আপনার আশেপাশে কেউ যদি ফোনের ডায়াল প্যাড এ কিছু টাইপ করে,তবে আপনি সেটি না তাকিয়ে দেখতে পারবেন একটি অ্যাপস এর মাধ্যমে।

আজ যে অ্যাপস নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে DTMF। আপনার আশেপাশে কেউ যদি তার ফোনের ডায়াল প্যাডে কিছু টাইপ করে তবে আপনি সেটির সাউন্ড শুনেই আপনার ফোনে দেখতে পারবেন সে কি টাইপ করতেছে।

অ্যাপটি আপনার ফোনের মাইক্রোফোন এর সাহায্যে কাজ করবে।অন্য ফোনের যে ডায়াল প্যাডের সাউন্ড আসবে,সেটি থেকে আউটপুট দিবে।আপনি লক্ষ্য করলে দেখবেন,একেক সংখ্যা ক্লিক করলে শব্দ একেকরকম আসে।

সিম অপারেটর কোম্পানিকে কল দিয়ে যদি কোনো সার্ভিস এক্টিভেট করতে চান,তবে কিন্তু তারা বলে … করতে ১ চাপুন। …. করতে ২ চাপুন।ওরা এই সিস্টেমেই বুঝতে পারে যে আপনি ঠিক কি চেপেছেন।

বিশেষ দ্রষ্টব্য : এটি তখনই কাজ করবে।যদি উক্ত ব্যক্তির ফোনের সাউন্ড আপনার ফোনের মাইক্রোফোন অব্দি পৌঁছায়।অর্থাৎ উক্ত ব্যক্তির ফোনের ডায়াল প্যাডের সাউন্ড যদি সাইলেন্ট করে দেয়া থাকে তবে এটা কাজ করবে না।

প্রথমে আপনার দরকার হবে DTMF অ্যাপটি। ডাউনলোড করে নিন গুগল ড্রাইভপ্লে স্টোর

তারপর অ্যাপটি ইনস্টল করে ওপেন করুন।

এখন স্টোরেজ পারমিশন চাইবে,allow করে দিবেন।

আবারো মাইক্রোফোন পারমিশন চাইবে,allow করে দিবেন।

তারপর উপরে বাম দিকে Receive এ ক্লিক করবেন।

তারপর আপনার অন্য একটি ফোন থেকে ডায়াল প্যাডে গিয়ে যেকোনো সংখ্যা টাইপ করুন।(1,2,3,4,5,6,7,8,9,0,*,#)
তারপর দেখুন এখানে ফাঁকা বক্সে শো করবে নম্বর টা।

প্রমাণ দেখুন,আমার অন্য ফোনে এগুলো ক্লিক করেছিলাম।

অ্যাপ কাজ করে না এমন কমেন্ট করার আগে একবার ট্রাই করে দেখবেন।


 

 


 

আজকের মত এত টুকুই।আগামীতে আরো ভালো টিউন নিয়ে আসার চেষ্টা করবো।ভুল – ত্রুটি ধরিয়ে দিতে ভুলবেন না।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

 


8 thoughts on "আপনার ফোনেই দেখে নিন আপনার পাশের মানুষজন তাদের ফোনের ডায়াল প্যাডে কি টাইপ করতেছে।"

  1. A M Contributor says:
    কি কাজে লাগবে সেটা বলে দিলে ভালো হতো, আমি কোনো উপকার খুজে পাচ্ছি না ?
    1. Levi Author Post Creator says:
      খুঁজলে ছাই থেকেও অনেক কিছু পাওয়া যায়।
  2. Kamrul Contributor says:
    Sms type kora dakha jabd ? I mean alphabets type korle ?
    1. Levi Author Post Creator says:
      না।
  3. H. M. Mozammal Hoque Contributor says:
    এটার তেমন উপকার নাই
    1. Levi Author Post Creator says:
      তাই নাকি?
  4. akram Author says:
    ডায়ালপেডের সাউন্ড শুনাগেলে সেটা ফোন দিয়ে নাম্বার দেখার প্রয়োজন হয়না ব্র,একটু চেস্টা করে দেখুন সেটা আপনার ব্রেইন নিজেই করতে পারবে।
    1. Levi Author Post Creator says:
      ??

Leave a Reply