আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।

এই পোস্টে আমি এমন কিছু টেলিগ্রাম টিপস & ট্রিকস নিয়ে আলোচনা করবো যেগুলো সম্পর্কে হয়তোবা আপনি জানতেন না কিংবা আপনি এগুলো সম্পর্কে খুব একটা ধারনা রাখেন না।

যাই হোক, অনেকেই আবার জানতেও পারেন। তারা আবার জ্ঞান দিতে আইসেন না প্লিজ। কেননা এখানে যারা জানেন না তাদের জন্যেই পোস্ট লিখি আমি।

আপনি জেনে থাকলে তো ভালোই। আর না জেনে থাকলে এই পোস্টটি আপনার জন্যেই। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

01. YouTube এর সম্পূর্ণ Playlist Download করুন এক ক্লিকে :

Bot name : Youtube playlist downloader

Bot username : @YoutubePlaylistDLBot

আপনি কি জানেন আপনি সম্পূর্ণ YouTube এর Playlist এক ক্লিকেই একটি বটের সাহায্যে ডাউনলোড করতে পারবেন? হ্যাঁ, এটি সত্যিই সম্ভব।

এই বটটি আমি যে পরিমানে খুজেছি পরীক্ষা দেওয়ার পর প্রশ্নের উত্তরও আমি তত খুজি নাই ??। অনেক খোজাখোজির পর এই বটকে আমি পেয়েছি। হ্যাঁ, এই বটের কাজ হচ্ছে Youtube এর যেকোনো playlist কে একেবারে একসাথে ডাউনলোড করা।

তবে ছোট্ট একটি সমস্যা আছে। আর তা হচ্ছেঃ আপনি max 100 টি ভিডিও আছে এমন playlist Download করতে পারবেন। 100 টির বেশি video আছে এমন playlist ডাউনলোড করতে পারবে না এই বটটি।

বেশি মানুষ ব্যবহার করায় একটু সমস্যা হচ্ছে তাই ১০০ টির বেশি সাপোর্ট করতে পারছে না।
তবুও আমি জানি এই বট অনেক মানুষেরই কাজে লাগবে।

কাজ কিছুই না। আপনাকে শুধু /start কমান্ড দিয়ে বটকে আপনার কাংখিত playlist এর লিংকটি পাঠাতে হবে। আর বট নিজে নিজে সে playlist এ থাকা সকল ভিডিও নিজে নিজে ডাউনলোড করে আপনাকে মেসেজে পাঠিয়ে দিবে।

 

02. Audio Edit করুন আপনি যেভাবে ইচ্ছা চান :

Bot name : Audio Converter Bot

? Bot username : @AudioConverter_cbot

এই বটের সাহায্যে আপনি যেসব Audio Editor এর কাজ করতে পারবেন তা একটি সাধারন audio editor app এর মাধ্যমেও করতে পারবেন কি না সন্দেহ আছ। একেবারে Accurate Result দিবে আপনাকে সবসময়ই।

1) Audio merger – আপনি যেকোনো অডিও ফাইলকে merge করতে পারবেন।

2) Audio trimmer – আপনি যেকোনো অডিও ফাইলকে trim করতে পারবেন।

3) Audio Renamer – আপনি যেকোনো অডিও ফাইলকে rename করতে পারবেন।

4) Audio converter – আপনি যেকোনো ভিডিও ফাইলকে অডিওতে convert করতে পারবেন।

5) Audio compressor – আপনি যেকোনো অডিও ফাইলকে compress করতে পারবেন।

6) Audio and video merger – আপনি যেকোনো অডিও ফাইলকে ও ভিডিও ফাইলকে merge করতে পারবেন।

7).Audio Tag editor – অডিও এর tag edit করতে পারবেন।

8).Audio speed changer – আপনি যেকোনো অডিও ফাইলের স্পিড পাল্টাতে পারবেন।

9).Audio volume changer – আপনি যেকোনো অডিও ফাইলের volume change করতে পারবেন।

10).media info (audio bit-rate) – media info পাল্টাতে পারবেন। audio এর bit rate পাল্টাতে পারবেন।

