আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
পুরো পোস্ট মনোযোগ দিয়ে পড়ুন, তবেই আপনার উপকারে আসবে।
Screen Record এর কথা শোনেনি, এর ব্যাপারে জানেন না এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল। কারো ফোনে তো এই অপশন ইনবিল্ড দেয়া থাকে আবার কারো ফোনে এই অপশন দেয়া থাকে না।
বিশেষ করে Android 9 Pie থেকে শুরু করে এর ওপরের প্রায় সবগুলো Android Version এ এই Screen Record এর অপশন দেয়া থাকে। আবার Android Version 9, 10, 11, 12 হওয়া সত্ত্বেও কোনো ফোনে Inbuilt Screen Record এর অপশন থাকে না।
সেক্ষেত্রে যাদের ফোনে সাপোর্ট করে না বা এই অপশন থাকে না তারা অ্যাপ ব্যবহার করে। আর আগে ২০১৫-২০১৭ সালের দিকে Android Version 8 থেকে শুরু করে এর নিচে যতগুলো ভার্সন আছে, সেগুলোতে এই ফিচার সাপোর্ট না করলে অনেকেই ফোন রুট করতো।
বর্তমানে এই সুবিধা রুট না করেই অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যায়, তাই আর রুট করার খুব বেশী প্রয়োজন হয় না। তবে Screen Record অ্যাপে এখন যেসব সুবিধা, ফিচার পাওয়া যায় সেসব ফোনের ইনবিল্ড স্ক্রীন রেকর্ড এ পাওয়া যায় না বললেই চলে।
যাইহোক কথা সেটা না, কথা হলো এই সময়ে কমবেশি সবাই Screen Record এর ব্যবহার করে। যে যেভাবে পারছে সে সেভাবে ব্যবহার করছে। আবার যেসব ফোনের Macro Lens দিয়ে ভিডিও করা যায় না সেসব ফোনে Screen Record ব্যবহার করতে হয়, আমি নিজেই Macro Lens দিয়ে ভিডিও করার জন্য Screen Record করি।
স্ক্রীন রেকর্ড করার সময় একটা ঝামেলা তো প্রায়ই হয় বাইরের সাউন্ডও রেকর্ড হয়। বিশেষ করে যখন গেম Screen Record করেন, তখন গেমের সাউন্ডের পাশাপাশি বাইরে কথা, অযথা শব্দ গুলোও রেকর্ড হয়ে যায়, আবার যারা মোবাইলে TV অ্যাপের কোনো মুভি, কার্টুন, নাটক Screen Record করেন নিজের ওয়েবসাইট, ইউটিউব বা কাউকে দেওয়ার জন্য যেখানেও বাইরের অপ্রয়োজনীয় শব্দ রেকর্ড হয়।এটা খুব বিরক্তিকর এবং অসুবিধার ব্যাপার। আপনি চাচ্ছেন যে কোনো ভিডিও বা গেম খেলছেন এবং সেটা Screen Record করছেন, এখানে আপনি একটা সমস্যা তো পাবেনই তা হলো Noise ! মানে গেমের বা ভিডিও সাউন্ডের পাশাপাশি আপনার চারপাশের শব্দ, কোলাহল।
আপনি যদি চান তাহলে এই বাইরের অপ্রয়োজনীয় শব্দ রেকর্ড না করে শুধুমাত্র ফোনের ভেতরের শব্দ গুলো রেকর্ড করতে পারবেন।
মানে যদি আপনি ফোনে কোনো ভিডিওর Screen Record করেন বা গেমের Screen Record করেন, এখানে শুধুমাত্র সেগুলোরই শব্দ রেকর্ড হবে। বাইরে থেকে আপনি গলা ফাটিয়ে চিৎকার করলেও আপনার চিৎকার রেকর্ড হবে না।
এবং এটা আপনি ফোনের সাথে দেওয়া Screen Record দিয়ে করতে পারবেন না। আপনাকে এর জন্য একটা ছোট অ্যাপ ব্যবহার করতে হবে। এই অ্যাপটার কথা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো এই অ্যাপের নাম হলো:
XRecorder
আপনি এই অ্যাপ তো Play Store এ সহজেই পেয়ে যাবেন। এই অ্যাপটা আমার কাছে ভালো লেগেছে কারণ এই অ্যাপে প্রয়োজনীয় সব ফিচার রয়েছে। তবে আসল মজা নিতে হলে আপনাকে এই অ্যাপের Pro Version ব্যবহার করতে হবে। কিভাবে Pro Version পাবেন সেটাও বলে দিবো।
XRecorder Pro তে যেসব ফিচার পাবেন।
1. Noise Reduction2. Internal Audio
3. Microphone and Internal Audio
4. Customized Resulation
5. Video Segment Size
6. Repair System UI Crash
7. Avoid Abnormal Stop
8. Performance Mode
9. Normal Mode
10. Pop Up Window Taking Screenshot
11. Hide Recording Saved Window
12. Hide Floating Ball During Recording
13. Show Touch
14. Customize Floating Ball
16. Editing Screenshot
17. Brush
18. Shake Phone To Stop Recording
19. Keep Recording When Screen Is Off
20. Create Shortcut
21. Trash
22. Edit Video
23. Edit Photo
24. Merge Video and Photo
25. Video Compress
26. No Watermark
