Free Fire জন্য স্পেশাল ভাবে “Frontedge Tech Private Limited” এই Sec Booster ভিপিএন বানিয়েছিল যেটা প্লে-স্টোরে পাওয়া যায়, অনেকেই ব্যবহার করেন, কিন্তু এটার সমস্যা ছিল Spreadtrum প্রসেসরে চলা low-end ফোন গুলাতে ভালো ভাবে কাজ করে না। উদাহারণ স্বরুপ – itel vision 1 ফোন যেটাতে আমি ব্যবহার করি।

সমস্যাঃ
গেম চলাকালীন হুট-হাট ভিপিএন বন্ধ হয়ে যায়, নতুন করে আবার ভিপিএন চালু করে গেম ওপেন করতে গেলে গেম রিস্টার্ট হয়৷

একই সমস্যা আমি অনেকেরই হতে দেখেছি। তাই, এই মোড ব্যবহার করলাম এবং এতে স্মুথলি চলে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রানিং সিস্টেম টা অপ্টিমাইজ করা আছে।

Extra Feature:
হোম বাটনে চেপে গুগল এসিস্ট্যান্ট এর পরিবর্তে এই App ওপেন হবে।

কেন এই ফিচার যুক্ত করলাম?
– আমার ফোনে এখন একটানা প্রায় ২ঘন্টা গেম খেলার পর বন্ধ হয়েছিল, যেটা হওয়া অস্বাভাবিক নয়, কারণ এই ফোন প্রায় ২ বছর পুরোনো। এখনো যে চালাতে পারছি এই অনেক। তাহলে আপনাদের ফোনে আরো ভালো চলবে, এই ফিচার ব্যবহার করার প্রয়োজন নাও হতে পারে। সেক্ষেত্রে নিচের ধাপগুলো বাদ দিন।
আর যাদের প্রয়োজন তারা এটা চালু রাখতে পারেন, তাই হঠাৎ করে গেম চলাকালীন যদি ভিপিএন টা বন্ধও হয়ে যায় তাহলে গেমে থাকা অবস্থাতেই আপনারা হোম বাটনে চাপ দিয়ে ধরে রাখুন এবং Sec Booster ওপেন হবে ও সেটা চালু করে গেমে ফিরতে পারবেন। সর্বোচ্চ ১০ সেকেন্ড সময় ব্যায় হবে যা গেমার দের জন্য খুবই ভালো।

যাইহোক, এবার App টা ডাউনলোড করে ফেলুন।

APK – 9 MB

যদি আপনার ফোনে আগে থেকেই Sec Booster ইন্সটল করা থাকে, তাহলে সেটা আনইন্সটল করুন এবং তারপর এটা ইন্সটল করুন।

হোম বাটনের সাথে এটা যুক্ত করতে নিচের ধাপ গুলা খেয়াল করুন।
টার্গেট- “Assist App” পরিবর্তন করা।


ব্যাস, এবার নিশ্চিন্তে গেম খেলুন।

এছাড়াও আপনার ভিপিএন কে আরো সচল রাখতে আপনার ফোনের সিস্টেম এর এই সেটিংও অবলম্বন করতে পারেন।
টার্গেট- “Always VPN on” চালু করা।

আজ এ পর্যন্তই।
ভালো থাকবেন।

বিঃদ্রঃ আমি প্রোফেশনাল বা দক্ষ কোনো মোডার না। এই Sec Booster টা আমি “App Cloner” এর সাহায্যে মোড করেছি।

18 thoughts on "[VPN] Free Fire এর জন্য নিয়ে নিন Sec Booster এর সেরা মোড ভার্শন নতুন ফিচার সহ।"

  1. mrfarhanisrak Levi Author says:
    সুন্দর। কিন্তু আমি গেম খেলি না।?
  2. Avatar photo Shakib Expert Author says:
    Ami Free Fire kheli just Mod/Cheat apk gula diye? just for fun purpose
  3. Avatar photo ★RIFAT★ Contributor says:
    আমার এ সমস্যা হত। ধন্যবাদ
  4. Avatar photo Md.Sabbir Ahmed Contributor says:
    ID te kono problem hobe na to?
    1. Avatar photo Ersiaa Author Post Creator says:
      আরে না। এটা VPN এর মোড, গেমের মোড না।
  5. Avatar photo TAHER Author says:
    চালিয়ে যান ❤️
    Free Fire Player দের জন্য ভালো পোস্ট
    আজ ফ্রী ফায়ার খেলি না বলে ?
  6. Avatar photo Sk Shipon Author says:
    সুন্দর
  7. Avatar photo Zisan Islam Contributor says:
    Vai aro koekta vpn er mod share Koiren PLZ
    Keep It Up ❤️
  8. Avatar photo mostofa Kamel Contributor says:
    App not installed bole vai
    1. Avatar photo Ersiaa Author Post Creator says:
      পুরাতন টা আনইন্সটল করে, তারপর ইন্সটল করুন।
  9. nayemrk Contributor says:
    Vi install hoyna
    1. Avatar photo V Author Post Creator says:
      Android version কত?

Leave a Reply