আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমরা প্রায় সবাই এন্ড্রয়েড ফোন ব্যবহার করি। এই এন্ড্রয়েড ফোনের RAM এবং ROM দুটোই দরকারি।

অনেক সময় দেয়া যায় যে আমার মতো যাদের কম রেম ও রম এর ফোন ব্যবহার করি তখন কিছু অ্যাপের সাইজ বড় হ‌ওয়ার কারণে ইন্টারনাল স্টোরেজ মানে রম এর জায়গা কম হ‌ওয়ার কারণে ঠিকমতো সেই অ্যাপ ব্যবহার করতে পারি না।

এর বিকল্প হিসেবে আপনি চাইলে আপনার মেমোরি কার্ড (SD Card) কেই রম হিসেবে ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো প্রকার অ্যাপস ইন্সটল করতে হবে না। আপনার ফোনেই এই ব্যবস্থা আছে।

এমনিতেই তো কোনো অ্যাপস/গেমস ইন্সটল করার আগে যতখানি সাইজ দেখি ইন্সটল করার পর সেটার সাইজ দ্বিগুণ হয়ে যায় App Data/User Data, App Cache এর কারণে। তার ওপর যদি আগে থেকেই আপনার রম কম হয় তাহলেই হয়েছে। ফোন স্লো হ‌ওয়া শুরু।

মনে করুন, আপনি একটা গেম ইন্সটল করলেন যেটার সাইজ আগে ছিলো ৩৫০ এমবি, এখন ইনস্টল করার পর দেখলেন ঐ গেমের সাইজ দ্বিগুণ হয়ে ৬০০ এমবি হয়ে গেছে। মানে আপনার ফোন মেমোরি থেকে ৬০০ এমবি জায়গা দখল করেছে ঐ গেম।

কিন্তু যদি ঐ ৬০০ এমবি আপনার ফোন মেমোরির জায়গার বদলে আপনার মেমোরি কার্ডের জায়গা ব্যবহার করে তখন নিশ্চয়ই আপনার কোনো সমস্যা হ‌ওয়ার কথা না।

তবে একটা কথা বলে রাখি আপনি এই পদ্ধতিতে সরাসরি কোনো অ্যাপ বা গেমকে মেমোরি কার্ডে ইন্সটল করতে পারবেন না। আগে আপনাকে সেই অ্যাপ বা গেম ফোন মেমোরিতে ইন্সটল করতে হবে, তারপর সেটা মেমোরি কার্ডে মুভ বা সরাতে পারবেন। এতে করে আপনি যে অ্যাপকে মেমোরি কার্ডে মুভ করবেন সেটা আপনার ফোন মেমোরির জায়গা দখল করতে পারবে না, বরং আপনার মেমোরি কার্ডের জায়গা ব্যবহার করবে।

যেহেতু আগেই বলেছি যে, এরজন্য আপনার কোনো প্রকার অ্যাপ ইন্সটল করার দরকার হবে না, তাই এটি আরো ভালো ভাবে করবে। এবং আপনাকে বেশি ঝামেলা করতে হবে না।

আমার‌ও লো স্টোরেজ ডিভাইস। 1/8 GB(929mb/5GB) ? এত কম রেম ও রম নিয়ে বড় অ্যাপ ব্যবহার করা, বড় গেম খেলা যে কি ঝামেলা সেটা আমি জানি। তবে অ্যাপস, গেমস মেমোরি কার্ডে মুভ করে এখন ভালোভাবেই ব্যবহার করতে পারছি। ??

যদি আপনার‌ও রেম ও রম কম হয় এবং আপনি যদি চান যে অ্যাপস আপনার ফোন মেমোরির পরিবর্তে মেমোরি কার্ডের জায়গায় চলুক তাহলে এই পোষ্ট আপনার জন্য।

এবার দেখুন কিভাবে মেমোরি কার্ডে মুভ করবেন।

সবার প্রথমে আপনাকে আপনার ফোনের Settings এ গিয়ে প্রথমবারের মতো এই অপশন চালু করতে হবে, পরেরবার আপনি সরাসরি মেমোরি কার্ডে মুভ করতে পারবেন।

এরপর System এ ক্লিক করুন।

এখন আপনি Developer options এ ক্লিক করুন।

এবার Developer options এর একদম নিচে এসে দেখুন Force allow apps on external নামে একটা অপশন, এটা অন করলেই আপনার মেমোরি কার্ডে মুভ করার সুবিধা চালু হয়ে যাবে।

এখন আপনি সেটিংস থেকে বেরিয়ে এসে আপনার ফোন একবার Restart বা Reboot করে যে অ্যাপ বা গেমকে মেমোরি কার্ডে মুভ করতে চান সেই অ্যাপের আইকনে ততক্ষন পর্যন্ত টাচ করে ধরে রাখুন যতক্ষণ পর্যন্ত App info লেখা না আসে। তার এই App info তে ক্লিক করুন।

এরপর সেই অ্যাপের Storage এ ক্লিক করুন।

দেখুন সেখানে CHANGE নামে এটা নতুন অপশন চালু হয়েছে, সেটাতে ক্লিক করুন।

তারপর SD Card এ ক্লিক করুন।

তারপর MOVE নামে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করুন।

এবার দেখতে পাবেন Moving লেখা উঠে 10% দেখাচ্ছে কিন্তু এই 10% এর উপরে আর উঠবে না তবে চিন্তার কোনো কারণ নেই, এটা এমনি দেখাবে কিন্তু মুভ হবেই।

