আজকের Tutorial এ আমরা শিখব মোবাইল দিয়ে কিভাবে SSH কানেক্ট করবেন।SSH ব্যবহার করে আমরা অন্য কোনো কম্পিউটার বা VPS এর Terminal Access করতে পারি।আমরা PC তে “Putty” Use করে খুব সহজেই তা করতে পারি।কিন্তু এই জিনিসটি মোবাইল এ কিভাবে করবেন তা নিয়েই আজকের Tutorial

 

প্রথমে একটি App Install করতে হবে

App Link: https://play.google.com/store/apps/details?id=com.minisatip.putty

App টি Open করার পর + Icon এ ট্যাপ করতে হবে

এবার ছবিতে চিহ্নিত করা স্থানে {username}@{hostname}:{port} এই ফরমেট এ username,hostname,port দিন

এবার উপরে “+” Icon এ ট্যাপ করুন

এখন Host Add হয়ে যাবে। এখন সেখানে ট্যাপ করুন।

এবার Yes Button এ ট্যাপ করুন

এখন আপনার VPS/Computer কানেক্ট হয়ে যাবে

 

 

 

 

 

 

8 thoughts on "মোবাইল দিয়ে কিভাবে SSH কানেক্ট করবেন?"

  1. Shakib Expert Author says:
    well described ?
  2. ভাই ভালোভাবে বুঝর জন্য ভিডিও দেন
  3. Nafis Fuad Contributor says:
    Vai Website er server er sathe kivabe connect korbo terminal ssh / onno kisu dia
  4. TAHER Author says:
    গুড পোস্ট ❤️
  5. shuvo Contributor says:
    vaiya ata ki metaspolite ar payload ar sathe connect kora jabe?

Leave a Reply