11).video to audio converter – ভিডিওকে অডিওতে convert করতে পারবেন।

12).various audio file ( wav,flac,m4a etc) converter (8-320 kbps) – আপনি mp3 ফাইল ছাড়াও বিভিন্ন ধরনের ফাইলকে নিয়ে কাজ করতে পারবেন। যেমনঃ wav,flac,m4a ইত্যাদি।

 

03. কোরআন পড়া ও শোনা + বিভিন্ন উক্তি সম্পর্কে জানা :

Bot name : Book Quote Bot

Bot username : @BookQuoteBot

যাদের উদ্ধৃতি বা উক্তি পছন্দ তাদের জন্যে এই বটটি লিস্টে রাখলাম। এই বটের কাজ হচ্ছে বিভিন্ন বই থেকে উক্তি বের করে নিয়ে আপনাকে পাঠানো। আপনাকে প্রতিদিন এই বট বিভিন্ন বই থেকে সুন্দর সুন্দর উদ্ধৃতি পাঠাবে।

শুধু তাই নয়, সাথে কোন বই থেকে নেওয়া হয়েছে সেটিও বলে দিবে। তার সাথে বইটি কেনার লিংকসহ আপনাকে পাঠাবে। এবং এর সাথে বইটির author এর নাম তো দিবেই।

বটটির কাজ সম্পর্কে বলি।

১) আপনি চাইলে বটটিকে যেকোনো গ্রুপে Add করতে পারবেন।

২) আপনি চাইলে কারো ইনবক্সেও বটটি ব্যবহার করতে পারবেন।

৩) আপনি চাইলে /quote কমান্ডটির মাধ্যমে এখনি instant একটি quote বটের কাছ থেকে গ্রহন করতে পারবেন। শুধু একবারই না, যতবার আপনার ইচ্ছা!

৪) /naval কমান্ডের মাধ্যমে আপনি স্বাস্থ্য কিংবা সম্পদ নিয়ে quote নিতে পারবেন এই বটটির মাধ্যমে।

এছাড়াও /features কমান্ডের মাধ্যমে বটের সকল feature আপনি একসাথে পেয়ে যাবেন।

Bot name : Bismillah Bot
Bot username : @BismillahBot

মুসলিম ভাই ও বোনেদের জন্যে অনেক উপকারী একটি বট এটি।
যারা কুরআন নিয়ে গবেষনা করছেন বা করতে চান বা করতে ভালোবাসেন বা যারা কোরআনকে আরো জানতে চান ইত্যাদি তাদের জন্যে এই বটটা অবশ্যই সাজেস্টেড থাকবে।

এই বটের কাজ হচ্ছে আপনাকে কোরআনের যেকোনো সূরার যেকোনো আয়াতের অর্থ বের করে দেওয়া।

আপনাকে শুধু সূরাটি ও আয়াতের সংখ্যাটি টাইপ করে সেন্ড করতে হবে আর বট সেটি এক সেকেন্ডের মধ্যে আপনাকে সেই আয়াতের ইংরেজী অর্থটি পাঠিয়ে দিবে।

যেমনঃ আমি চাচ্ছি সূরা ফাতিহার ৩য় আয়াতের অর্থ। এক্ষেত্রে আমাকে লিখতে হবেঃ 1:3
এভাবেই আপনিও পারবেন।

Bot Name : Quran Bot
❤️ Bot username : @QuranBot

মুসলিম ভাই-বোনদের জন্যে এই বটটি আমি Recommend করবো একবার হলেও ব্যবহার করে দেখতে।
আমার দেখা সেরা বটগুলোর মধ্যে একটি।
কিভাবে ব্যবহার করতে হবে, ফিচার কি কি আছে সব বুঝিয়ে দিচ্ছি।

তার আগে বলে দেই বটটির কাজগুলো কি কি।

এই বটটির মাধ্যমে আপনারা কোরআন পড়তে ও শুনতে পারবেন।
এছাড়াও এই বটটির সাহায্যে আপনারা দুয়া ও জিয়ারত এবং রমজানের ৩০ টি রোজার দোয়াগুলোও পেয়ে যাবেন text অথবা audio যেভাবেই আপনি চান ঠিক সেভাবে।

 

