আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। এই পোস্টটিতে আমি কথা বলবো Telegram Themes নিয়ে। একটি পোস্টে সব কিছু বলে দেওয়ার চেষ্টা করবো।

পূর্বে আমি Telegram Themes এর জন্য কিছু Channel দিয়েছিলাম যেগুলো আর কাজ করে না। তাই ভাবলাম আপনারা নিজেরাই কিভাবে টেলিগ্রাম থিম বানাবেন সেটার উপায় বলে দিই। কিংবা আপনারা যদি অলস প্রকৃতির মানুষ হোন আর সবকিছু Ready made চান তবেও আপনাদের সমস্যার সমাধান আমি দিয়ে দিবো।

এবার আসি মূল টপিকে। Telegram Themes Design করা প্রকৃতপক্ষে কঠিন কিছুই না। যে কেউ পারবেন যদি একটু মেধা খাটাতে পারেন।
প্রথমেই আমি আপনাদের বলবো কিভাবে আপনারা আপনাদের নিজেদের Theme Design করতে পারবেন।

১)প্রথমে Telegram App টি Open করুন।

২) এরপর Settings এ যান।

৩) এরপর Chat Settings এ যান।

৪) এরপর নিচে Scroll করুন আর Browse Themes এ যান।

৫) এরপর একেবারে নিচের দিকে স্ক্রল করুন। আপনারা Create News Theme এর Option পাবেন। সেটায় ক্লিক করুন।

৬) এরপর আপনি যে নামে Theme এর File টি তৈরি করবেন সে নামিটি দিন।

৭) এরপর আপনি আপনার স্ক্রিনের উপর দিকে দেখতে পাবেন একটি নতুন Icon যুক্ত হয়েছে Paint Brush এর। সেটিতে ক্লিক করুন।

৮) এটায় ক্লিক করার সাথে সাথে আপনি Telegram এর সম্পূর্ণ Ui এর Customization এর Setting টি পাবেন। এখন আপনি প্রত্যেকটি Setting এ গিয়ে আপনার ইচ্ছামতো Colour Design করুন। Action bar থেকে শুরু করে Bubble, Reply Message Text, Background ইত্যাদি সবকিছুই আপনি নিজের ইচ্ছামতো Customize করতে পারবেন। সবগুলো এক এক করে চেঞ্জ করে দেখতে পারবেন যে কোনটা কেমন দেখায়।

এভাবেই আপনি আপনার ইচ্ছামতো Themes Design করতে পারবেন।

এবার আসি ২য় পদ্ধতিতে যেখানে আপনি প্রচুর Telegram Themes পেয়ে যাবেন Download করার মতো আর সেগুলো চাইলে Set ও করতে পারবেন।

এরজন্য আপনার প্রয়োজন পড়বে দুটি App এর।

?1) App Name : Themes For Telegram

?1) App Link : Playstore

https://play.google.com/store/apps/details?id=es.rafalense.telegram.themes

                   ………………………………………………..

?2) App Name : Themes For Telegram

?2) Link : Playstore

https://play.google.com/store/apps/details?id=com.onlineceo.tgthemestore

চিন্তা করবেন না। দুটি App ই আলাদা। নাম একই হলেও দুটি App ই একদম আলাদা। তবে তাদের কাজ একই।

এই দুটি App এই আপনারা প্রচুর Telegram Themes পাবেন।
তবে App গুলোতে Ads আছে। তাই একটু সমস্যা ফেস করতে হবে। আমি এগুলোর একটারও ads free Mod version পাইনি। তাই দূঃখিত। তবে এখানে কিছু কথা বলে নিই। না হলে পরে আপনারা আমাকে কমেন্টে এসে আবার কথা বলবেন।

১নং যে App টা এখানে আপনারা Direct Telegram Themes গুলো Apply করতে পারবেন না। তবে আপনি সেগুলো Download করে রাখতে পারবেন।

কিন্তু Download করে রেখে লাভ কি?
যদি Apply ই না করতে পারি।

কি? এমনটাই প্রশ্ন মাথায় জাগছে। তাই না?