ব্যাস আপনার কাজ শেষ। এবার দেখুন আপনার অ্যাপ মেমোরি কার্ডে মুভ হয়ে গেছে। এখন আপনি চাইলে এভাবে আপনার দরকার অনুযায়ী অ্যাপস মেমোরি কার্ডে মুভ করতে পারবেন। তবে পরেরবার আর আপনাকে Settings এ গিয়ে Developer options এ যেতে হবে না। সরাসরি যে অ্যাপ মেমোরি কার্ডে মুভ করতে চান সেটার App info তে গিয়ে যেভাবে দেখালাম সেভাবে মুভ করুন।

আশা করছি আমার এই পোষ্ট আপনাদের একটু হলেও উপকারে আসবে। ভালো লাগুক বা খারাপ লাগুক দয়া করে জানাবেন। আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন, নিয়মিত ট্রিকবিডি ভিজিট করুন, ধন্যবাদ।

কোনো দরকার হলে আমার ফেসবুক আইডি: Facebook ID

45 thoughts on "কোনো প্রকার অ্যাপস ছাড়াই মেমোরি কার্ড কে রম বানিয়ে ফেলুন এবং বাড়ান আপনার ফোনের রম। ফোন রুটের দরকার নেই।(বিস্তারিত পোষ্টে)"

    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      Thanks ?
  1. Avatar photo Sohag21 Author Post Creator says:
    Thank you ?
  2. Avatar photo mehedi.2 Contributor says:
    Shobe korchi phn off/on o bt change option asena
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      System Update kore developer options a giye dekhen. Amar android 8.1.0 go edition.
  3. Avatar photo Tech Lover Author says:
    Sob phone eita kaj kore na vai
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      Amar android version 8.1.0 go edition. Apnarta mone hoy alada, system Update kore developer options a giye dekhen.
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      Apps na vai, phone er settings a ei subidha ache.
  4. Belal777 Contributor says:
    Amr phn devloper option lage na.amni change kore move kora jay sd card a..but phn memory jagay use kore.data sd card a jay na.
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      Kintu ami jevabe dekhalam ei way te sd card er jayga use korbe, ar app data o sd card e store hobe. ?
  5. Ali Afsar Contributor says:
    Bhai sov tik ace but storage e to Change option ase na..plz help
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      Android version koto ? Oi app na hole onno app a try kore dekhen.
  6. Abedin Contributor says:
    Ata dia shudu oi game ar joto tuku data joma ase sheta sd card a jabe ..kintu amar game ar obb file to internal storage ai theke jabe
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      হ্যাঁ, এটা উপস্থিত রম হিসেবে ব্যবহার হবে, অ্যাপ ডেটা, আর অ্যাপ ক্যাচের জায়গা মেমোরি কার্ড থেকে ব্যবহৃত হবে। ওবিবি ফাইল ফোন স্টোরেজ এই থাকবে
    2. Abedin Contributor says:
      তো আর লাভ কি হলো গেইম এর obb file internal storage এ রাখার তো জায়গাই হয়না ….তার চেয়ে ভালো হয় taichi app ব্যবহার করে full app/data/obb সব sd card এ রেখে ব্যবহার করা যায়
  7. Avatar photo Nazmul Islam Author says:
    ধুর।এই সিস্টেমটা মার্শম্যালো ভারসন পর্যন্ত ছিলো।তারপর আর হবে না।বুঝছো
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      আমার Oreo ভার্শন ?
  8. BORNO Contributor says:
    Samsung Galaxy J2 তে কাজ করছে না
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      Android version ki ?
    2. BORNO Contributor says:
      5.1.1
    3. Avatar photo Sohag21 Author Post Creator says:
      Android 6 hole hoto
    4. BORNO Contributor says:
      ??
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      Thanks
  9. Avatar photo RIXBOYRINKU Contributor says:
    আমার এন্ড্রয়েড 13.0.2
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      Tahole hoyto hobe na ?
  10. Avatar photo mdmamunrahman Contributor says:
    Bhai eneke development option e ante parbe na Tai age development option anar bisoye ektu bolen
    Ami to jani
    Thanks for sharing
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      Thanks ?
  11. shamim279137 Contributor says:
    Android 11 a kaj hoy na vai
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      Ami to post a boleichi je akhonkar android version a nao hote pare.
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      Thank you ?
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      Thank you bro
  12. Avatar photo Shahriar Contributor says:
    Android 10 Go user bt kaj hossy na
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      Post agai bolechi android 9, 10, 11 a kaj nao hote pare
  13. Avatar photo MD.Masud Rana Contributor says:
    কারো কোনো বিষয়ে কোনো প্রশ্নো থাকলে আমার সাইটে গিয়া করতে পার উওর পাবেন ইনশাআল্লাহ আমার সাইটের নাম হলো https://www.bnblog.xyz/
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      ??
  14. Avatar photo Russell Contributor says:
    থ্যাঙ্ক ইউ সো মাচ, অনেক কাজের একটা পোস্ট, ভালো থাকুন ব্রো!
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      Thank you vai, avabei support korun
  15. Avatar photo Raton Contributor says:
    all ok but storage a chang option ase na al apps chk kore deksi
    device: Xiamoi Mi A2 lite
    Android 10
    phn rebot dewar por o ase na❌❌❌
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      post a bola ache asob version e nao hote pare

Leave a Reply