বটটির ব্যবহারবিধিঃ

১) প্রথমে /start কমান্ড দিয়ে বটটি শুরু করুন।

২) এরপর আপনি যদি Quran এর সূরা শুনতে চান তবে Quran বট সিলেক্ট করুন। অথবা অন্যগুলোতে প্রবেশ করতে চাইলে সে কমান্ডটি দিন।

৩) Quran এর কমান্ডটি আমি দিলাম। এরপর আমাকে ১১৪টি সূরার যেকোনো একটি সিলেক্ট করতে বলছে। আমি যেকোনো একটি সিলেক্ট করলাম।

৪) আমি সূরা নিসা সিলেক্ট করলাম। আমাকে এই সূরার আয়াত, কতগুলো শব্দ, কতগুলো অক্ষর ইত্যাদি বলে দিবে এবং কোন ভাষায় আমি সূরাটি পড়তে বা শুনতে চাই সেটি সিলেক্ট করতে বলবে।

৫) এরপর আমি সূরাটি কিভাবে (পড়তে বা শুনতে) নিতে চাই সেটা সিলেক্ট করতে বলবে। মানে আমি সূরাটি text আকারে না audio আকারে চাই সেটি সিলেক্ট করতে হবে।

৬) আমি অডিও টাইপ সিলেক্ট করলাম আর আমাকে সাথে সাথে ১ সেকেন্ডের মধ্যে সেই অডিও ফাইলটির ডাউনলোড লিংক পাঠিয়ে দিয়েছে।

 

 

05. Tiktok থেকে যেকোনো Video Watermark ছাড়া ডাউনলোড করুন

 

এর জন্যে আপনাকে Telegram App এ ঢুকে Search Bar এ এই বটটির নাম লিখে Search করতে হবে।

? BOT NAME : TT SAVE BOT

? BOT USERNAME : @ttsavebot

২)এবার বটটিকে /Start Command দিয়ে চালু করে নিন।

৩) এরপর আপনি টিকটক থেকে সে কাংখিত ভিডিওটির লিংক কপি করুন।

৪) সেই কপিকৃত লিংকটি এই বটকে Text Message এ গিয়ে সেটি Type করে পাঠিয়ে দিন।

৫) এবার বট আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যেই ভিডিওটির Watermark ছাড়া এর Original Quality তে ডাউনলোড করার জন্যে ফাইলটি পাঠিয়ে দিবে।

 

06. Telegram এর Download/Upload Speed কিভাবে বাড়াবেন?

 

আপনারা ভালো প্রিমিয়াম ভিপিএন এর Mod Version ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আর যারা প্রাইভেসি নিয়ে চিন্তিত তাদের বলছি আপনারা চাইলে নিজেদের VPN নিজেরাই বানিয়ে ব্যবহার করতে পারবেন।

এ নিয়ে আমি একটি পোস্ট দিতে চাচ্ছিলাম কিন্তু দেখি অন্য একজন পোস্ট দিয়ে দিয়েছে। তাই তার পোস্টটা চেক করে দেখতে পারেন।

Mod Vpn যে সবসময় কাজ করবে বা সব Server ই ভালো কাজ করবে এমনটা নয়। অনেক সময় সমস্যা থাকেই। তবে আপনারা চাইলে আমি এমন ৫-১০ টা ভালো Mod vpn নিয়ে একটি পোস্ট দিতে পারি ডাউনলোড লিংক সহ।

আপনাদের উৎসাহ পেলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। আর যদি সেটা না চান তবে আপনারা নিজেরাই ভালো ভিপিএন খুজে ব্যবহার করতে পারেন। আমার কোনো সমস্যা নেই।

আমি নিজেই একটি Mod Vpn দিয়ে ৬ মাস থেকে ১ বছরের মতো চালিয়ে দিই কোনো সমস্যা ছাড়াই। কারন আমি অনেক কষ্টে খুজে সেরাটাই বের করার চেষ্টা করি। Ufo vpn নামের একটা Vpn ছিল যা আমি গত ২ বছর ব্যবহার করেছি Mod version টাই। speed যথেষ্ট ভালো ছিল ( Mobile Data তেও)। কিন্তু ঐটা আর এখন নেই তাই দূঃখিত ঐটা নিয়ে কিছু বলতে পারলাম না। এটা বলার কারন হলো সবকিছুই সারাজীবন টিকে না। সবকিছুরই শেষ আছে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া।

