আসসালামু আলাইকুম বন্ধুরা,আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছে।আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কেবল ছাড়া ডাটা ট্রান্সফার করা যায়।
যা যা লাগবে:
১)দুইটি ডিভাইস ওয়াইফাই কানেক্টেড
২) দুইটি ডিভাইস একই ওয়াইফাই আন্ডারে থাকতে হবে
৩) অ্যান্ড্রয়েড এর জন্য লাগবে একটি অ্যাপস
৪) কম্পিউটার এর জন্য লাগবে একটি ব্রাউজার
প্রথমে আপনি আপনার মোবাইল প্লেস্টোর চলে যাবেন গিয়ে সার্চ করবেন. Wifi file transfer লিখে সার্চ করলে নিচের মতো দেখতে পাবেন
APP DOWNLOAD
দুই নাম্বার অ্যাপস টি ডাউলোড করবেন তারপর ওপেন করবেন তারপর এই রকম ইন্টারফেস দেখতে পাবেন
এখন Start বাটনে ক্লিক করেন তারপর নিচের মতো দেখতে পাবেন
এখানে একটি আইপিটি দেখতে পাচ্ছে।
এবার আপনি আপনার কম্পিউটারে চলে যাবেন আপনি আপনার পছন্দের ব্রাউজার সিলেক্ট করে সার্চ গিয়ে ওই আইপি টি লিখেন নিচের মতো করে
এখন Enter এ ক্লিক করেন নিচের মতো দেখতে পাবেন
এখানে আমার ফোন মেমোরি সো করছে এখান থেকে Sdcad ও যাওয়া যায় আমি আমার ফোন থেকে একটা ফাইল ডাউলোড করবো নিচের মতো
এখন দেখেন কত স্পিড এ ডাউলোড হয়
এই ভাবে আপনি আপনার মোবাইল থেকে খুব সহজে ডাটা ট্রান্সফার করতে পারবেন।
ধন্যবাদ সবাইকে।
আমার লেখায় কোন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এইটা আমার প্রথম Post Trickbd তে
2 thoughts on "কেবল ছাড়া কিভাবে ডাটা ট্রান্সফার করা যায়"