27. RTMP Live Stream
28. Maximum support 120FPS recording
29. No Ads
30. Add text for Image
এখানে আপনি Shake Phone To Stop Recording এর মাধ্যমে ফোন Shake করে বা ঝাঁকুনি দিয়ে Screen Record বন্ধ করতে পারবেন।
এবং Keep Recording When Screen Is Off এর সাহায্যে ফোনের স্ক্রীন অফ থাকলেও রেকর্ড করতে পারবেন।
Video Compress এর ব্যবহার করে ভিডিও কোয়ালিটি ঠিক রেখে ভিডিওর সাইজ কম করতে পারবেন।
এবার দেখুন XRecorder অ্যাপের ব্যাবহার।
প্রথমে আপনি Play Store থেকে XRecorder ইন্সটল করবেন। তারপর Lucky Patcher দিয়ে XRecorder অ্যাপের In App Purchases Hack করবেন। Lucky Patcher দিয়ে কিভাবে হ্যাক করতে হয় সেটা না জানলে Trickbd তে এটা নিয়ে বেশ কিছু পোষ্ট আছে, তাই আমি এই Lucky Patcher এর বিষয়ে বেশি কিছু বলছি না, Lucky Patcher নিয়ে ইতিমধ্যেই যেসব পোস্ট আছে সেগুলো দেখুন। Lucky Patcher দিয়ে হ্যাক করা হয়ে গেলে Play Store থেকে ইন্সটল করা XRecorder Go to file এ ক্লিক করে Uninstall করে দিন, এবং হ্যাক করা XRecorder Install করুন।তারপর XRecorder অ্যাপ ওপেন করে, যেসব পারমিশন চাচ্ছ এগুলো দিয়ে দিন।
এখন XRecorder এর Settings এ ক্লিক করুন।
এবার XRecorder এর Pro Version কিনুন।
প্রো ভার্সন কেনা হলে Audio Settings এ ক্লিক করুন।
তারপর আপনার পছন্দমত Internal Audio অথবা Internal and Microphone যেকোনো একটা সিলেক্ট করুন।
যদি আপনি Internal Audio সিলেক্ট করেন তাহলে আপনি শুধুমাত্র অ্যাপের ভেতরে বা ফোনে Screen Record করার সময় বাইরের অপ্রয়োজনীয় শব্দ রেকর্ড হবে না।
আর যদি Internal and Microphone সিলেক্ট করেন তাহলৈ যখন আপনি কোনো হেডফোন/ইয়ারফোন ব্যবহার করবেন না তখন আপনি শুধুমাত্র অ্যাপের ভেতরে বা ফোনে Screen Record করার সময় বাইরের অপ্রয়োজনীয় শব্দ রেকর্ড হবে না, কিন্তু যখন হেডফোন/ইয়ারফোন ব্যবহার করবেন তখন বাইরের সাউন্ডও রেকর্ড হবে কিন্তু তা খুবই অল্প। আপনি ইচ্ছা করলে Noise Reduction ব্যবহার করতে পারেন, এটাও বাইরের অপ্রয়োজনীয় শব্দ রেকর্ড হওয়া আটকাতে সাহায্য করে।
যেসব ফোনের Android Version 10 এবং এর উপরে শুধুমাত্র সেসব ফোনেই Internal Audio এবং Internal and Microphone এই দুই ফিচার ব্যবহার করতে পারবেন। তবে আপনি যেসব অ্যাপ বা গেমের স্ক্রীন রেকর্ড করবেন সেগুলোতেও Internal Audio সাপোর্ট করতে হবে, আর এখনকার প্রায় বেশিরভাগ অ্যাপস ও গেমগুলোতে Internal Audio সাপোর্ট করে, আর যেগুলোতে করেনা সেসবে Noise Reduction ব্যবহার করুন। তাই বেশি চিন্তা করবেন না। এন্ড্রয়েড ১০ এর নিচের ফোনগুলোতে এই দুই ফিচার ছাড়া অন্য সব ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে বাইরের অপ্রয়োজনীয় শব্দ রেকর্ড হওয়া বন্ধ করতে Noise Reduction ব্যবহার করতে পারবেন, এটা ৭০% অপ্রয়োজনীয় শব্দ রেকর্ড হওয়া বন্ধ করতে সাহায্য করে। নেই মামার চেয়ে কানা মামা ভালো।এখন আপনার পছন্দমত যেসব প্রয়োজন সেসব সেটিংস করে নিন।
এডিটিং করতে কলমের আইকনে ক্লিক করুন।
এখানে আপনি এডিট করার জন্য চারটা অপশন পেয়ে যাবেন।
ব্যাস ! আপনি এখন আপনার পছন্দমত Screen Record করুন। আমার মতে আপনার একবার হলেও এই অ্যাপ ব্যবহার করা উচিত। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন XRecorder অ্যাপ।আরও পড়ুনঃ জিডি করার নিয়ম — অনলাইনে জিডি করার নিয়ম -২০২২
আমরা চেষ্টা করি প্রতিদিন আপনাদের নতুন কিছু আর্টিকেল উপহার দেওয়ার। প্রতিদিন নতুন কিছু শিখতে চাইলে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করুন।
ওয়েবসাইট লিংকঃ BD TECH ROOM
এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ?
কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ফেসবুক আইডি
আর এই প্রো ভার্সন আমার ফোনেও কাজ করবে আপনে আপলোড দিয়ে লিংক দিয়েন শুধু?
Download kore nin