যাই হোক, এবার আমি ২য় পদ্ধতিতে যাই।

?(পদ্ধতি-২) Telegram Proxy :

আপনারা অনেকেই হয়তো জানেন যে Telegram এ Proxy ব্যবহার করা যায় এবং এই Proxy Telegram থেকেই ব্যবহার করা যায়। যদিও আমি এ নিয়ে এর আগে পোস্ট করেছি তবুও কয়েকটা Proxy Channel এর লিংক দিয়ে দিচ্ছি।

আপনারা সেখানে প্রচুর Proxy পাবেন। একটু Test করে দেখে নিবেন কোনটি ভালো চলে। কারন নিয়মিত Proxy Update করা হয়।

Proxy Channels :

1) https://t.me/TelMTProto

2) https://t.me/ProxyMTProto

3) https://t.me/PowerfulProxy

4) https://t.me/MTProxyStar

যারা Vpn ব্যবহার করতে চান না তারা Proxy ব্যবহার করতে পারেন। আপনি শুধু Telegram Channel এ গিয়ে যে Proxy তে আপনার ইচ্ছা সেটায় connect button এ click করে proxy টি connect করতে পারবেন।

আবার চাইলে Disconnect ও করতে পারবেন। এর জন্যে আপনি Telegram App এর Homepage এ যাবেন। আর উপর দিকে Shield এর মতো icon দেখতে পাবেন। ঐটাতে ক্লিক করলেই disable করার option পেয়ে যাবেন।

এই দুটি পদ্ধতিই আমার কাছে বেশ কাজের লেগেছে আর আমি এই দুটি পদ্ধতিই বেশি ব্যবহার করি।

 

07. Telegram এ Themes কিভাবে পাল্টাবেন? কিংবা আপনি নিজে নিজেই কিভাবে Telegram Themes তৈরি করবেন?

 

পূর্বে আমি Telegram Themes এর জন্য কিছু Channel দিয়েছিলাম যেগুলো আর কাজ করে না। তাই ভাবলাম আপনারা নিজেরাই কিভাবে টেলিগ্রাম থিম বানাবেন সেটার উপায় বলে দিই।

কিংবা আপনারা যদি অলস প্রকৃতির মানুষ হোন আর সবকিছু Ready made চান তবেও আপনাদের সমস্যার সমাধান আমি দিয়ে দিবো।

এবার আসি মূল টপিকে। Telegram Themes Design করা প্রকৃতপক্ষে কঠিন কিছুই না। যে কেউ পারবেন যদি একটু মেধা খাটাতে পারেন।
প্রথমেই আমি আপনাদের বলবো কিভাবে আপনারা আপনাদের নিজেদের Theme Design করতে পারবেন।

১)প্রথমে Telegram App টি Open করুন।

২) এরপর Settings এ যান।

৩) এরপর Chat Settings এ যান।

৪) এরপর নিচে Scroll করুন আর Browse Themes এ যান।

৫) এরপর একেবারে নিচের দিকে স্ক্রল করুন। আপনারা Create News Theme এর Option পাবেন। সেটায় ক্লিক করুন।

৬) এরপর আপনি যে নামে Theme এর File টি তৈরি করবেন সে নামিটি দিন।

৭) এরপর আপনি আপনার স্ক্রিনের উপর দিকে দেখতে পাবেন একটি নতুন Icon যুক্ত হয়েছে Paint Brush এর। সেটিতে ক্লিক করুন।

৮) এটায় ক্লিক করার সাথে সাথে আপনি Telegram এর সম্পূর্ণ Ui এর Customization এর Setting টি পাবেন। এখন আপনি প্রত্যেকটি Setting এ গিয়ে আপনার ইচ্ছামতো Colour Design করুন।

Action bar থেকে শুরু করে Bubble, Reply Message Text, Background ইত্যাদি সবকিছুই আপনি নিজের ইচ্ছামতো Customize করতে পারবেন। সবগুলো এক এক করে চেঞ্জ করে দেখতে পারবেন যে কোনটা কেমন দেখায়।

এভাবেই আপনি আপনার ইচ্ছামতো Themes Design করতে পারবেন।

 

এবার আসি ২য় পদ্ধতিতে যেখানে আপনি প্রচুর Telegram Themes পেয়ে যাবেন Download করার মতো আর সেগুলো চাইলে Set ও করতে পারবেন।

এরজন্য আপনার প্রয়োজন পড়বে দুটি App এর।

1) App Name : Themes For Telegram

1) App Link : Playstore

https://play.google.com/store/apps/details?id=es.rafalense.telegram.themes

…………………………….

