বর্তমানে প্রায় সব ফোনেই Long Screenshot নামক এই অপশনটি থাকে।আর এটি অনেক সময়েই আমাদের কাজে আসে।কিন্তু যারা এখনো আগের ফোন use করেন তাদের ফোনে এই Feature টি নেই।তাই আজকের Tutorial এ আমি দেখাবো কিভাবে আপনি যেকোনো ফোন দিয়েই Long Screenshot নিতে পারবেন।

 

এই ট্রিকটি Use করে আপনি শুধু Website এর Long Screenshot নিতে পারবেন।তবে বেশিরভাগ সময়েই আমাদের Website এই Long Screenshot এর প্রয়োজন পরে।

Long Screenshot এর জন্যে আপনার প্রয়োজন হবে Google Chrome যা এখন সব ফোনেই থাকে।

~প্রথমে আপনি যেই ওয়েবসাইটের Screenshot নিতে চান সেটি ওপেন করে Chrome এর 3dot এ ট্যাপ করুন।

~এবার এখান থেকে Shere এ ট্যাপ করুন

~তারপর “Long Screenshot” এ ট্যাপ করুন

~এখন আপনি যতটুকু অংশ Screenshot নিতে চান তা Select করুন।আপনি এখানে Scroll করে Website এর নিচের অংশ Select করতে পারবেন

~Select করা হয়ে গেলে “Next” এ ট্যাপ করুন

এবার “Save to device only” তে ট্যাপ করলেই Screenshot Save হয়ে যাবে।

 

 

 

8 thoughts on "পুরোনো ফোন দিয়েও যেভাবে নিবেন Long Screenshot"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    এতোদিন এই লং স্ক্রিনশট সম্পর্কে জানতে চাচ্ছিলাম

    ধন্যবাদ ভাই আপনাকে পোস্ট করার জন্য

  2. Sohel Rana Contributor says:
    already post ache
    1. Zubayer Ahmed Author Post Creator says:
      Same type er post ache but exactly ei topic niye nai
    2. Zubayer Ahmed Author Post Creator says:
      accha vai dekhi nai age post chilo…nahole kortam na…r ei post e oi topic niye arektu details ache
  3. Sohel Rana Contributor says:
    to abar kno post korlen
  4. Rakib Author says:
    Srkina na kar jeno Post ase..ai topic a
  5. Xein Ahmed Author says:
    Vibinno website ache long screenshots er jnno karjokori. But oita diya only open source websites gular screenshots neya jay

Leave a Reply