এরও সমাধান আছে। আপনি যে ফাইলটি Download করেছেন সেটি কাউকে Send করুন। আপনি Saved messages এ send করতে পারেন অথবা নিজের আলাদা account খুলে সেটাতেও send করতে পারেন। কয়েক kb মাত্র। তাই ডেটা ইউজাররা ঘাবড়াবেন না। File টি send করার পর আপনি Telegram থেকেই সে File টির উপর Click করবেন এবং আপনাকে সাথে সাথে সে Theme টির Preview তে নিয়ে যাবে। আর সেখান থেকেই Theme টি Apply করতে পারবেন।

তো এত সমস্যার কি দরকার? এত কিছু করার কি আদৌ কোনো প্রয়োজন আছে?
জি আছে। এই ১ম App টি ২য় টির থেকে বেশি ডাউনলোড হওয়া App. ১০ লক্ষাধিক বার ডাউনলোড হয়েছে। আর এর রেটিং Playstore এ 5 এ 4.8 star। যা খুবই Rare case এ দেখা যায়। আপনি নিজেই Review গুলো দেখতে পারেন। Playstore এর কথা বাদ দিই। App টিতে প্রত্যেকটা Theme অসাধারন। চোখ ধাধানো এক এক টা Theme আপনাকে মুগ্ধ করবেই। এছাড়াও Anime lover, Movie lover (specially marvel movie lovers), Meme lover দের জন্যে Special কিছু আছে যা আপনারা নিজেরাই চেক করলে বুঝতে পারবেন।

নিচে কিছু স্ক্রিনশটস দিয়ে দিচ্ছি আপনি নিজেই দেখে নিন আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি।

এবার আসি ২য় App টার কথায়। এই App টিতে এত ঝামেলা পোহাতে হবে না আপনার। আপনি এই App এর যেকোনো একটি Theme এ ঢুকুন এবং সেটায় ঢোকার পরই আপনি নিচে Apply button টি দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন আর সাথে সাথে আপনাকে Telegram এ নিয়ে যাবে আর Theme টি আপনি খুব সহজেই Apply করতে পারবেন।

উদাহারনস্বরুপ কিছু স্ক্রিনশটসঃ

অবশেষে বলবো, যদি আপনার এই পোস্টটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরের পোস্টটি কি নিয়ে করা যায় এটার সাজেশনও দিতে পারেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্টের কোনো প্রয়োজন নেই। কারন এটা তাদেরই কাজে লাগবে যারা এ সম্পর্কে জানে না। সবাই সবকিছু জানে না। আপনিও একটা সময় কিছুই জানতেন না। কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও থেকে আপনিও শিখেছেন। তাই যে শিখাচ্ছে তাকে একটু Appreciate করুন। কারন পোস্ট লিখতে সময় লাগে আর হাত ব্যথাও করে প্রচুর। তবুও আমি যা জানি তা একটু হলেও যারা এ বিষয়ে জানে না তাদেরকে জানাতে চাই। কেউ যখন বলে সে নতুন কিছু একটা শিখতে পেরেছে আমার থেকে তখন আমার খুবই ভালো লাগে। হয়তোবা আমি অন্যদের মতো মহান নই  বা বড় বড় কোনো টপিল নিয়ে লিখতে পারি না। তবুও আমি আমার নিজের Experience থেকে যা যা শিখেছি বা শিখছি সেসবই শেয়ার করতে চাই।
ইনশাল্লাহ দেখা হবে পরের পোস্টে।
ধন্যবাদ এতক্ষন মনোযোগ দিয়ে পোস্টটি পড়ার জন্য।

ট্রিকবিডির সাথেই থাকুন।

This is 4HS4N
Logging Out….

4 thoughts on "Telegram এ Themes কিভাবে পাল্টাবেন? কিংবা আপনি নিজে নিজেই কিভাবে Telegram Themes তৈরি করবেন?"

  1. ↗TOUHID SARKER↖ Contributor says:
    Good post . Kinto ratting 4.8? na 3.9
    1. 4HS4N Author Post Creator says:
      1 million+ jetar download oitar rating 4.8 star
  2. ↗TOUHID SARKER↖ Contributor says:
    Hmm oita 3.9 dakhaise

Leave a Reply