আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালোই থাকে। আজ আমি জানি জন্য নতুন একটি ট্রিক নিয়ে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক।

আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যাবহার করি তারা সকলেই অ্যাডস এর সাথে পরিচিত। অনেক সময় আমাদের এমন সব ওয়েবসাইটে ভিজিট করতে হয় যেটা অ্যাডে পূর্ন। ঠিকমত ব্রাউজই করা যায়না। এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে নিয়ে যায়। যা খুবই বিরক্তিকর।

অনেকে এই অ্যাডের ঝামেলা থেকে বঁাচতে বিভিন্ন অ্যাড ব্লকার অ্যাপ যেমন Adguard, Brave Browser ইত্যাদি ব্যবহার করে থাকে। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি ট্রিক শেখাবো যেটা করে আপনি কোন অ্যাপ ছাড়াই অ্যাড ব্লক করতে পারবেন।
তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

১। ট্রিকটি প্রয়োগ করতে প্রথমে চলে যেতে হবে ফোনের সেটিংস অপশনে

২। এরপর সেটিংস এ সবার প্রথমে থাকা “Network & internet” অপশনটি ওপেন করতে হবে।
৩। Network & internet অপশনটির ভিতরে সবার নিচে দেখবেন পারবেন “Private DNS” নামে একটা অপশন রয়েছে। এটা ওপেন করুন।


৪। Private DNS অপশনের ভিতরে দেখতে পাবেন ৩ টি অপশন রয়েছে।

৫। প্রথম অবস্থায় এটি Off বা Automatic এ সিলেক্ট করা থাকে। কিন্তু এড ব্লক করার জন্য এখান থেকে আপনাকে Private DNS provider hostname অপশনটি চালু করতে হবে। এটাতে ক্লিক করে নিচের খালি বক্সে লিখুন dns.adguard.com এরপর Save করে দিন

ব্যস কাজ শেষ। এখন যেকোন ব্রাউজার ব্যবহার করে কোন ওয়েবসাইটে ভিজিট করে দেখুন। কোন অ্যাড আসবেনা।

27 thoughts on "কোন অ্যাপ ছাড়াই ব্লক করুন অ্যান্ড্রয়েড ফোনের সকল অ্যাডস!"

  1. Avatar photo Nishat Contributor says:
    phone e dns mode nai.. tara ki korbo?
    1. Avatar photo BIPLOB Contributor says:
      Next Dns Vpn use koren….
    2. Avatar photo SOJIB MiA Contributor says:
      Hoy na Ami check ✔️ korchi….imo te
    3. Avatar photo Md. Siyam Hossen Contributor Post Creator says:
      Adguard app use koren
    4. Avatar photo Md. Siyam Hossen Contributor Post Creator says:
      Adguard App use koren
      .
    5. Avatar photo Nishat Contributor says:
      Thik ase try kore dekhi..
  2. ℳ? ℛ???? ℳ?? Subscriber says:
    কাষ্টম DNS ব্যবহারের ফলে আপনি ফ্রিতে ফেসবুক বা অন্যন্য কিছু ফ্রিতে ইউজ করতে পারবেন না।
    টফি প্যাক দিয়ে টফি দেখতে পারবেন না।
    my bl বা my gp এমন কোনো অ্যাপে এমবি ছাড়া ডুকতে পারবেন না।
    মুল কথা হচ্ছে এমবি ছাড়া ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না।
    1. Prince tanvir Contributor says:
      Tahole?
    2. Avatar photo Md. Siyam Hossen Contributor Post Creator says:
      Free fb te to ar ad asena. Tai fb use korar somoy ei custom dns off rakhle problem nai
  3. Avatar photo sagor Contributor says:
    Khab valo.
  4. Avatar photo ES Sajib Contributor says:
    Super …….
  5. Avatar photo Sajedur0 Contributor says:
    YouTube theke o ads block hobe?
    1. Avatar photo Sajedur0 Contributor says:
      @Sakibur Rahman Sudu Chrome e?
  6. Avatar photo Roksana Ovi Author says:
    It’s working thanks bro
  7. Avatar photo Hm Shaha alom Contributor says:
    imo aps er add off hbe?
  8. Avatar photo Fazle Rabby Contributor says:
    Facebook apps a tao ads ashe ?
  9. Avatar photo Sarwar Contributor says:
    Apni ki trickbd bondho korte can?
    Post ti amne vlo hoiyece.
  10. Avatar photo Tony Contributor says:
    Amartay inbuild adguard dns ase…
  11. Avatar photo Anmon_shiraj Contributor says:
    এইসব ফালতু জিনিস দিবেন না
    যেসব কার্যকরণ সেগুলান দিবেন

Leave a Reply