2) App Name : Themes For Telegram

2) Link : Playstore

https://play.google.com/store/apps/details?id=com.onlineceo.tgthemestore

 

চিন্তা করবেন না। দুটি App ই আলাদা। নাম একই হলেও দুটি App ই একদম আলাদা। তবে তাদের কাজ একই।

এই দুটি App এই আপনারা প্রচুর Telegram Themes পাবেন।
তবে App গুলোতে Ads আছে। তাই একটু সমস্যা ফেস করতে হবে। আমি এগুলোর একটারও ads free Mod version পাইনি। তাই দূঃখিত। তবে এখানে কিছু কথা বলে নিই। না হলে পরে আপনারা আমাকে কমেন্টে এসে আবার কথা বলবেন।

১নং যে App টা এখানে আপনারা Direct Telegram Themes গুলো Apply করতে পারবেন না। তবে আপনি সেগুলো Download করে রাখতে পারবেন।

কিন্তু Download করে রেখে লাভ কি?
যদি Apply ই না করতে পারি।

কি? এমনটাই প্রশ্ন মাথায় জাগছে। তাই না?

এরও সমাধান আছে। আপনি যে ফাইলটি Download করেছেন সেটি কাউকে Send করুন। আপনি Saved messages এ send করতে পারেন অথবা নিজের আলাদা account খুলে সেটাতেও send করতে পারেন। কয়েক kb মাত্র।

তাই ডেটা ইউজাররা ঘাবড়াবেন না। File টি send করার পর আপনি Telegram থেকেই সে File টির উপর Click করবেন এবং আপনাকে সাথে সাথে সে Theme টির Preview তে নিয়ে যাবে। আর সেখান থেকেই Theme টি Apply করতে পারবেন।

তো এত সমস্যার কি দরকার? এত কিছু করার কি আদৌ কোনো প্রয়োজন আছে?
জি আছে। এই ১ম App টি ২য় টির থেকে বেশি ডাউনলোড হওয়া App. ১০ লক্ষাধিক বার ডাউনলোড হয়েছে। আর এর রেটিং Playstore এ 5 এ 4.8 star।

যা খুবই Rare case এ দেখা যায়। আপনি নিজেই Review গুলো দেখতে পারেন। Playstore এর কথা বাদ দিই। App টিতে প্রত্যেকটা Theme অসাধারন। চোখ ধাধানো এক এক টা Theme আপনাকে মুগ্ধ করবেই।

এছাড়াও Anime lover, Movie lover (specially marvel movie lovers), Meme lover দের জন্যে Special কিছু আছে যা আপনারা নিজেরাই চেক করলে বুঝতে পারবেন।

এবার আসি ২য় App টার কথায়। এই App টিতে এত ঝামেলা পোহাতে হবে না আপনার। আপনি এই App এর যেকোনো একটি Theme এ ঢুকুন এবং সেটায় ঢোকার পরই আপনি নিচে Apply button টি দেখতে পাবেন।

সেখানে ক্লিক করুন আর সাথে সাথে আপনাকে Telegram এ নিয়ে যাবে আর Theme টি আপনি খুব সহজেই Apply করতে পারবেন।

 

08. আপনি নিজে নিজেই Telegram Bot তৈরি করুন!

