেটিও চলে আসবে।

তাই এখন কারো নাম দেখার জন্য আর Truecaller ইন্সটল করার কোনো দরকার নেই।

টেকপ্রিয় এর সোজন্যে

18 thoughts on "Truecaller ইন্সটল না করেই যেকোনো নাম্বারের ইমেইল, ফেইসবুক একাউন্ট সহ সকল তথ্য দেখুন।"

  1. Gk+Jahid Contributor says:
    Not working i am tried many times. Its Doesn’t work.
    1. Zox Loop Author Post Creator says:
      Truecaller Bot লিখে search korlei paben.
  2. Loading Contributor says:
    @RespawnRobot

    Bot tar nam

    Invalid phone number dekai?

    1. likhon Author says:
      +88 তারপর নম্বর দেন country code ছাড়া কাজ করবে না।
      আমার ঠিক মত কাজ করছে AUTHOR কে ধন্যবাদ। এত সুন্দর BOT এর সাথে পরিচয় করে দেওয়ার জন্যে।
  3. Salim07 Contributor says:
    কাজ করছে? কিন্তু প্রতিদিন লিমিট ৫ টা নাম্বার। আর নাম্বার দিয়ে ফেবু একাউন্ট থাকলে ও none দেখায়
    1. (Mr. Merciless) Contributor says:
      নিজের নাম্বার দিয়ে সাইন ইন করেন মিঞা, তাহলে আর লিমিট থাকবে না।
    2. likhon Author says:
      ভাই এইটা আসলে এমন ভাবে কাজ করে…
      আপনি যখন truecaller অ্যাপস টা ডাউনলোড করেন তখন true caller আপনার ফোনে এর সকল contacts দেখার পারমিশন নিয়ে সেটা তাদের সার্ভার এ আপলোড করে দেই। আপনি যদি কারোর নম্বর save করার সময় তার ফেসবুক আইডি লিংক দেন তাহলে সেটা কেও search করলে পেয়ে যাবে
  4. S Contributor says:
    Good post
  5. Sadaq Contributor says:
    সুন্দর জিনিস শেয়ার করলেন। তবে বটের লিনক বা আইডিটাও সাথে দিলে সহজে খুজে পাওয়া যেত। সার্চ দিলে অনেকসময় সঠিকটা খুজে পাওয়া যায় না। এটা সম্ভবত @RespawnRobot
  6. Murad Hasan 55 Contributor says:
    অনেকেই একটা সমস্যার মুখোমুখি হচ্ছে যে, ফেসবুক একাউন্ট থাকার পরও তথ্য দেখাচ্ছে নাহ।এরা আসলে ট্রু কলার ডেটা বেজ এর মধ্যে যে নাম্বার গুলা আছে শুধু সেগুলোই দেখাবে। অর্থাৎ আপনার দেয়া নাম্বার যদি ট্রু কলার কখনো ব্যবহার না করে তাহলে তার তথ্য দেখাবে নাহ। তাই অযথা সময় নষ্ট করবেন নাহ।
  7. Tony Contributor says:
    পাচ্ছি না। লিংকটা দিলে উপকৃত হতাম
  8. Jamil Contributor says:
    Bhai ei number e Jodi fb na takhe ….?… otherwise Ami ki name dekhte parbo ?
  9. Prince Contributor says:
    Bot not working
    1. Zox Loop Author Post Creator says:
      bot closed

Leave a Reply