এই পোস্টটা এক পর্বেই দিতে চেয়েছিলাম, কিন্তু অনেক বড় হয়ে যাবে বিধায় পর্বে পর্বে আলাদা করলাম।

# রিভার্স ইমেজ সার্চ কী? কোথা থেকে?
– সাধারণত ইমেজ সার্চ বলতে বুঝায়, টেক্সট লিখে ইন্টারনেটে ছবি অনুসন্ধান করা। আর রিভার্স মানে বিপরীত বা উল্টা, তাহলে রিভার্স সার্চ বলতে বুঝায় “ছবি দিয়ে লেখা অনুসন্ধান বা তথ্য অনুসন্ধান”।
আমি যতোদূর জানি গুগল ই সর্ব প্রথম রিভার্স ইমেজ সার্চ চালু করেছিল যেটা ” ফটো সার্চ” নামে চেনা হতো এবং এটা শুধু উইন্ডোজ এর Chrome ব্রাউজারে ব্যাবহার করা যেত। সেটার কাজ ছিল একই মাপের আরো ছবি খোজা।
এরপর “টিনআই” নামক একটি ওয়েবসাইট ছবির লাইসেন্স ও প্রপার্টি যাচাই করণ সেবা চালু করে যেটার মাধ্যমে কোনো ছবির কপিরাইট কারো কাছে আছে কিনা এবং এর লাইসেন্স যাচাই করা যেত।
এরপর আসে “ডুপলিচেকার” যেটা সম্ভবত এই ইমেজ সার্চিং কে “রিভার্স ইমেজ সার্চ” বলে প্রচলিত করে।
এখন এই নামেই সবাই চেনে।

# কেন রিভার্স সার্চ ব্যবহার করা হয়?
– প্রোগ্রামের শুরুটা লাইসেন্স ভেরিফাই ও সাইজ খোজার দিয়ে, কিন্তু এখন চাহিদা ভেদে আলাদা আলাদা ব্যবহার এসেছে।

১. ধরুন আপনি একটা দোকানে বা কোথাও একটা শার্ট দেখলেন, পছন্দ হলো কিন্তু জানেন না যে কোথা থেকে কিনেছে বা নাম কী সেটার বা তার কাছ থেকেও জানতে পারছেন না। তখন আপনি সিম্পলি মোবাইল থেকে রিভার্স সার্চিং এর মাধ্যমে একই পন্য পেয়ে যাবেন বিবরণ সহ, এমনকি দারাজের লিংক সহও পেতে পারেন।

২. আপনি ফেসবুকে বা কোথাও কোনো নায়ক/নায়িকা বা কোনো মডেল এর ছবি দেখলেন, কিন্তু তাকে চিনতে পারছেন না বা নাম জানেন না। এখন ঐ ছবিটা রিভার্স সার্চ করলে ছবিটা আর কোন কোন পাবলিক সাইটে আপলোড করা আছে, তা লিংকসহ পেয়ে যাবেন এবং সাথে এটাও জানতে পারবেন সেই মডেল এর নাম ও পরিচয়।

৩. আপনি হয়তো কোথাও কোনো ভিডিও দেখলেন, যেটা ভালো লাগলো এবং সেই ভিডিওটা কোন সিনেমা বা নাটকের তা জানেন না বা ভিডিওতে থাকা চরিত্র গুলোও চেনেন না। সেক্ষেত্রে রিভার্স সার্চিং করে ঐ ভিডিওর উৎস পেতে পারবেন।

৪. সত্য মিথ্যা যাচাইয়েও ব্যবহার করা যায়। যদি কেউ কোনো আর্ট বা ছবি দেখিয়ে বলে সেটা তার আকানো বা তার তোলা সেটা রিভার্স সার্চিং এর মাধ্যমে যাচাই করা যায়।
আরো কতো ভাবেই ব্যবহার করে মানুষ, নিজ নিজ প্রয়োজন অনুসারে।

# রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে কি ভিডিও সার্চ করা সম্ভব?
– হ্যা, ভিডিওর কোনো এক সময়কালের স্ক্রীনশট দিয়ে সার্চ করলে সেটা পাওয়ার ৭০ভাগ সম্ভাবনা থাকে, যেহেতু থাম্বনেইল এর মধ্যে খুজবে শুধু।
তাছাড়া রিভার্স ভিডিও সার্চিং বলে কিছু এখনো তৈরী হয়নি, আমার জানামতে। তবে আমি ভিডিও সার্চ এইভাবেই করি, এবং এপর্যন্ত মনে হয় ২/৩টা খুজে পেতে ব্যর্থ হয়েছি মাত্র।

আলোচনা অনেক হলো, এবার শুরু করি।

আপনার কাছে অনেক অপশন আছে। তবে আমি রেকমেন্ড করবো নিচের এই “Search by image” App টি।
সুবিধাঃ

১.কোনো প্রকার কোনো এড নেই
২.ফটো ক্রপ করার সুবিধা
৩.ফটো ডাউনলোড না করেই ঐ ফটো দিয়ে রিভার্স করা
Link: Play Store