Bot name : Bot Father

Bot username : @BotFather

আপনি Telegram User আর এই বট সম্পর্কে না জানলে আপনি কিছুই জানেন না। এ কথা কেন বলছি তা এখনই বুঝতে পারবেন।

আপনি কি নিজে নিজে বট তৈরি করতে চান? তবে এই বটটি আপনার সে কাজটি করতে সাহায্য করবে।

টেলিগ্রামে যত বট দেখেন তার অনেক বটই এই বটের সাহায্যে তৈরি করা হয়। আপনি চাইলে এই বট দিয়ে Game ও তৈরি করতে পারবেন।আপনি যদি নিজের তৈরি করা কোনো বট delete করতে চান তবে সেটিও করতে পারবেন।

আপনার তৈরি করা বট ও game এর লিস্টও পেয়ে যাবেন একটি কমান্ড ব্যবহারের মাধ্যমে যা আপনারা মেনুতেই পেয়ে যাবেন। এই বটের মাধ্যমে আপনারা প্রচুর কাজ করতে পারবেন।

একটি বট A-Z পর্যন্ত তৈরি করতে ও সেই বট Manage করতে যা যা করা যায় সব এই বটের মাধ্যমে আপনারা করতে পারবেন।

Privacy set করতে পারবেন। Command লিস্ট Set করতে পারবেন। inline settings change করতে পারবেন। description change করতে পারবেন। বটের সমস্ত information set ও change করতে পারবেন।

আপনি যদি নিজে নিজে কোনো বট তৈরি করতে চান তবে এই বটটি আপনাকে Must Try করতেই হবে।

প্রতিদিনই টেলিগ্রামে প্রচুর বট তৈরি করে এড করছে অনেক মানুষ। অনেকদিন আগে আমি নিজেও একটি বট তৈরি করেছিলাম এই বটের সাহায্যেই।

কিন্তু তারপর বটটি ডিলিট করে দিই। এ কথা এ কারনে বলছি কারন এই বটটি সত্যিই কাজ করে। আশা করছি আপনাদের কাজে দিবে। উপকারে আসলে জানাবেন।

09. Video Edit করুন Video Editing Apps এর মতো!

Bot name : Renamer Bot

Bot username : @renamer_cbot

নাম শুনে কেউ তুচ্ছতাচ্ছিল্য করবেন না। এই বটের কার্যকারিতা ব্যাপক।
এই বটের মাধ্যমে আপনারা ভিডিও Editor এর প্রায় প্রচুর কাজ করতে পারবেন। এক এক করে সবগুলো কাজের বিস্তারিত বলছি।

1) Audio & Subtitle :

আপনি যেকোনো ভিডিওর audio আর subtitle দুটিই customize করতে পারবেন। এমন কি ভিডিও থেকে Audio তে convert ও করতে পারবেন।

2) Video Trimmer :

যেকোনো ভিডিও trim করতে পারবেন ইচ্ছামতো।

3) Video Merge :

আপনার যতগুলো ইচ্ছা ভিডিও একসাথে merge করতে পারবেন।

4) Remove audio :

আপনি চাইলে যেকোনো ভিডিও থেকে অডিও remove করতে পারবেন।

5) merge video and audio :

আপনি ভিডিওর সাথে audio merge করতে পারবেন একসাথে।

6) Video to gif :

ভিডিও থেকে gif এ convert করতে পারবেন।

7) Compress video :

ভিডিও compress করতে পারবেন এই tool টির সাহায্যে।

8) Screenshots :

ভিডিও থেকে স্ক্রিনশট বের করতে পারবেন।

9) Manual screenshots :

আপনার ইচ্ছামতো ভিডিও থেকে স্ক্রিনশটস বের করতে পারবেন।

10) Generate sample :

Sample generate করতে পারবেন ভিডিওটির।

11) Video to audio :

ভিডিও থেকে অডিও বের করতে পারবেন।

12) Video converter :

Video convert করতে পারবেন।

13) Video renamer :

ভিডিওটি rename করতে পারবেন।

14) Video to mp4 :

ভিডিওর ফরমেট যদি mp4 না হয়ে থাকে তবে সে ভিডিওটির ফরমেট চেঞ্জ করে mp4 এ নিয়ে আসতে পারবেন।

15) Video information :

ভিডিওটির সকল information আপনারা এই কমান্ডের মাধ্যমে বের করতে পারবেন।

এই ১৫ টি Tool আপনারা মাত্র ১ টি বটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। কারো না কারো উপকারে অবশ্যই আসবে। যদি কাজে আসে তবে অবশ্যই জানাবেন।

10. Online এই যেকোনো 7z, Zip ইত্যাদি File Extract করাঃ

Bot name : Archiver Bot

Bot username : @ArchiverProBot

@VideoConverter2Bot

@VideoConverterNewBot

এই বটগুলোর কাজ হচ্ছে Zip/7z/rar এ ধরনের ফাইলকে Extract করা। এর আগেও হয়তো এ নিয়ে একটি বট নিয়ে লিখেছিলাম।যাই হোক, যারা জানেন না তারা এটা ব্যবহার করতে পারেন। আর যারা জানেন তারা Alternative হিসেবে রেখে দিতে পারেন।

আপনারা যেকোনো লিংক থেকে বা internal storage বা memory card থেকে যেকোনো zip/7z/rar ফাইল এক্সট্রাক্ট করতে পারবেন।

আপনি চাইলে zip/7z/rar ফাইল তৈরিও করতে পারবেন। Password Protected file গুলোও extract করতে পারবেন।
কারো না কারো উপকারে আসবে আশা করছি। কাজে দিলে অবশ্যই জানাবেন।

নাম দেখে বিভ্রান্ত হবেন না। এগুলোর নাম এমন হলেও এদের কাজ এদের নামের সাথে সম্পর্কযুক্ত না। 7Archiever App টির প্রায় সব কাজই এর মাধ্যমে করতে পারবেন।

৩ টি বট দিলাম। একটি কাজ না করলে অন্যটি ব্যবহার করবেন। মাঝে মাঝে Bot Overloaded থাকে। কারন অনেক User একসাথে বট ব্যবহার করে। তাই এ নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না।

একটু অপেক্ষা করবেন তাহলেই হবে। তবে আপনি চাইলে Alternative ব্যবহার করতে পারেন। যেটি ইচ্ছা ঐটিই ব্যবহার করবেন।

 

11. Photo Edit করুন আরো সহজে এবং আসল Apps এর মতো!

Bot name : Text Canvas

Bot username : @textcanvas_bot

এই বটের মাধ্যমে আপনারা যেকোনো ছবিতে আপনাদের ইচ্ছামতো Text বসিয়ে ছবি Edit করতে পারবেন। এটি একটি Photo editor এর কাজও করে। এছাড়াও এখানে যেসব ফিচার আছে সেগুলো সম্পর্কে বলি।

1) Theme :

এখানে বিভিন্ন Theme আছে। যেটা আপনার ইচ্ছা আপনি সেটা ব্যবহার করতে পারবেন। Light, Dark, Lemon, Violet এ চার ধরনের Theme আপনারা পেয়ে যাবেন।

2) Font :

আপনারা চাইলে বিভিন্ন ধরনের Font ব্যবহার করতে পারবেন। Rubik, Sacramento, Roboto, STIXtwo, Ephesis, Architect’s daughter এমন আজব আজব নামের Font আপনারা পেয়ে যাবেন। সবগুলোই একে অন্যের থেকে আলাদা। আর Font গুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে।

3) Font size :

যে Font টি দিয়ে লিখছেন সে Font এর Size বাড়াবে এবং কমাতে পারবেন।

4) Font colour :

যে Font টি দিয়ে লিখছেন সে Font এর Colour পাল্টাতে পারবেন। Black, White, Red, Pink, Purple, Yellow, Indigo, Blue, Green, Cyan, Lime, Orange এসব Colour আপনাদের ইচ্ছামতো করে পাল্টাতে পারবেন।

5) Text allign :

text Left নাকি Right নাকি Middle কোথায় রাখবেন সেটি Set করতে পারবেন।

6) Aspect Ratio :

ছবির Aspect Ratio আপনার ইচ্ছামতো Change করতে পারবেন।

7) Background :

Black, White, Red, Pink, Purple, Yellow, Indigo, Blue, Green, Cyan, Lime, Orange মোট ১২ টি Colour এর Background আপনারা পেয়ে যাবেন Default ভাবে। এছাড়াও আপনারা চাইলে নিজেদের ইচ্ছামতো Gallary থেকে ছবি বাছাই করে সে ছবিটি Background হিসেবে Set করে সেখানে Text দিয়ে Design করতে পারবেন।