তবে আপনারা চাইলে Duplichecker ওয়েবসাইট বা অন্যান্য ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন, কিন্তু এগুলাতে এড শো করে। তাই এটা না করাই ভালো।

আর পন্য (জামা কাপড়, খাবার, মেকাপ ইত্যাদি বস্তুদ্রব্য) খোজার জন্য গুগল লেন্স ই সেরা, কারণ এটা আমাদের লোকেশন ও এক্টিভিটি ভেদে সেরা রেজাল্ট দেয় যা উপকারী।
প্রথমে নিচ থেকে গুগল এপ আপডেট করুন।
Link: Play Store

পন্য খোজার জন্যঃ
Google App ওপেন করুন ও স্ক্রীনশট ফলো করুন। কাঙখিত পন্যের ছবি তুলুন। ব্যাস।

মানুষ খোজার জন্যঃ
মানুষ বলতে সকলকে ভাববেন না। যেমন আমার ছবি কোনো পাবলিক সাইটে আপলোড করা নেই, তাই আমার ছবি সার্চ করলে কেউ পাবে না। এমন ই, আমাদের মতো যারা মিডিয়া প্রচলিত বা পাবলিক ফিগার না, তাদের সার্চ করলে পাওয়া যাবে না।
যেমন, আমি একটু আগে ফেসবুক ঘাটতে ঘাটতে এই ছবিটা পেলাম। এখন চলুন একে দিয়েই শুরু করি।

প্রথমে “Search by image” এপ টিতে প্রবেশ করুন।

এরপর Gallery তে ক্লিক করে ঐ মেয়ের ছবিটি ক্রপ করে আপলোড দিবো এবং রেজাল্ট দেখুন।



বেশিরভাগ জায়গা তেই দেখা যাচ্ছে Scarlett Johanson লেখা, তারমানে এই মেয়েটির নাম Scarlett Johanson এবং এটা ছোটবেলার কোনো সীন।
যেহেতু Scarlett Johanson অনেক পপুলার, তাই সহজে পেলাম। এবার আবার অন্য একটা ছবি দিয়ে সার্চ করে দেখাবো।

এবার গুগল থেকে আমি একটা র‍্যানডম মডেল এর ছবি দিয়ে সার্চ করে দেখাবো।


এখন এই মেয়েকে নিয়ে সার্চ করবো আগের মতো।


এখানে গুগলে যথেষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না, তাই “Yandex” সিলেক্ট করলাম।
এবার স্ক্রোল করে নিচে আসুন।

দেখতে পাবেন অনেক গুলা নামের মধ্যে “Zakia Sultana Sharma” নামটি বেশি দেখা যাচ্ছে।

অর্থাৎ এই মডেল এর নাম Zakia Sultana Sharma। বিশ্বাস না হলে গুগলে নাম সার্চ করে যাচাই করে নিতে পারেন।

আজ এ পর্যন্তই।

একই ভাবে ভিডিওতে কোনো সীনের স্ক্রীনশট নিয়ে সার্চ করলেই পারবেন।
পরবর্তী পর্বে দেখাবো যে এই রিভার্স সার্চিং এ যেসব মানুষ কে Google, Bing, Yahoo কোনোটিই যাচাই করতে বা খুজতে পারেনি, তাদের কে কীভাবে খুজে বের করবেন।

*ভিডিও সার্চিং কেউ সফল ভাবে করতে না পারলে কমেন্টে বলবেন, তাহলে পরের পর্বে সেটারও কিছু টেস্ট দেয়ার চেস্টা করবো।

12 thoughts on "Reverse Image Search (পর্ব ১) ছবি দিয়ে তথ্য অনুসন্ধান – Product & Face Searching"

  1. Avatar photo Deepraj Author says:
    Google Lens Diyeo Hoi
    1. Avatar photo Ersiaa Author Post Creator says:
      গুগলে লেন্সের ব্যবহারও দেখাইছি পোস্টে। আর গুগল লেন্স মানুষ এর খুজতে বেশি কার্যকর না।
  2. Avatar photo abir Author says:
    যদিও অনেক আগে থেকে জানি তারপর ও ধন্যবাদ
  3. Avatar photo TAHER Author says:
    আগে পোস্ট করা হয়েছে।
    তারপরও এটি নতুন রুপ পেয়েছে ❤️
  4. Avatar photo Uzzal Mahamud Pro Author says:
    সুন্দর
  5. mrfarhanisrak Levi Author says:
    Good. Lens নিয়ে আমিও একটি পোস্ট করেছিলাম।কিন্তু সেটি ছিলো ভিন্য টপিক।
    1. Avatar photo Ersiaa Author Post Creator says:
      ওহ
    2. mrfarhanisrak Levi Author says:
      জ্বী।
  6. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    সত্যি বলতে কাজের পোস্ট
  7. Avatar photo Sabbir Contributor says:
    আমি duplichecker use kori
  8. Avatar photo abrno34 Author says:
    আগে থেকে ব্যবহার করে আচ্ছি তারপর ও ধন্যবাদ।

Leave a Reply