অসাধারন একটি বট। খুব কম সময়ের মধ্যে যারা Photo Edit করতে চান বা Photo এর উপর Text বসাতে চান তবে এই বটটি তাদের জন্যে সাজেস্ট করবো। আর Quality খুবই ভালো হয় ছবির। আশা করছি কারো না কারো কাজে দিবে। উপকারে আসলে অবিশ্যই জানাবেন।

12. Get Motivation From Telegram :

Bot name : Good Read Quotes Bot

Bot username : @GoodQuoteBot

এই বটের কাজ হচ্ছে বিভিন্ন উক্তি নিয়ে যা মনিষি থেকে শুরু করে মহৎ মহৎ মানুষ বা কোনো বইয়ের লেখক ইত্যাদি সফল মানুষরা বলে গেছেন। আপনি যদি কাউকে একটি উক্তি পাঠাতে চান তবে আপনাকে সেটি সম্পূর্ণ টাইপ করতে হবে না যদি আপনি এই বট ব্যবহার করেন।

এছাড়াও সেই উক্তিটির ছোট অংশটির বদলে সে উক্তি নিয়ে সম্পূর্ণ লেখাটিও এই বটের সাহায্যে পেয়ে যাবেন।
বটটি ব্যবহার করতে হলে আপনাকে যেকোনো ইনবক্সে গিয়ে @GoodQuoteBot লিখে একটি space দিয়ে যেকোনো quote এর কোনো অংশ বা একটি word ও আপনার যদি মনে থাকে তবে সেটি টাইপ করবেন এবং ঐ রিলেটেড সব উক্তি পেয়ে যাবেন।

এছাড়াও এই বটের সাহায্যে আপনারা motivational/quote/inspirational ছবিগুলোও পাবেন। randomly পেতে চাইলে /inspire কমান্ডটি দিবেন আর সাথে সাথে বটটি আপনাকে motivational/quote/inspirational রিলেটেড randomly picture পাঠাবে।

এছাড়াও আপনারা চাইলে কোনো motivational speech বা voice ও পেতে পারেন এই বটের সাহায্যে। আপনাকে শুধু /quote কমান্ডটি দিতে হবে। আর সাথে সাথে একটি voice বা quote পেয়ে যাবেন।
আশা করি বটটি ভালো লেগেছে। ভালো না লাগলে কোনো সমস্যা নেই।

আমি জানি এ নিয়ে আমি এর আগেও একটি বট দিয়েছি। তবে সেটির বিকল্প হিসেবে এটি ব্যবহার করতে পারেন কেননা সেটি কাজ না করলে এটি ব্যবহার করতে পারবেন।

অবশেষে বলবো, কারো যদি পোস্টটি উপকারে আসে তবে কমেন্ট করে জানাতে পারেন। কোনো স্ক্রিনশট বা ছবি দিলাম এই কারনে যে আপনি নিজে যেন Explore করতে পারেন যা যা বললাম।

আমি নিজেও এই বটগুলোর সাহায্যে অনেক উপকৃত হয়েছি। আশা করছি আপনাদেরও উপকারে আসবে বটগুলো। পোস্টটি ভালো লাগলে Next পোস্ট কি নিয়ে করা যায় এটাও জানাতে পারেন।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT…

6 thoughts on "Telegram Tips & Tricks যেগুলো আপনি জানতেন না!"

  1. Torikulking Contributor says:
    ভাই যদিও এই সবগুলো বট আমি ১ বছরের বেশি সময় ব্যবহার করছি স্কিনশর্ট দেয়া গেলে দেখতেন। তবে এর মধ্যে সামান্য তথ্য অজানা ছিল তাই ধন্যবাদ।
    1. 4HS4N Author Post Creator says:
      Thank you too
  2. xinli369 Contributor says:
    Hi 4HS4N

    I am Offline❗️ for few Months.

  3. Ridoy6979 Contributor says:
    Good vi aponar telegram id link ta den
    1. Ridoy6979 Contributor says:
      Good vi aponar telegram id link ta den but ektao kaj hoilo na video audior ta. R egulor tutorial na dile kono fayda nai vi

Leave a Reply